স্মার্টফোন নির্মাণে পুনরায় সবার শীর্ষে স্যামসাং

সবার শীর্ষে স্যামসাং

পুনরায় স্মার্টফোন নির্মাণে শীর্ষস্থানে স্যামসাং। বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতার খেতাব বর্তমানে এই স্মার্ট ফোন কোম্পানির দখলে। রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে বিক্রি হওয়া স্মার্টফোনের প্রতি পাঁচটির মধ্যে একটি স্যামসাং। বছরের শুরুর তিনমাসের মধ্যেই রেকর্ড গড়েছে এই স্মার্টফোন কোম্পানি।

ভারতের স্মার্টফোনের বাজারে দখল করে রাখা চিনা কোম্পানি গুলির মধ্যে শাওমি ছিল সবথেকে এগিয়ে। এবছরই এই কোম্পানি সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকাতেও উঠে এসেছে। বাজারে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এর তথ্য অনুযায়ী ভারতের বাজারে তথা সারা বিশ্বে শাওমির বিক্রি এবছরে প্রায় ৬২ ভাগ বেড়ে গিয়েছে। যার কারণে স্যামসাং এবং অ্যাপেলের পরেই তৃতীয় স্থানটি দখল করে রেখেছে শাওমি।

আরো পড়ুন -Samsung Galaxy M42 5G মোবাইল লঞ্চ হলো ভারতে, দেখুন মোবাইলের বিবরণ

আরো পড়ুন -OPPO A53s 5G এবার ভারতে, দেখুন মোবাইল টির বিবরণ

গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলা মহামারীর কারণে বিশ্বের বাজারে স্মার্টফোনের বিক্রি বেড়েছে ২৭ ভাগ, এমনটাই জানিয়েছে ক্যানালিস। আর গত তিন মাসে প্রায় ৭ কোটি ৬৫ লক্ষ ফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন কোম্পানি স্যামসাং। যার কারণে বিশ্বের বাজারে এই কোম্পানির দখলে এসেছে ২৭ শতাংশ। সাথেই স্যামসাংয়ের ব্যবসা বেড়েছে ৬৬ শতাংশ এবং এই বৃদ্ধিতে যে স্মার্টফোনটি সবথেকে বড় ভূমিকা পালন করেছে সেটি হল স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ।

শুধু স্যামসাংই নয়, অ্যাপেলের তরফ থেকে নিয়ে আসা প্রথম 5G স্মার্টফোন Iphone-12 এর বিক্রির হার বেড়েছে অনেকটাই। প্রায় ৫ কোটি ২৪ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপেল। যার ফলে বিশ্বের বাজারে এই কোম্পানির দখলে এসেছে ১৫ শতাংশ।

Previous articleহাসপাতালে ভর্তি কে এল রাহুল। কারণ জানাল পাঞ্জাব কিংস
Next articleপাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ: নতুন নাম হতে পারে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply