শঙ্খ ঘোষ প্রবন্ধ রচনা | Shankha Ghosh Rachana in Bengali

শঙ্খ ঘোষ প্রবন্ধ রচনা: আজ আমরা এই নিবন্ধে পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ সম্বন্ধে প্রবন্ধ রচনা লিখব। বাংলার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা বাংলা ভাষায় শিক্ষাগত বিষয়ক দিকে বিভিন্ন নিবন্ধ লিখে থাকি। “শঙ্খ ঘোষ প্রবন্ধ রচনা” এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পড়াশোনা সাপেক্ষে। পরীক্ষায় এই ধরনের প্রবন্ধ রচনা এসেছে এবং ভবিষ্যতেও আসবে। সেই কারণে আপনারা এই রচনাটি গ্রন্থাকারে বা সংক্ষেপে নিজের ভাষায় তৈরি করে নিতে পারবেন। আমরা এই স্বনামধন্য কবি শঙ্খ ঘোষের প্রাথমিক জীবন, কর্মজীবন, সাহিত্য চর্চা, গ্রন্থাবলী, সম্মান ও পুরস্কার শেষ জীবন সম্পর্কে নিচে বিস্তারিত বিবরণ দেয়া হলো। এই রচনাটি আপনি প্রবন্ধ আকারে লিখতে পারেন অথবা ৫,৬ নম্বরের সংক্ষিপ্ত রচনা আকারে বানিয়ে নিতে পারবেন। নিবন্ধের শেষে রচনাটি কেমন লাগলো বা কোন ভুলত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

শঙ্খ ঘোষ প্রবন্ধ রচনা, শঙ্খ ঘোষ রচনা

সূচনা-

শঙ্খ ঘোষ ভারতের একজন স্বনামধন্য সাহিত্যিক সমালোচক কবি ও তাকে আমরা রবীন্দ্র বিশেষজ্ঞ রূপে ও জেনেছি। এই স্বনামধন্য কবি জন্মগ্রহণ করেছিলেন ১৯৩২ সালের ৫ ই ফেব্রুয়ারি, বর্তমান বাংলাদেশের চাঁদপুর জেলায়। তার বাবার নাম ছিল মনিন্দ্র কুমার ঘোষ এবং মাতার নাম ছিল অমলা ঘোষ। বাবার কর্মসূত্রের জন্য শঙ্খ ঘোষ পাবনায় চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে দশম শ্রেণী পাস করেন। এরপর ১৯৫১ সালে তিনি কলকাতায় আসেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে গ্রেজুয়েট সম্পূর্ণ করেন।

কর্মজীবন-

১৯৬০ সালে শঙ্খ ঘোষ আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় যোগদান করেছিলেন, এছাড়া ভারতের সিমলা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিজ প্রতিষ্ঠানে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
শঙ্খ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, এছাড়া বঙ্গবাসী কলেজ সিটি কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনি অধ্যাপনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৯২ সাল পর্যন্ত চাকরি করেছেন।

শঙ্খ ঘোষের সাহিত্য চর্চা-

শঙ্খ ঘোষ আমাদের কাছে কবি রূপে পরিচিত হলেও তিনি সাহিত্য চর্চায় নিজের ছাপ রেখে গেছেন। “দিনগুলি রাতগুলি”, “বাবর এর প্রার্থনা”, “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে” ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া রবি শঙ্খ ঘোষ রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন তার রবীন্দ্র বিষয়ক গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল, ‘উর্বশীর হাসি’, ‘এখন সব অলীক’, ‘দামিনীর গান’। সাহিত্য চর্চার পাশাপাশি বাংলার এই কবি সর্বদা সামাজিক গতিবিধির উপর নজর রাখতেন। তিনি বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, নিয়মের বিরুদ্ধে গিয়ে। শঙ্খ ঘোষ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু তিনি নিচু তলার মানুষ, দরিদ্রদের জন্য সবসময় কলম ধরতেন। কখনো কবিতার মধ্যে দিয়ে বা কখনো ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে তিনি তার প্রতিবাদ ফুটিয়ে তুলতেন।

বাচ্চাদের জন্য লেখা কবিতা

শঙ্খ ঘোষ ছোট বাচ্চা ও কৃষকদের জন্য অনেক কবিতা লিখেছেন সেগুলির মধ্যে বিদ্যাসাগর, সকালবেলায় আলো, শব্দ নিয়ে খেলা, সেরা ছড়া, ছোট্ট একটা স্কুল, খুব বড় হওয়া খুব ভুল, শহর পথের ধুলো, ইচ্ছা প্রদীপ, ছড়া সংগ্রহ ইত্যাদি উল্লেখযোগ্য। শঙ্খ ঘোষের কবিতা আপনারা ছোটদের পাঠ্য বইতে দেখতে পাবেন।

সম্মান ও পুরস্কার

বাংলাদেশ বিখ্যাত কবি ১৯৭৭ সালে সাহিত্য একাডেমী পুরস্কার জয়লাভ করেন, এছাড়া ১৯৮৯ সালে “ধুম লেগেছে দমকলে” কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার জিতেছেন। “গন্ধব্য কবিতা গুচ্ছ” এর জন্য ১৯৯৮ সালে তিনি সরস্বতী সম্মান লাভ করেন। ১৯৯৯ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান “রক্তকল্যাণ” অনুবাদ করার জন্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে শঙ্খ ঘোষ ২০১০ সালে “ডি লিট” উপাধি লাভ করেন। ২০১১ সালে কবি শঙ্খ ঘোষ ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।

কবির শেষ জীবন

বাংলার এই কবিতার শেষ জীবন কলকাতাতেই কাটিয়েছেন, কলকাতার ঘোরা ডুবি অঞ্চলে তিনি থাকতেন। আমরা সবাই জানি ২০২১ সালে ভারত তথা সারা বিশ্বে করোনা অতিমারির প্রভাব ছিল। সে সময় আমাদের এই কবি করোনার উপসর্গে ভুগছিলেন, কিছুদিন পরেই তার রিপোর্ট পজিটিভ আসে এবং তিনি হাসপাতালে যাওয়ার বদলে নিজের বাড়িতে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ২১ এপ্রিল,২০২১ সকালে কবি শঙ্খ ঘোষ আমাদের ছেড়ে চলে যান। শঙ্খ ঘোষের এভাবে হঠাৎ প্রয়াণে কবি জয় গোস্বামী বলেছেন “এক মহান বটবৃক্ষের পতন হলো, তিনি ছিলেন জাতির বিবেক।” কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন যে, “মাথার উপর থেকে ছাদ সরে গেল”।

উপসংহার

বর্তমানে বাংলায় কবি ও সাহিত্যের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। কিন্তু রবীন্দ্রনাথ, কাজী নজরুলের পর স্বাধীন ভারতের কবি শঙ্খ ঘোষের অবদান অতুলনীয়। আমরা সকলেই তার কবিতা পাঠ্যবইতে পড়েছি ও ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম তার লেখা গ্রন্থ গুলি পড়তে থাকবে।

উপরের নিবন্ধে আমরা আজ শঙ্খ ঘোষ সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করলাম যেগুলি আপনারা “শঙ্খ ঘোষ বাংলা প্রবন্ধ রচনা”, শঙ্খ ঘোষ সংক্ষিপ্ত রচনা, শঙ্খ ঘোষ রচনা ইত্যাদি প্রশ্নের উত্তর রূপে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।

শঙ্খ ঘোষ প্রবন্ধ রচনা, Shankha Ghosh Rachana in Bengali PDF- Click Here

মন্তব্য করুন