পৃথিবীর থেকে চন্দ্রপৃষ্ঠে অবস্থিত অ্যাপোলো-১৫ এর সুস্পষ্ট ছবি তুললেন বিজ্ঞানীরা

পৃথিবী থেকেই চন্দ্রপৃষ্ঠে অবস্থিত অ্যাপোলো-১৫ এর একটি সুস্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান তারা পৃথিবীপৃষ্ঠ থেকে শক্তিশালী রাডার সিগন্যাল মহাকাশে প্রেরণ করে চন্দ্রপৃষ্ঠে থাকা অ্যাপোলো-১৫ এর সঠিক অবস্থান খুঁজে পেয়েছেন এবং তার সাথেই খুব পরিষ্কার একটি ছবি তুলতে সক্ষম হয়েছেন তারা।

অ্যাপোলো-১৫ এর সুস্পষ্ট ছবি তুললেন বিজ্ঞানীরা

National Radio Astronomy Observatory (NRAO) এর একটি বিবৃতি থেকে জানা যায়, চাঁদের পৃষ্ঠতলের যেখানকার ছবি তোলা হয়েছে সেখানে একটি পাতলা সুস্পষ্ট রেখা তারা খুঁজে পেয়েছেন। যেটির নাম হ্যাডলি রিল। এটির সৃষ্টি প্রাচীন কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। এটির ছবিও পেয়েছেন তারা, যেটির গর্তের ব্যাস ৬ কিলোমিটার (৩.৭ মাইল)।

আরো পড়ুন – ৬ ঘন্টা ৫৬ মিনিট মহাশূন্যে হেঁটে বেড়ালেন নাসার দুইজন মহাকাশচারী

বিজ্ঞানীরা জানান, তারা সেই অঞ্চলের এত পরিষ্কার একটি ছবি তোলার জন্য দুই বছর সময় ব্যয় করেছেন। গত দুই বছরে অক্লান্ত পরিশ্রমে তারা এমন এক টেকনোলজি তৈরি করতে সক্ষম হয়েছেন যেটার সাহায্যে পৃথিবী থেকে ৩৮৪,৪০০ কিলোমিটার (২৩৮,৮৫৫ মাইল) দূরে চন্দ্রপৃষ্ঠে থাকা ৫ মিটার (১৬.৪ ফিট) এর একটি ছোট বস্তুর ছবিও পরিষ্কারভাবে তুলতে পারেন। তারা আরো জানান, ভবিষ্যতে গবেষকরা এর থেকেও আরো উন্নত প্রযুক্তির রাডার সিগনালের পিছনে কাজ করছেন। যেটি সাহায্যে তারা সৌরজগতে রাডার সিগন্যাল পাঠিয়ে ইউরেনাস এবং নেপচুনের ছবি তোলার চেষ্টা করবেন। যটি পৃথিবী থেকে ২.৬ বিলিয়ন কিলোমিটার (১.৬ বিলিয়ন মাইল) এবং ৪.৩ বিলিয়ান কিলোমিটার (২.৭ বিলিয়ান মাইল) দূরত্বে রয়েছে।

কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব কাজটা? কিভাবে গবেষকরা এতদূর থেকে চন্দ্রপৃষ্ঠে থাকা ছোট্ট বস্তুর ছবি তুলতে সক্ষম হলেন। গবেষকরা জানিয়েছেন তাদের তৈরি নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য তারা সাহায্য নিয়েছিলেন GBT অর্থাৎ green Bank telescope টির। এই টেলিস্কোপটিতে তারা যোগ করেছিলেন রাডার ট্রান্সমিটারের। এটি পৃথিবীর বৃহত্তম সম্পূর্ণ নিয়ন্ত্রিত রেডিও টেলিস্কোপ। যার সাহায্যে চন্দ্রপৃষ্ঠে লক্ষ করে পাঠানো হয় রাডার সংকেত এবং এই সংকেত পুনরায় পৃথিবীতে ফিরে আসে। আর এই সংকেত NRAO দ্বারা ধরতে সক্ষম হন গবেষকরা। এটি একটি বিশাল আকারের থালার মত। USA তে অবস্থিত NRAO এর সাহায্যেই গবেষকরা সক্ষম হয়েছেন অ্যাপোলো-১৫ এর ছবিটি তুলতে। এখানে বলে রাখা প্রয়োজন যে এই অ্যাপোলোর-১৫ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল ১৯৭১ সালে হ্যাডলি রিলের নিকটবর্তী অঞ্চলে।

“পৃথিবীর থেকে চন্দ্রপৃষ্ঠে অবস্থিত অ্যাপোলো-১৫ এর সুস্পষ্ট ছবি তুললেন বিজ্ঞানীরা”-এ 2-টি মন্তব্য

Leave a Reply