80+ Short Stories in Bengali for Kids With Moral

Short Stories in Bengali for Kids, Bangla Golpo: গল্পের কথা যখনই আসে তখনই আমাদের শিশুদের কথা মনে পড়ে কারণ শিশুরা প্রধানত গল্প শুনতে খুব ভালোবাসে। গল্প যার মধ্যে দিয়ে শিশুরা অনুপ্রাণিত হয় এবং অনেক শিক্ষা লাভ করে থাকে। বাংলার এই ছোট গল্পগুলি শিশুদের নৈতিক শিক্ষা দেয় এবং ভবিষ্যতের একজন ভাল মানুষ তৈরি করে। এছাড়া নিজের ভাষায় গল্প পড়ার আনন্দ ও কৌতূহল এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়।

আজকের এই short stories in Bengali গল্পের ঝুড়িতে আপনারা প্রচুর নীতিমূলক গল্পের উদাহরণ পাবেন। যা বাচ্চাদের মন জয় করে নেবে। আমি আপনি বা আমরা সবাই হয়তো ছোটবেলায় দাদু, ঠাকুমা, দিদা বা গুরুজনদের কাছ থেকে এই ধরনের মজার গল্প শুনতাম। কিন্তু বর্তমান যুগের ছেলে মেয়েরা প্রায় এই গল্প গুচ্ছ থেকে বঞ্চিত। মোবাইল ফোনের যুগে শিশুরা ছোটবেলা থেকেই এখন স্মার্ট ফোনে ব্যস্ত থাকে ফলে গল্প পড়ার সুযোগ হয় না তাদের।

তাই আজ আমরা বাংলা ভাষায় (short stories in Bengali) কিছু মজার ও বাংলা নীতিমূলক গল্প নিয়ে এসেছি যা আপনাদের আশা করি ভালো লাগবে। এছাড়া আপনারা Bangla short stories PDF নিজেদের ফোন সেভ করে রাখতে পারবেন।

Short Stories in Bengali for Kids

1. হাতি ও ইঁদুরের গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

বহুদিন আগের কথা, একটি অতি প্রাচীন গ্রাম ছিল যেখানে কোন মানুষ বসবাস করত না। কারণ গ্রামটি ভূমিকম্পের জন্য বিধ্বস্ত হয়ে যায়। এই পরিত্যক্ত গ্রামের বসবাস করত একদল ইঁদুর ও এক দল হাতি।

ঐ গ্রামে একটি জলাশয় ছিল, যেটা হাতির দল ব্যবহার করত। জলাশয় যখন গ্রামের রাস্তা দিয়ে হাতিরা যেত তখন হাতির পায়ের তলায় পড়ে অনেক ইঁদুর মারা যেত। যা একপ্রকার দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়ায় ইঁদুরদের কাছে। এই নিয়ে ইঁদুরদের মধ্যে হইচই পড়ে যায় ও ইঁদুরদের নেতা হাতির দলের কাছে যায়। ইঁদুর নেতা হাতির দলকে অনুরোধ করে যে তারা যেন জলাশয় যাওয়ার জন্য আলাদা রাস্তা ব্যবহার করে এবং হাতির দল সেটা মেনেও নেয়। এছাড়া ইঁদুর নেতা আরো বলেন যে হাতি দের কোন বিপদে ইঁদুর দল অবশ্যই তাদের রক্ষা করবে। এই কথা শুনে হাতির দল নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে।

এরপর কেটে গেছে বেশ কিছুদিন, হঠাৎই এক নতুন ঘটনা সামনে আসে। ইঁদুর দল শুনতে পায় যে হাতির দল বনের মধ্যে চোরা শিকারি দলের ফাঁদে পড়েছে। এই কথা শুনে ইঁদুর দল চলে যায় হাতিদের সাহায্য করতে। ইঁদুর তাদের ধারালো দাঁত দিয়ে আটকে পড়া হাতিদের জাল ও দড়ি কেটে দেয়। ফলে হাতিরা মুক্তি পেয়ে যায়, এরই সঙ্গে হাতের দলের নেতা ইঁদুরদের ধন্যবাদ জানায়। এরপর হাতির দল বুঝতে পারে যে আকারে ছোট বলে তাদের উপর হাসলে চলবে না। কারণ প্রত্যেকেই ঈশ্বরের দ্বারা কোনো না কোনো আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসেছে।

নীতিকথা

এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে বন্ধু তারাই হয় যারা বিপদের সময় সাহায্য করতে এগিয়ে আসে। আপনিও আপনার বন্ধুর বিপদে সাহায্য করবেন এবং আপনার বন্ধুর আপনার প্রতি ভরসা থাকা উচিত।

2. টুপি বিক্রেতা ও বাদরের গল্প: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন। তিনি একদিন পাশের গ্রামে গিয়ে টুপি বিক্রি করছিলেন। সারাদিন টুপি বিক্রি করে, তিনি রাস্তা দিয়ে তার গ্রামের দিকে ফিরছিলেন। সেই সময় তার কাছে অনেক কটা টুপি ছিল, সে চিন্তা করল একটু বিশ্রাম নিয়ে নেবে। বিশ্রাম নেয়ার জন্য টুপি বিক্রেতা একটি বড় গাছের তলায় বসলেন এবং ক্লান্ত থাকার কারণে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু হঠাৎই যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখে তার আশেপাশে একটি টুপি ছাড়া বাদবাকি কোন টুপি নেই।

সে “আমার টুপি কোথায়”, “আমার টুপি কোথায়” বলে চিৎকার করতে থাকলো। সেই সময় তিনি গাছের উপরে কিছু বাদরকে আড্ডা মারতে দেখেন। হঠাৎই তিনি লক্ষ্য করলেন বানররা তার টুপি গুলি নিয়ে নিয়েছে। তিনি তার মাথায় এক পরিকল্পনা বাঁধলেন, তার কাছে থাকা একটি মাত্র টুপি তিনি মাথায় পড়লেন এবং বানরদের দিকে তাকিয়ে ভেঙ্গালেন। বানররাও তাকে দেখে টুপি গুলি মাথায় পড়ে তার দিকে ভেঙ্গাতে লাগলেন। এরপর টুপি বিক্রেতা তার মাথার টুপি মাটিতে ফেলে দিলেন, বানরাও তাকে দেখে তাদের টুপি গুলি গাছের উপর থেকে মাটিতে ফেলে দিল। এরপরই দুটি বিক্রেতা সমস্ত টুপি নিয়ে তার ব্যাগে ভরে গ্রামের দিকে হাটা দিল।

নীতিকথা

এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে সর্বদাই আপনার কাজ গুলি নিজের বুদ্ধি প্রয়োগ করে করুন। এর ফলে সহজেই আমরা অদ্ভুত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো।

3. একটি গাধা ও শিয়ালের গল্প: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি জঙ্গলে এক গাদা ক্ষুধার্ত হয়ে মন খারাপ করে কাঁদছিল। সেই সময় পাশ দিয়ে এক শিয়াল যাচ্ছিল। গাধাকে কাঁদতে দেখে শিয়ালটি জিজ্ঞাসা করল “তুমি কাঁদছো কেন”।
গাধা টি উত্তর দিল, “সারাদিন কাজ করার পরও তার মনে তাকে খেতে দেয়নি”।
গাধার দুঃখের কথা শুনে শিয়ালটি বলল, “কাছেই তো এক সবজির বাগান আছে, ওখানে গিয়ে পেট ভরে খেতে পারবে।
শিয়ালের কথা শুনে গাধাটি বললো, “তাহলে আমাকে সেখানে নিয়ে চলো”।
এরপর শেয়াল গাধাটিকে নিয়ে সবজির বাগানে গেল এবং সবজি চাবাতে লাগলো।

হঠাৎই কৃষক আসার শব্দ শোনা গেল, এবং দুজনই পালিয়ে গেল। এরপর থেকে তারা দুজনই সবজি বাগানে গিয়ে পেট ভরে খাবার খেতো। এইভাবে একদিন তাদের ভাগ্য খারাপ ছিল এক কৃষক তাদের দেখে তাড়িয়ে দেয় এবং তারা অভুক্ত থাকে। কিন্তু রাত নামার সাথে সাথে তারা আবারও সবজি বাগানে গেল এবং পেট ভরে খেতে লাগলো।

খাওয়ার সময় গাধাটি বললো, “ওহ এত সুস্বাদু খাবার, চাঁদ দেখতে দেখতে শসা খাও”।
এরপরই গাধাটি মনের আনন্দে গান গাইতে চাইলো, শিয়াল শুনে বলল, “এখন তুমি গান গাইতে পারবে না।
কিন্তু গাধা বললো, “না, আমি গান গাইতে চাই”।
শিয়াল যুক্তি দিয়ে বলল, “এখন যদি তুমি গান গাও তবে চাষী শুনতে পাবে এবং আমাদের তাড়িয়ে দেবে।”
কিন্তু গাধাটি শেয়ালটির কথা না শুনে গান গাওয়ার সিদ্ধান্ত নেয়, এই দেখে শিয়ালটি পালায়। দীর্ঘশ্বাস ফেলে গাধাটি গান গাইতে শুরু করল। গাধার ডাক শুনেই কৃষক লাঠি-সোটা নিয়ে এসে গাধাকে মেরে বাগান থেকে তাড়িয়ে দেয়। পরেরদিন গাধাটি শিয়ালটির কাছে গিয়ে সব ঘটনা বর্ণনা করলো। শিয়ালটি বলল তোমার আমার কথা শোনা উচিত ছিল, আর এরকম ভুল করবে না। বলে শিয়াল চলে গেল।

নীতিকথা

এই গল্প থেকে আমরা এটাই শিখি যে, কোন কিছু করার জন্য সঠিক সময় ও স্থান আছে। আপনার সব সময় সব সঠিক সময় ও স্থানের দিকে খেয়াল রাখা উচিত।

4. একটি কাঠুরি ও তার সোনার কুড়াল: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় এক বলে এক কাঠুরে ছিল। তিনি বনের কাঠ কেটে বাজারে বিক্রি করতো এবং তাই দিয়ে তিনি পয়সা উপার্জন করতেন। একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়। নদীটিতে স্রোত থাকার কারণে সে অনেক খোঁজার পরও কুড়ালটি পায়নি এবং সে মনের দুঃখে নদীর ধারে বসে কাঁদতে থাকে।

কাঠুরির দুঃখ দেখে নদী দেবতা জল থেকে উঠে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার দুঃখের কারণ কি?। তখন কাঠুরি সমস্ত ঘটনা নদী দেবতার সামনে বর্ণনা করে। তার কঠোর পরিশ্রম ও সত্যতা দেখে নদী দেবতা অদৃশ্য হয়ে যায় এবং একটি সোনার কুড়াল নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে যে এটা তার নাকি?।
কাঠুরি বলে না এটা তার কুড়াল না। নদী দেবতা আবারও অদৃশ্য হয়ে যায় এবং একটি রূপার কুড়াল নিয়ে আসে। কাঠুরি আবারো বলে যে এটি তার কুড়াল নয়। নদী দেবতা আবারো অদৃশ্য হয়ে যায় এবং একটি লোহার কুড়াল নিয়ে আসে। এবার কাঠুরী বলে যে হ্যাঁ এটাই তার কুড়াল।

কাঠুরের এই সত্যতা দেখে নদী দেবতা মুগ্ধ হয়ে তাকে সোনা ও রুপা দুটি কুড়ালই উপহার দেয়।

নীতিকথা

এই গল্পের ঘটনা দেখে আমরা এটাই শিখতে পারি যে সত্যতা সর্বোত্তম নীতি।

short stories in Bengali for kids

5. তিনটি শূকরের গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি বনে তিনটি শুকর বাস করত। তারা তিন ভাই ছিল কিন্তু তাদের মা ছিলনা। বনের মধ্যে একটি ছোট্ট জায়গায় তারা তিন ভাই একসঙ্গে থাকতেন। যখন তারা একটু বড় হল তখন তারা বনের মধ্যে আলাদা আলাদা থাকার জায়গা খুঁজতে শুরু করলো। এরপর তিনটি শুকরই আলাদা ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। প্রথম শুকরটি কোন পরিশ্রম না করে একটি খড়ের ঘর তৈরি করেছিল,

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

দ্বিতীয় শুকরটি অল্প পরিশ্রম করে নিজের জন্য কাঠের ঘর তৈরি করেছিল, তৃতীয় শূকরটি চিন্তাভাবনা করে পরিশ্রম করে সফলভাবে ইট ও পাথর দিয়ে মজবুত ঘর তৈরি করল। এখন তিনজনই খুব আরামে বসবাস করছিল, কিন্তু তারা জানেনা তাদের সুখ আর বেশিদিন ছিল না।

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

বনের মধ্যে একটি দুষ্টু নেকড়ে বাঘ ছিল যে ওই তিন শুকরের বাড়িতে আক্রমণ করল। এরপর প্রথম দুই শুকোর যাদের বাড়ি ঘর ও কাঠ দিয়ে তৈরি ছিল তাদের বাড়ি ভেঙে দিয়ে উভয় শুকর কে খেয়ে ফেলল। কিন্তু নেকড়ে বাঘটি যখন তৃতীয় শূকরের বাড়িতে আক্রমণ করল তখন বাঘটি ব্যর্থ হয় কারণ ওই শূকরের ঘরটি ইট ও পাথর দিয়ে তৈরি ছিল। অনেক চেষ্টার পর ঘরটি ভাঙতে না পারায় নেকড়ে বাঘ চলে যায় এবং তৃতীয় শুকর টি বেঁচে যায়।

নীতিকথা

এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে, কঠোর পরিশ্রম সবসময়ই ফল দেয়, অলস হয়ে থাকবেন না।

6. পিঁপড়ে ও ঘাসফড়িং: Short Stories in Bengali for Kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি বনে পিঁপড়ে ও এক ফড়িং থাকতো। একসময় শরৎকালের ঋতু শেষ হতেই পিঁপড়ের দল শীতকালের জন্য তাদের খাবার ও বাসস্থান সুরক্ষিত করতে শুরু করল। ফড়িংটি দূর থেকে দেখছিল পিঁপড়েদের কাজকর্ম, তারা খুব ব্যস্ততার সঙ্গে খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। অন্যদিকে ফড়িং রোদে শুয়ে আরাম করছিল,
সে পিঁপড়েদের কাছে কি জিজ্ঞাসা করল “তোমরা এত সুন্দর দিনে কি করছো”।
পিঁপড়ে উত্তর দিল, “আমরা ঠান্ডার জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমারও প্রস্তুতি নেওয়া উচিত।”

পিঁপড়ের কথা শুনে পাত্তা না দিয়ে ফড়িং উড়ে চলে গেল এবং সে রোদ মাখা দিনে প্রজাপতির পেছনে দৌড়াতে লাগলো। এইভাবে ধীরে ধীরে একদিন শীতকাল চলে আসলো, ফড়িং সকালে উঠে দেখলো চারিদিকে তুষার দিয়ে ঢেকে গেছে। সারাদিন খোঁজার পরও ফড়িং কোন খাবার পেল না এবং তাকে অভুক্ত থাকতে হলো। সে তখন বুঝতে পারলো পিঁপড়ে সেদিন সঠিক কথা বলেছিল। তাকেও সময় থাকতে খাবার সংগ্রহ করে রাখা উচিত ছিল।

নীতিকথা

এই গল্প আমাদের এটাই শিখিয়েছে যে, কারো জন্য কখনো অপেক্ষা করা উচিত নয়। সময় থাকতে সঠিক কাজ করা দরকার। ভবিষ্যতের জন্য তৈরি হতে গেলে বর্তমানকে কাজে লাগাতে হবে।

7. হাতি ও কুকুরের গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় এক রাজার এক হাতি ছিল। হাতিটি একটি ঘাসের ডিপির উপর ঘুরছিল। সে সবসময় সেখানে থাকতেই ভালোবাসে। একদিন হাতিটি একটি ক্ষুধার্ত আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজটি ছিল একটি কুকুরের যে অবশিষ্ট খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল। কুকুরটিও ওই ঘাসের ডিপির কাছাকাছি এসে শুয়ে থাকতো। এভাবে শীঘ্রই রাজকীয় হাতিটি ও কুকুরটির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো এবং তারা একসঙ্গে খেলতো।

রাজকীয় হাতিটির একটি রক্ষী ছিল যে হাতি টিকে দেখাশুনা করতো। একদিন একটি শোক ঘাসের ডিপির পাশ দিয়ে যাচ্ছিল, সেই কুকুরটিকে দেখে এবং রক্ষীকে জিজ্ঞাসা করে সে কুকুর টিকে নিতে পারে কিনা?। যেহেতু কুকুরটি রাজবাড়ীর অন্তর্গত ছিল না সেই কারণে রক্ষী কুকুরটিকে দিতে রাজি হয়ে যায়। এরপর দিন হাতিটি তার কুকুর বন্ধুটিকে খুঁজে না পেয়ে দুঃখে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। এমনকি সে চলাফেরাও বন্ধ করে দেয়, শুধু ডিপির উপর শুয়ে থাকে।

একদিন রাজা তার হাতির টিকে দেখতে আসে এবং এসে দেখেন যে হাতেটি খুব অসুস্থ হয়ে পড়েছে কিছু খাচ্ছে না চুপচাপ শুয়ে আছে। রাজা রাজবাড়ীর বৈদ্য কে ডেকে নিয়ে আসে হাতিটির চিকিৎসা করার জন্য। রাজ বৈদ্য রাজাকে বলে যে, হাতিটির কোন শারীরিক সমস্যা হয়নি মনে হচ্ছে সে তার কোন বন্ধুকে হারিয়েছে। সঙ্গে সঙ্গে রাজা হাতির রক্ষীকে ডেকে পাঠায় এবং পূর্বের ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসা করে। রক্ষী বলে যে হাতিটির সঙ্গে একটি কুকুর থাকতো যাকে তিনি একটা কৃষককে দিয়ে দিয়েছেন।

রাজা তৎক্ষণাৎ সেই কুকুরটিকে ফিরিয়ে আনার হুকুম দেন। কুকুরটি ফিরে আসার সঙ্গে সঙ্গে বন্ধুর দিকে তাকিয়ে হাতিটি লাফিয়ে ওঠে এবং খেলতে শুরু করে। তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে।

নীতিকথা

এই গল্পটি আমাদের শেখায় যে বন্ধু সব আকারে আসে। আপনি যখন একটি নিঃস্বার্থ বন্ধুত্ব গড়ে তোলেন এটি চিরস্থায়ী হয়।

8. সিংহ ও ইঁদুরের গল্প: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক বনে এক সিংহ নিজের বাসায় ঘুমাচ্ছিল তখন একটি ইঁদুর তার বিনোদনের জন্য সিংহের শরীরে লাফাতে শুরু করে। এতে সিংহের ঘুম ভেঙে যায় এবং সে রেগে ওঠে। এর সাথে সাথে সিংহটি ইঁদুরটিকে তার মুখের মধ্যে পুড়ে নেয়। তখন ইঁদুরটি সিংহের কাছে তাকে মুক্ত করে দেওয়ার অনুরোধ করে এবং সে শপথ নেয় যে যদি কখনো প্রয়োজন হয় তবে সে অবশ্যই সিংহের সাহায্য করবে।

এই কথা শুনে সিংহ খুব হাসে এবং তাকে ছেড়ে দেয়। কয়েক মাস পর কিছু শিকারি বনের মধ্যে সিংহটিকে জালে ধরে ফেলে। জাল সমেত শিকারি দল সিংহটিকে গাছে বেঁধে রাখে। অনেক কষ্ট করেও সিংহটি সেই জাল কেটে বেরিয়ে আসতে পারে না এবং সিংহটি জোরে জোরে গর্জন শুরু করে। সেই গর্জন শুনে ইঁদুরটি বুঝতে পারে সিংহ কোন বিপদে পড়েছে। ইঁদুরটি সঙ্গে সঙ্গে সিংহের কাছে আসে এবং জাল কেটে সিংহকে মুক্ত করে। সিংহ মুক্ত হওয়ার পর ইঁদুর থেকে ধন্যবাদ জানায়। এরপর দুজনে মিলে ধীরে ধীরে বনের দিকে এগিয়ে যায়।

নীতিকথা

এই গল্প আমাদের এটাই শেখায় যে উদার হৃদয় দিয়ে কাজ করা সবসময় ফল দেয়।

9. লোভী সিংহের গল্প: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এটা একটা গরমকালের ঘটনা, এক জঙ্গলে এক সিংহ থাকতো। সিংহটি একদিন খুব ক্ষুধার্ত হয়ে পড়ে, সে বনের মধ্যে বিভিন্ন জায়গায় খাবার খুঁজতে থাকে। অনেক খাবার খোঁজার পর সে একটা খরগোশকে দেখতে পায়। কিন্তু খরগোশটি অনেক ছোট বলে সে আরো বড় খাবার খুঁজতে বনের মধ্যে যায়। এবার সে একটা হরিণকে দেখতে পায়, কিন্তু সিংহটি হরিণটিকে ধরতে পারে না কারণ সে অনেকক্ষণ বনের মধ্যে হেঁটেছে ফলে সে ক্লান্ত হয়ে পড়েছে। সে কিছু খুঁজে না পেয়ে আবারো সেই খরগোশের খাওয়ার কথা ভাবল। কিন্তু সিংহটি যখন সেই খরগোশের জায়গায় ফিরে আসলো তখন সে আর খরগোশটিকে খুঁজে পেল না। এবার সিংহটি দুঃখ পেল এবং তাকে বহুদিন অভুক্ত থাকতে হলো।

নীতিকথা

এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অতি লোভ কখনোই ফল দায়ক হয় না।

10. টাক লোক ও এক মাছি মজার গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গরমকালের দুপুরে একটি লোক ছিল যার মাথা টাক ছিল। তিনি সারাদিন কাজকর্ম করে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের তলায় এসে বসেছিল। কিন্তু কোথা থেকে একটা মাছি উড়ে এসে তার কপালের চারপাশে ভনভন করতে শুরু করল।

টাক লোকটি বারবার মাছিটিকে উড়িয়ে দিত কিন্তু মাছিটি আবারও কপালের উপর এসে বসতো। একসময় লোকটি বিরক্ত হয়ে তার কপালের উপর জোরে থাবা দিল। কিন্তু মাছটি আবারও উড়ে গেল কিন্তু তার হাত কপালে আঘাত করল। তারপর আবারও মাছটি এসে তার টাকে বসলো এবং তিনি আবারও মাথায় জোরে আঘাত করল। এবারও মাছটি উড়ে পালালো। লোকটা এবার কিছুক্ষণ চুপ করে বসে রইল এবং তিনি বললেন “অশুভ শত্রুদের প্রতি মনোযোগ দিয়ে নিজের ক্ষতি করা উচিত না, তাদের দিকে মনোযোগ না দেওয়াই ভালো”। কিছুক্ষণ পর মাছিটি আর তার কাছে আসলো না।

নীতিকথা

দুষ্টু শত্রুদের প্রতি মনোযোগ দিয়ে একজন ব্যক্তি তার নিজের ক্ষতি করে।

short stories in Bengali

11. শিয়াল ও তার আঙ্গুর: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন এক শিয়াল খাবারের সন্ধানে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু সে কোন খাবার খুঁজে পাচ্ছিল না। হঠাৎ শিয়ালটি একটি আঙুর গাছের তলায় এসে দাঁড়ায়। তারপর সে দেখতে পেল আঙুর কাছে অনেক রসালো আঙুর ঝুলে আছে। সেই সময় তার খুব জলতেস্টা পেয়েছিল, সে ভাবলো পাকা আঙুলগুলো খেলে তার জল চেষ্টা মিটে যাবে।

এবার আঙ্গুর খাওয়ার জন্য সে একটু পেছনে গেল এবং দৌড়ে লাফ দিয়ে আঙ্গুরটি ধরার চেষ্টা করল। বহুবার দৌড়ে লাফ দেওয়ার পরও সে আঙ্গুর ফল পারতে পারে না। আসলে আঙ্গুর ফলটি তার নাগালের বাইরে ছিল, অবশেষে বেচারা শিয়ালটি হাল ছেড়ে দিল এবং সেখান থেকে চলে যেতে শুরু করল। যাওয়ার সময় সে তার নিজের মনকে সান্তনা দিচ্ছিল যে, “আঙ্গুর ফলগুলি টক ছিল। সেগুলির জন্য তার সময় নষ্ট করা উচিত হয়নি”।

নীতিকথা

যখন পছন্দের জিনিসটি পাওয়া যায় না, তখন বোকামো করে খারাপ কাজ করতে শুরু করে সবাই।

12. হাতি ও তার বন্ধুর গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি হাতি একটি নতুন জঙ্গলে বসতি স্থাপন করতে এসেছিল। কারণ বোনটি তার কাছে নতুন ছিল এবং সে বন্ধুত্ব করতে চাইছিল।

হাতিটি প্রথমে একটি বানরের কাছে গেল এবং তাকে বলল, “হ্যালো বানর ভাই। তুমি কি আমার বন্ধু হতে চাও? বানরটি বলল “তুমি আমার মত গাছে ঝুলতে পারো না, তুমি অনেক বড় তাই আমি তোমার বন্ধু হতে পারবো না।”
এরপর হাতিটি একটি খরগোশের কাছে গিয়ে একই প্রশ্ন করল, উত্তরে খরগোশটি বলল “তুমি আমার থেকে অনেক বড় তাই আমি তোমার বন্ধু হতে পারবো না।”
এরপর হাতিটি পুকুরে থাকা এক ব্যাংয়ের কাছে গিয়ে বলল, ব্যাংটি উত্তরে বলল, “তুমি আমার মত উঁচুতে লাভ দিতে পারবে না তাই আমি তোমার বন্ধু হতে পারি না”।

অনেক চেষ্টা করে বন্ধু জোগাড় করতে না পারায় আতিথি দুঃখ পেল। এরপর একদিন হাতি টি দেখে যে, জঙ্গলের মধ্যে সবাই একদিকে ছুটে দৌড়াচ্ছে। সে পথে এক ভাল্লুককে ডেকে জিজ্ঞাসা করল এই হট্টগোলের কারন কি?। ভাল্লুকটি বলল বনের সিংহ শিকারে বেরিয়েছে তাই তারা তার কাছ থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছে। এরপর হাতিটি সেই সিংহের কাছে গেল এবং তাকে বলল যে এই নিরীহ প্রানীগুলিকে দয়া করে ছেড়ে দিন। সিংহটি ঠাট্টা করে হাতিটিকে সরে যেতে বলল, এতে হাতিটি রেগে গিয়ে জোরে ধাক্কা দেয় এবং সিংহটি আহত হয়ে পালিয়ে যায়।

এই দেখে বাকি প্রাণীরা বন থেকে বেরিয়ে আসে এবং আনন্দ করতে লাগলো। তারা হাতির কাছে গিয়ে বললো “তোমার এই বিশাল আকার আমাদের বন্ধু হতে পারফেক্ট”।

নীতিকথা

এই গল্প থেকে আমরা শিখতে পারি যে একজন ব্যক্তির আকার তার মূল্য বা যোগ্যতা নির্ধারণ করে না।

13. দুটি ব্যাঙের গল্প: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একবার এক সময় এক ব্যাঙের দল জলের সন্ধানে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎই দলটির মধ্যে দুটি ব্যাঙ একটি গভীর গর্তে পড়ে যায়। দলের অন্যান্য সদস্যরা সেটা বুঝতে পারে এবং গর্তের কাছে যায়। গর্তটা কতটা গভীর সেটা বুঝতে পেরে তারা ব্যাঙ দুটো কে বলল গর্ত গভীর আছে, সেখান থেকে পালানোর কোন উপায় নেই এবং চেষ্টা করেও লাভ নেই। তারা তাদের নিরুৎসাহিত করতে থাকে কারণ দুটি ব্যাঙই গর্ত থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল। এরই মধ্যে একটি ব্যাঙ বিশ্বাস করতে শুরু করল যে তারা গর্ত থেকে কখনোই পালাতে পারবে না এবং অবশেষে হাল ছেড়ে দেয়। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি চেষ্টা করতে থাকে, এইভাবে এক সময় সে এমন একটি লাফ দেয় যা তাকে গর্তের বাইরে নিয়ে আসে।

এবার অন্য ব্যাঙেরা এটা দেখে হতভাগ হয়ে গেল এবং ভাবতে শুরু করল যে এটা কিভাবে সম্ভব হল। পার্থক্য হল যে এই ব্যাঙটি কানে শুনতে পেত না ফলে তার দল যে তাকে নিরুৎসাহিত করছিল সে সেটা বুঝতে পারেনি। সে ভাবছিল তারা তাকে উৎসাহিত করছে লাফ দেওয়ার জন্য।

নীতিকথা

এর থেকে আমরা এটাই শিখতে পারি যে অন্যের মতামত আপনাকে তখনই প্রভাবিত করবে যখন আপনি এটি বিশ্বাস করেন। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তবে সাফল্য আপনার পায়ে চলে আসবে।

14. মূর্খ গাধার গল্প: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এখন গ্রামে এক লবণ বিক্রেতা ছিল, সে তার গাধার পিঠে করে লবণ হাটে নিয়ে যেত। হাটে যাওয়ার জন্য গাধাটিকে একটি নদী পেরোতে হতো। একদিন গাধাটি হঠাৎ নদীতে পড়ে যায় এবং তার পিঠে যেহেতু লবণ ছিল সেগুলি গলে জলে মিশে যায়। গাধাটি বুঝতে পারে তার পিঠের বোঝা হালকা হয়ে গিয়েছে, তারপর থেকে গাধাটি রোজ জলের মধ্যে নেমে যেত তার পিঠের বোঝা হালকা করার জন্য।

তার মালিক লবণ বিক্রেতা যখন বুঝতে পারল গাধাটি রোজ এইরকম করছে তখন তার মাথায় এক বুদ্ধি আসলো একদিন তিনি গাধাটির পিঠে তুলোর বস্তা চাপিয়ে দিল। রোজকারের মতোই এবারও ঘাধাটি জলে নেমে পড়ল কিন্তু জল থেকে ওঠার সময় গাধাটি বুঝতে পারল তার পিঠে অতিরিক্ত বোঝা চেপে গেছে এবং তার অনেক কষ্ট হয়। এর থেকে শিক্ষা নিয়ে, গাধাটি এই কাজ করা বন্ধ করে দেয় এবং লবণ বিক্রেতা খুশি হয়।

নীতিকথা

এই গল্পটি আমাদের শেখায় যে ভাগ্য সব সময় আমাদের সাথে থাকে না, আমাদের সব সময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত।

15. একজন বৃদ্ধের গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে এক বৃদ্ধ লোক বসবাস করত তাকে ওই গ্রামের লোক সবচেয়ে দুর্ভাগা মানুষদের চোখে দেখতো, সারা গ্রাম তার কর্মের জন্য ক্লান্ত ছিল। কিন্তু এর কারণ কি? কারণ তিনি সবসময় দুঃখিত থাকতেন তিনি ক্রমাগত অভিযোগ করতেন এবং সব সময় খারাপ মেজাজে থাকতেন। তার বয়স যত বাড়ছিল তত তিনি শোকাহত ও তার কথাগুলি বিষাক্ত হয়ে উঠছিল। গ্রামের লোক তার সাথে কথা বলা এড়িয়ে চলত কারন তারা মনে করত তার দুর্ভোগ সংক্রামক ছিল। তার সঙ্গে যে দেখা করতো তার অশুভ হতো। তিনি নিজেও দুঃখিত ছিলেন এবং অন্যদের মধ্যেও দুঃখের অনুভূতি তৈরি করছিলেন।

একবার এক অবাক কান্ড ঘটলো বৃদ্ধের বয়স ৮০ তে পৌঁছালো। সেই দিন তিনি খুব খুশি ছিলেন যে কোন কিছু নিয়ে অভিযোগ করলো না সে প্রথমবার হাসছিল এমনকি তাকে হাসিখুশি দেখাচ্ছিলো। ফলে পুরো গ্রাম তার বাড়ির সামনে জড়ো হয় এবং সবাই বৃদ্ধকে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে?। বৃদ্ধ তখন বলল, “তেমন কিছু না, ৮০ বছর ধরে আমি সুখের পিছনে ছুটছি যা উচিত ছিল না। আমি কখনোই সুখ খুঁজে পায়নি, তারপর আমি সুখ ছেড়ে জীবন উপভোগ করার সিদ্ধান্ত নিলাম তাই এখন আমি খুশি”।

নীতিকথা

এই গল্প আমাদের এটাই শেখায় যে সুখের পিছনে না ছুটে জীবনকে উপভোগ করুন।

short stories in Bengali for kids

16. কোমল ছানা: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একবার একটি সূক্ষ্ম হাঁসের বাচ্চা বনে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় সে একটি দেবদারু গাছের নিচে এসে দাঁড়ায় তখন তার মাথার উপর একটি ফল পড়ে। ছোট বাচ্চাটি ভাবল তার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে তখন সে ভয়ে দৌড়াতে লাগলো। তাকে দৌড়াতে দেখে একটি মুরগি জিজ্ঞাসা করল, “আরে তুমি দৌড়াচ্ছ কোথায়?”। আতঙ্কিত হাসের বাচ্চাটি বলল “আকাশ ভেঙ্গে পড়েছে দৌড়াও আমি সিংহ ভাইকে খবর দিতে যাচ্ছি”। ছোট বাচ্চার সাথে মুরগিও দৌড়াতে শুরু করল সব জেনে বুঝে।

দৌড়াতে দৌড়াতে পথে তাদের সাথে একটি হাসের দেখা সেও সব কথা শুনে তাদের সাথে দৌড়াতে শুরু করলো। তারপর তাদের সাথে এক শিয়ালের দেখা তারা তিনজনই একসঙ্গে বলল “আমরা সিংহের কাছে যাচ্ছি কারণ আকাশ ভেঙে পড়ছে”। শিয়াল তাদের সবাইকে সিংহের কাছে নিয়ে গেল। সিংহ সব কথা শুনে হাসের বাচ্চাটিকে নিয়ে সেই গাছের তলায় গেল এবং আবারো একটি ফল বাচ্চাটির মাথায় পড়ল এবং বাচ্চাটি চিৎকার করতে শুরু করল আকাশ ভেঙ্গে পড়ছে, দেখেছো। এরপর সবাই একসঙ্গে হাসতে লাগলো।

নীতিকথা

এই গল্প থেকে আমরা এটাই শিখেছি যে না বুঝে কখনো গুজব ছড়ানো উচিত না।

17. বিড়ালের গলায় ঘন্টা বাধা: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি বাড়িতে অনেকদিন ধরে কিছু ইদুর বসবাস করত। একদিন সেই বাড়িতে একটি বিড়াল আসলো। বিএলটি থেকে পালানোর জন্য ইঁদুর দল নিজেদের মধ্যে একটি মিটিং ডাকল। কিন্তু তারা কোন মতেই বিড়ালটি থেকে বাঁচার উপায় খুঁজে বার করতে পারছিল না।
সে সময় একটি ইদুর বলল আমরা ওই বিড়ালের গলায় একটি ঘন্টা বেঁধে রাখি, ফলে বিড়াল যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। তখন তাদের মধ্যে এক বয়স্ক ইঁদুর বলল “সে তো ঠিকই আছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা তা বাঁধবে কে?।” তখন সমস্ত ইঁদুর যে যার মুখের দিকে তাকালো।

নীতিকথা

অসম্ভব কাজ বলা সহজ করা কঠিন।

18. গাধা, শিয়াল এবং সিংহ: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক বনে এক শিয়াল ও এক গাধা থাকতো। দুজনেই একসময় বন্ধু হয়ে গেল এবং তারা একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। একদিন তারা দুজনে একসঙ্গে বনের মধ্যে খাবার খুঁজতে গেল। সেখানে তাদের সঙ্গে দেখা হলো বনের রাজা সিংহের। শেয়াল চালাকি করে সিংহের কাছে গেল এবং বলল “মহারাজ তুমি আমার কোন ক্ষতি করো না আমি গাধাটিকে তোমার কাছে নিয়ে আসব তুমি খাবার পাবে, আর আমিও পাব”।

সিংহ শিয়ালের কথা মেনে নিল, তারপর শিয়ালটি গাধাটিকে কথার জালে জড়িয়ে একটি খাদের ধারে নিয়ে গেল এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু সিংহের মতলব ছিল কিছুটা অন্যরকম সে প্রথমে শিয়ালটিকে খেয়ে নিল। এরপর সময় বুঝে গাধাটিকে খেয়ে ফেলল।

নীতিকথা

যে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে সে তার নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানায়।

short moral stories in Bengali

19. একটি পাখি ও ময়ূর: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি পাখি একটি ময়ূরকে নাচতে দেখেছিল ময়ুরের সুন্দর ডানা দেখে সে মুগ্ধ হয়। সে ঘুরতে ঘুরতে এসে ময়ূরের বাসস্থানে পৌঁছে গেল, সেখানে তিনি অনেক ময়ূরের পালক দেখতে পান। পাখিটি ভেবেছিল এই পালকগুলি যদি সে পড়ে তবে তাকে ময়ূরের মত সুন্দর দেখাবে। এই ভেবে সে সমস্ত পালকগুলি তুলে নেয় এবং লেজের চারপাশে বেঁধে দেয়। তারপর পাখিটি নাচতে নাচতে ময়ূরদের মাঝে যায় কিন্তু ময়ূররা তাকে চিনতে না পেরে খোঁচা মারতে থাকে। খোঁচা মারার পাশাপাশি তারা পাখিটির লেজে বাধা ময়ূরের পালকগুলিকে ধরে টানতে থাকে। পাখিটির ভাই গুলি দূর থেকে বসে সেই দৃশ্য উপভোগ করতে থাকে। সমস্ত পালক গুলি বেরিয়ে আসার পর পাখিটি মনের দুঃখে তার ভাইদের কাছে উড়ে যায়। কিন্তু তার ভাইরা সবাই তার ওপর রাগ করে এবং তাকে বলে, “সুন্দর পাখি হতে সুন্দর পালক লাগে না ঈশ্বর সবাইকে আলাদা সৌন্দর্য দিয়ে পাঠিয়েছে”।

নীতিকথা

এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে স্বাভাবিক হন এবং অন্যদের অনুলিপি করবেন না।

20. ছাগল ও শিয়াল: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন বনের মধ্যে একটি শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। শিয়ালটি একটি কুয়োর কাছে এসে চারপাশ দিয়ে ঘুরছিল। কিন্তু কুয়োটির চারপাশে ঘেরা ছিল না, ফলে শিয়ালটি হঠাৎ কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োর জল বেশি না থাকায় শিয়ালটি বেঁচে থাকে এবং জলের মধ্যে বসে থাকে।
সেই সময় ওই পথ দিয়ে একটি ছাগল যাচ্ছিল, ছাগলটি কুয়োর দিকে তাকিয়ে বলে যে “আরে আপু ভেতরে কি করছো?”। তখন শিয়াল চালাকি করে বলল “ছাগল বোন তুমি কি জানো শীঘ্রই খুব গরম পড়তে চলেছে তাই আমি আগে থেকেই জলের কাছে চলে আসলাম”। এখানে অন্তত জল আছে তুমিও ভিতরে চলে আসো ছাগলটি ভাবল শিয়াল খুব ভালো উপদেশ দিচ্ছে এবং তার এটা করা উচিত। এবার ছাগলও কুয়োর ভেতরে ঝাঁপ দিল, ছাগল নিচে আসার সঙ্গে সঙ্গে শিয়াল ছাগলের উপর পা দিয়ে কুয়োর উপরে উঠে পরল এবং ছাগলকে বলল “বিদায় বোন আমি যাচ্ছি”।

নীতিকথা

অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত না।

short stories in Bengali

21. একটি সারস ও শিয়াল: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক বনে একটি সারস ও একটি শিয়াল দুই বন্ধু ছিল। কিন্তু এই দুই বন্ধুর মধ্যে শেয়াল একটু বেশি চালাক ছিল অন্যদিকে সারস সাধারণ মনের প্রানী ছিল। একদিন শিয়ালটি তার বাড়িতে সারস কে খাওয়ার আমন্ত্রণ জানালো।

নিমন্ত্রণ মত সারস শিয়ালের বাড়িতে গেল, শিয়াল সুপ তৈরি করে এবং একটি অগভীর গোল থালায় সুপটি পরিবেশন করে সারসের সামনে। শিয়াল তার জিভ দিয়ে চেটে চেটে থালার ওপর থেকে সুপটি খেয়ে ফেলল। কিন্তু সারসের লম্বা ঠোঁট থাকায় সুপটি সারসের গলা পর্যন্ত গেল না ফলে সে অভুক্ত থেকে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার সময় সারস শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ জানালো।

এবার শিয়াল সারসের বাড়ি গেল সেখানে সারস সেই একই সুপ রান্না করলো এবং একটি লম্বা গলা বিশিষ্ট পাত্রে সুপটি পরিবেশন করল। এবার সাহস তার লম্বা ঠোঁট পাত্রের মধ্যে ঢুকিয়ে আরামে সুপটি খেয়ে ফেলল কিন্তু শিয়ালের মুখ ওই পাত্রের মধ্যে ঢুকলো না ফলে শেয়াল অভুক্ত থেকে বাড়ি চলে গেল। এবার শেয়াল তার কর্মের ফল পেল।

নীতিকথা

যে যেরকম সে সেরকম ফল পায়

22. ব্যাঙ ও ষাঁড়: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি ব্যাঙ বনে থাকতো তার বাচ্চাদের নিয়ে। সে খুব খেতে ভালোবাসতো এবং সব সময় অহংকার করত যে সে সবচেয়ে বড় প্রাণী।
একদিন ব্যাঙের বাচ্চারা বনের মধ্যে একটি ষাঁড় কে দেখতে পেল। তারা মনে মনে ভাবল এই প্রাণীটির মাথায় শিং রয়েছে পিছনে লেজ রয়েছে এটি হতে পারে সবচেয়ে বড় প্রাণী। ব্যাঙের বাচ্চারা ঘটনাটি তার বাবাকে জানায়, ব্যাঙ ভাবলো আমার থেকে বড় প্রাণী কিভাবে হতে পারে।

সে নিজেকে ফুলিয়ে তার বাচ্চাদের বলল “সে কি এত বড় ছিল।”
ব্যাঙের বাচ্চারা বলল “না আরো বড় ছিল”।
এবার ব্যাঙ কিছুটা গভীর শ্বাস নিয়ে নিজেকে আরো ফুলিয়ে ফেলল এবং নিজেই ফেটে গেলো।

নীতিকথা

অহংকার পতনের কারণ হয়

23. সিংহ ও শুয়োরের গল্প: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন একটি বনে একটি সিংহ ও একটি শুয়োর থাকতো। গরমকালের দুপুর বেলার সময় ছিল সিংহ জল খুঁজতে খুঁজতে একটি জলাশয়ের কাছে আসলো কিন্তু জলাশয়ের জলের পরিমাণ অনেক কম ছিল। সেই সময় শুয়োরটিও জল খেতে জলাশয়ের ধারে এসেছিল। কিন্তু কে জল খাবে তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়।
দুজনই প্রচন্ড তৃষ্ণায় ছিলেন, তাদের মধ্যে লড়াই হয় সমান সমানে।

সেই সময় আকাশে দুটো শকুনকে তারা দেখতে পায় নিচ থেকে। উপর থেকে শকুন দুটো ভাবল “এদের মধ্যে ঝগড়া হচ্ছে খুব ভালো, কেউ একজন মারা যাবে এবং আমরা ভজন করব।” আকাশে শকুনের ঘোরাফেরা দেখে সিংহ ও শুয়োরটি তাদের মতলব বুঝতে পারলো। সিংহটি শুয়োরকে বলল “যদি আমরা এভাবে ঝগড়া করতে থাকি তবে আমাদের মধ্যে কেউ একজন বেচে থাকবে। ফলে শকুন খাওয়ার সুযোগ পেয়ে যাবে। চলো আমরা একসঙ্গে জল পান করি।” এরপর শুয়োর ও সিংহ দুজন একসঙ্গে জল পান করলো।

নীতিকথা

ঝগড়া করার চেয়ে বন্ধুত্ব করা ভালো।

24. শিয়াল ও সিংহের গল্প: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একবার এক বনের রাজা সিংহ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণে সিংহটি গুহার মধ্যে শুয়েছিল কিন্তু নড়াচড়া করতে পারছিল না। একদিন সে বনের সবাইকে তার গুহায় ডাকলো তার ইচ্ছা শুনতে।
একদিন একটি ছাগল সিংহের কাছে গেল পরের দিন একটি বাছুর সিংহের ইচ্ছা শুনতে গেল। তারপরের দিন এক হরিণ সিংহের ইচ্ছা শুনতে তার গুহায় গেল। এরপর সিংহ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং গুহার বাইরে বেরিয়ে আসে।

সিংহটি বাইরে এসে দেখল একটি শিয়াল বাইরে বসে আছে। সিংহটি তাকে জিজ্ঞাসা করল তুমি বাইরে বসে আছো কেন আমি তোমার জন্য ভেতরে অপেক্ষা করছিলাম। শিয়ালটি বলল আমি অনেক পায়ের ছাপ গুহার ভেতরে যেতে দেখছি কিন্তু বেরোতে দেখছি না আমি তাদের বাইরে আসার অপেক্ষা করছিলাম। এই বলে শিয়ালটি পালিয়ে গেল এবং সিংহ গর্জন করতে শুরু করলো।

নীতিকথা

শত্রুর ফাঁদ থেকে বেরিয়ে আসা সহজ নয়।

25. কচ্ছপ ও খরগোশের গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক বনে এক খরগোশ বসবাস করত সে তার দ্রুতগতির জন্য নিজেকে গর্ব বোধ করত তিনি সর্বদা বনের প্রাণীদের তার সঙ্গে দৌড়াতে চ্যালেঞ্জ করতেন। কিন্তু তার সঙ্গে দৌড়ে কেউ পেরে উঠত না। একদিন সে বনের সমস্ত প্রাণীকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করলো। সেই সময় একটি কচ্ছপ সবার আগে এগিয়ে এসে বলল আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি।

কিন্তু খরগোশটি হেসে বলল “ভাই কচ্ছপ তুমি এটা রসিকতা করছ। তুমি, কি আমার সাথে দৌড়াবে?”
কচ্ছপটি বলল “অহংকার করো না, কাল মাঠে দেখা হবে সেখানেই ফয়সালা হবে”।
পরদিন নিয়মিত খরগোশ ও কচ্ছপ দৌড়ের জন্য পৌঁছে গেল, সমস্ত বনের প্রাণী চলে আসলো। এরপর দূরত্ব নির্ধারণ করা হলো এবং দৌড় শুরু হল।

খরগোষটি দৌড় শুরু করার পর কিছুদূর গিয়ে পেছনে তাকিয়ে সে কচ্ছপকে দেখতে পেল না। সে সিদ্ধান্ত নিল সে গাছের তলায় একটু বিশ্রাম নেবে। কিন্তু বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে কচ্ছপ তার ঘুমানো দেখে পা না থামিয়ে অন্তিম লাইনে পৌঁছে গেল এবং বিজয়ী হলো।

নীতিকথা

যিনি নিরন্তর প্রচেষ্টা করেন তিনি সর্বদা বিজয়ী হন।

short stories in Bengali for kids

26. একটি মাজিক্যাল মুরগীর গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন একটি গ্রামে একজন গরিব লোক তার এক মুরগির বিনিময়ে এক দোকানদারের কাছ থেকে এক বস্তা চাল নিয়ে যায়। দোকানদারের বউ যখন জানতে পারলো তার স্বামী একটি মুরগির বিনিময় এক বস্তা চাল দিয়েছে সে তখন খুব রাগ করলো। কিন্তু পরের দিন যখন দোকানদারের বউ মুরগিটির কাছে গেল তখন সে একটি সোনার ডিম দেখতে পারবে। এরপর থেকে প্রত্যেকদিন মুরগীটি একটি করে সোনার ডিম পাড়া শুরু করল।

এভাবে কয়েক সপ্তাহ চলার পর কৃষক তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন। কিন্তু দোকানদারের বউ এতে সন্তুষ্ট না হয়ে মুরগিটির পেট কেটে দিল। তার আশা ছিল যে মুরগির পেটের মধ্যে আরো অনেক সোনার ডিম আছে, যা সে একবারে পেতে পারে। কিন্তু সে কিছু না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে। এরপর সে মুরগী ও তার সোনার ডিম দুটোই হারালো।

নীতিকথা

অতি লোভ কখনোই ফলদায়ক হয় না।

27. গাধা ও ধোপার গল্প: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে এক দরিদ্র ধোপা বাস করত তার একটি গাধা ছিল যে তার মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। কিন্তু সে গাধাটিকে প্রয়োজন মত খাবার দিতে পারত না ফলে গাধাটি অত্যন্ত রোগা ও দুর্বল হয়ে পড়ে।
একদিন ধোপা এক মৃত বাঘ কে দেখতে পায় এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। সে বাঘের চামড়া গাধার গায়ে লাগিয়ে দিল।
সে ভাবলো বাঘের গায়ের রং দেখে কেউ গাধাটির কাছে আসবে না এরপর পরিকল্পনামত সে গাধাটিকে চাষের জমিতে ছেড়ে দিত এবং গাধাটি মন মত খাবার খেতো। বাঘের গায়ে রং দেখে কৃষকরা তার কাছে যেতে ভয় পেত।

এইভাবে কয়েকদিন চলার পর গাধাটি এক অন্য গাধার ডাক শুনতে পায় এবং সে নিজেও জোরে জোরে ডাকা শুরু করে। গাধার ডাক শুনে কৃষকরা সব বুঝতে পারে এবং গাথাটিকে খুব মারধর করে।

নীতিকথা

সত্য কখনো গোপন করা উচিত নয়।

28. একজন চতুর কৃষকের গল্প: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন এক কৃষক নদীর ধারে এসে পৌঁছায়, কিন্তু তার কাছে একটি ছাগল, একটি ঘাসের বস্তা ও একটি সিংহ ছিল। তার কাছে নদী পার হওয়ার জন্য যে নৌকাটা ছিল সেটি ছিল খুবই ছোট একটি নৌকা। সে ওই নৌকাতে তার সাথে যেকোনো একজনকেই সঙ্গে নিয়ে পার হতে পারতো।

কিন্তু সে গভীর সমস্যায় পড়ে যায়, কারণ সে যদি সিংহ কে নিয়ে প্রথমে ওপারে চলে যায় তবে ছাগল ঘাস খেয়ে ফেলবে।
আবার যদি ঘাসের বস্তাকে প্রথমে ওপারে নিয়ে যায় তবে সিংহ ছাগলটি কে খেয়ে ফেলবে।

এরপর কৃষক এক সিদ্ধান্তে আসেন, তিনি প্রথমে ছাগলটিকে নিয়ে নৌকায় বসে নদীর ওপারে রেখে আসেন।
এরপর সে সিংহটিকে নিয়ে নদীর ওপারে রেখে আসলেন এবং ছাগলটিকে আবারো নৌকায় করে নিয়ে আসলেন।
এবার সে ছাগলকে নদীর ধারে বেঁধে রেখে ঘাসের বস্তা নৌকায় করে ওপরে নিয়ে গেলেন।
এরপর তিনি আবারও নৌকা নিয়ে আসেন এবং ছাগলটিকে নিয়ে নদী পার করলেন। ফলে তার কোন কিছুই ক্ষতিগ্রস্ত হলো না।

short moral stories in Bengali

29. এক হাতি ও পাখির গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক বনে একটি হাতি একটি গাছের ডাল ভেঙে ফেলে কিন্তু সেই গাছের ডালে একটি পাখির অনেক ডিম ছিল যা নষ্ট হয়ে যায়।
পাখিটি কান্না করতে করতে একটি কাঠঠোকড়া পাখির কাছে এসে সব ঘটনা বলে। কাঠঠোকরা মাছির কাছে পরামর্শ নেয়ার জন্য যায়। কিন্তু মাছি ব্যাঙের পরামর্শ নেয়ার কথা বলল। এরপর পাখি কাঠঠোকরা ও মাছি তিনজনই ব্যাঙের কাছে গেল পরামর্শ নেয়ার জন্য।

এবার দেন সব ঘটনা শুনে এক মতলব আটলো “সে বলল আমি যা বলছি এখন তোমরা তাই করবে।”

এরপর ব্যাঙ বলল মাছি তুমি উড়ে গিয়ে হাতির কানের কাছে মধু সুর বাজাবে।
সে মধুর সুরে মগ্ন হয়ে যখন চোখ বন্ধ করবে তখন কাঠঠোকরা, তুমি গিয়ে হাতির চোখ বার করে নেবে।

তারপর ব্যাঙ বলল হাতি যখন অন্ধ হয়ে যাবে এবং যখন তার জল তেষ্টা পাবে সে জলের সন্ধান করবে। সে যখন জলের সন্ধানে বেরোবে আমি একটি কাদার পাকে গিয়ে জলের শব্দ করব। হাতি জলের শব্দ শুনে সেখানে যাবে এবং কাদায় আটকে পড়ে যাবে।
এরপর পরিকল্পনা মত সবাই সুন্দর ভাবে কাজ করে এবং চিন্তা না করে কাজ করা হাতিটি তার ফলভোগ করে।

30. ঐক্যের মধ্যে শক্তি আছে: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন এক বনে ঝাঁক পায়রা বসবাস করত। তারা তাদের রাজার নেতৃত্বে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াতো খাবারের সন্ধানে।
এইভাবে উঠতে উঠতে একদিন পায়রার দল এক শিকারীর ফাঁদে ধরা পড়ে। তারা সবাই জলের মধ্যে আটকে পড়ে যায়। অনেক চেষ্টা করার পরেও তারা জাল থেকে বেরোতে অক্ষম হয়।

এরপর পায়রাদের রাজার মাথায় এক বুদ্ধি আসে সে বলে আমরা যদি সবাই একসঙ্গে ওড়ার চেষ্টা করি তবে আমরা জালটি সমেত উঠতে সক্ষম হব। পায়রাদের রাজার কথা মত সবাই একসঙ্গে চেষ্টা করে এবং জালটি সমেত উঠতে সক্ষম হয়। নিচের থেকে শিকারি এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়।

এরপর পায়রা দল জাল সমেত তাদের ইঁদুর বন্ধুর কাছে যায় এবং ইঁদুর তাদের জাল কেটে দেয় ও পায়রা দল মুক্তি হয়ে যায়।

নীতিকথা

ঐক্যের মধ্যে শক্তি আছে

short stories in Bengali

31. সাপ ও ব্যাঙের গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন একটি সাপ একটি জলাশয়ের সমস্ত ব্যাঙ কে খাওয়ার পরিকল্পনা করে। সে তার মাথায় একটি মতলব আটে।
সাপটি জলাশয়ের ধারে গিয়ে সমস্ত ব্যাঙ কে ডেকে বলে ব্রাহ্মণের অভিশাপে কারণে আমি আজ সাপ হয়েছে তাই আমি তোমাদের সেবা করতে চাই। ব্যাঙেদের রাজা সাপকে বলল ঠিক আছে তুমি আমাদের সব ব্যাঙ কে জলাশয় ভ্রমণে নিয়ে চলো।

এরপর সমস্ত ব্যাঙ সাপের পিঠে উঠে বসলো এবং সাপ তাদের নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ল। পরের দিন সাপটি বলল আমার খুব খিদে পেয়েছে আমি আর জলে দ্রুত সাঁতার কাটতে পারছিনা। এই শুনে ব্যাঙেদের রাজা বলল তোমার পেছনে যে ছোট্ট ব্যাঙটি আছে তুমি তাকে খেতে পারো। সাপ সেই মতো ব্যাঙটিকে খেয়ে ফেলল। এইভাবে সাপটি সবকটি ব্যাঙ কে খেয়ে ফেলে শুধুমাত্র ব্যাঙের রাজা কে বাদ দিয়ে। কিন্তু ব্যাঙের রাজা পেছনে ঘুরে দেখল না আর কটা ব্যাঙ আছে।

এর পরের দিন সাপ আবারো খাওয়ার জন্য ব্যাঙেদের রাজার কাছে বলল। ব্যাঙেদের রাজা বলল তোমার পিঠের উপর থেকে একটি ব্যাঙ কে তুমি খেতে পারো। এবার সাপটি ব্যাঙের রাজা কে খেয়ে ফেলল।

32. রাজহাঁস ও পেঁচা: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি নদীর ধারে একটি রাজহাঁস বসবাস করত। কিছুদিন পর একটি পেঁচা সেখানে এসে বসবাস করা শুরু করে। দুজনে খুব ভালো হবেই দিন কাটাতো।
এরপর এক সময় গ্রীষ্মকাল আসে, পেঁচা তখন তার পুরনো বাসায় ফিরে যাওয়া কথা ভাবে। সে রাজহাঁস কে তার বাসায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। রাজহাঁস বললো “এখন নয় প্রচন্ড খরার সময় যখন নদীর জল শুকিয়ে যাবে তখন আমি তোমার বাসায় যাব।”

সেই মতো পেঁচা তার বাসায় ফিরে গেল। প্যাঁচাটি একটি বটগাছে থাকতো, কথা মত নদীর জল শুকিয়ে গেলে রাজহাঁস প্যাঁচার বাসায় গেল।
এরপর একদিন কিছু পথচারী বিশ্রাম নেয়ার জন্য বটগাছের তলায় এসে বসলো, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেই সময় পেঁচাটি ডেকে ওঠে, কিন্তু পথচারীরা প্যাঁচার ডাক কে অশুভ মনে করে তার দিকে লক্ষ্য করে তীর ছড়ে।
যেহেতু পেঁচা রাতের বেলায় দেখতে পায় সেই কারণে পেঁচা পালিয়ে গেল। অন্যদিকে তিরটি সোজা গিয়ে লাগলো রাজহাঁসের গায়ে এবং সে আহত হল।

নীতিকথা

নতুন জায়গায় সব সময় সতর্ক হয়ে থাকা উচিত।

33. সোনার হাত: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক সময় একটি বড় শহরের একজন ধনী ব্যবসায়ী বসবাস করতেন। সে খুব লোভী ছিল। তিনি মূল্যবান জিনিসপত্র কিনতে পছন্দ করতেন। তার একটি মেয়ে ছিল যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন।
একদিন এক ঘটনা ঘটলো তার বাড়ির গাছের ডালে এক পরীর চুল আটকে গেলো। ব্যবসায়ী তাকে সাহায্য করার জন্য আসলো এবং তাকে মুক্ত করে দিল। ব্যবসায়ী মনে মনে ভাবলো, এখন যদি সে কোন বর চায় তবে পরী তাকে সেটা দিয়ে দেবে। ব্যবসায়িক লোভ সামলাতে পারল না এবং তার ইচ্ছার কথা পরীকে জানালো।

ব্যবসায়ীর কথা শুনে পরী ব্যবসায়ীকে তার ইচ্ছা পূরণ করতে বললেন। তখন ব্যবসায়ী পরীর কাছে একটি বর চাইল যে, “সে যাকেই হাত লাগাবে সেটা সোনা হয়ে যাবে”। পরী তার ইচ্ছা পূরণ করল, সে প্রথমে কিছু বাটি, চেয়ার-টেবিল ইত্যাদিকে স্পর্শ করল এবং সেগুলো সোনা হয়ে গেল। সে তারই খুশির খবর বউ, মেয়েকে জানাতে বাড়ির ভেতরে গেল।
সে বাড়ির ভেতরে যেতেই তার মেয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে সে সোনার পরিণত হলো। তখন ব্যবসায়ী তার ভুল বুঝতে পারল। এরপর সে তার বর ফিরে নেয়ার জন্য পরীকে খুঁজতে লাগল কিন্তু অনেক খোঁজার পরও সে আর পরীকে খুঁজে পেল না। যে তার মূর্খতা বুঝতে পারল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

নীতিকথা

প্রয়োজনের চেয়ে বেশি লোভ সবসময় আমাদের দুঃখ দিয়ে আসে।

34. অহংকারী গোলাপ গাছ: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে এক সময় একটি মরুভূমিতে একটি গোলাপ গাছ ছিল। ওই গোলাপ গাছটি তার সুন্দর রূপের জন্য গর্বিত ছিল। কিন্তু তার একটি মাত্র সমস্যা ছিল, সে সবসময় পাশে থাকা কালো ক্যাকটাস গাছকে অপমান করত। আশেপাশে থাকা অন্যান্য গাছরা গোলাপ গাছটিকে শান্ত করার চেষ্টা করত। কিন্তু গোলাপ গাছটি তার রূপ নিয়ে ব্যস্ত ছিল।

এক সময় মরুভূমিতে প্রচন্ড তাপের সৃষ্টি হল, সমস্ত গাছপালা শুকিয়ে যেতে শুরু করল। গোলাপ গাছ সেই সময় শুকিয়ে পড়েছে তার পাতা ও তার রসালো ভাব চলে গেছে। সেই সময় গোলাপ গাছ দেখল একটি ফড়িং ক্যাকটাস গাছে এসে জল খেতে। এটা দেখে গোলাপ গাছ তার ভুল বুঝতে পারল।
কিছুটা দ্বিধা করেও সে ক্যাকটাস গাছের কাছে জল চাইলো। দয়ালু ক্যাকটাস তাকে জল দেওয়ার জন্য রাজি হয়ে গেল, এরপর থেকে তারা গরম কালে একে অপরের সহায়তা করত।

নীতিকথা

কাউকে কখনোই তার চেহারা দ্বারা বিচার করা উচিত নয়।

35. লোভী কুকুরের গল্প: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে এক কুকুর ছিল। খাবারের সন্ধানে সে সবসময় ঘুরে বেড়াতো, একদিন সে একটি খুব সুন্দর হাড় দেখতে পেল। সে সেটিকে খাবে বলে মুখে নিয়ে গ্রামের দিকে হাটে ধরল। কিন্তু গ্রামে যেতে গেলে তাকে একটি নদী পেরিয়ে যেতে হবে।

সে নদীর কাছে যেতেই দেখতে পেল আরেকটি কুকুর মুখে হাড় নিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার লোভ হল এবং সে ওই কুকুরটির হাড় টিও মনে মনে চাইলো। কিন্তু সে ডাকার জন্য মুখ খুলতেই হাড়টি নদীর জলে পড়ে গেল এবং ডুবে গেল।

আসলে কুকুরটি নদীর জলে সে তার নিজের ছায়াকেই দেখতে পেয়েছে। এখন সে দুঃখ পেল এবং ক্ষুধার্ত হয়ে সে তার বাড়ির দিকে রওনা দিল।

নীতিকথা

অন্যের প্রতি হিংসা করা উচিত নয় না হলেও আমার কাছে যা আছে সেটাও হারাতে হবে।

short stories in Bengali

36. পিঁপড়ে ও হাতির গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় এক বলে একটি হাতি ও কিছু পিঁপড়ে ছিল। হাতিটি সব সময় তার নিজের আকার আয়তনের জন্য গর্ব বোধ করত। সে বনের সবচেয়ে বড় প্রাণী ছিল এবং সে সবসময় ছোট প্রাণীদের ভয় দেখাতো। এছাড়া সে ছোট প্রাণীদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। একদিন সে পিঁপড়েদের বাসার কাছে গিয়ে তাদের গায়ে জল দিয়ে দিয়েছিল।

পিঁপড়েরা অসহায় হয়ে কাঁদতে শুরু করল যেহেতু হাতিটি আকারে বড় ছিল সেই জন্য তারা কিছুই করতে পারল না। হাতিটি সেই সময় মজা নিচ্ছিল এবং হেসেছিল।

এরপর পিঁপড়া একটি সভার ডাক দেয় যেখানে তারা হাতিটিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী তারা হাতিটির কাছে গেল এবং তার কানের মধ্যে ঢুকে কামড়াতে শুরু করল। যেহেতু পিঁপড়েরা খুব ছোট ছিল সেই কারণে হাতিটি কিছুই করতে পারল না।
হাতিটি তার ভুল বুঝতে পারল এবং সে সমস্ত পিপড়ের কাছে ক্ষমা চেয়ে নিল। হাতিটির যন্ত্রণা দেখে পিঁপড়েরাও তাকে ছেড়ে দিল।

নীতিকথা

যদি আপনি মনে করেন আপনি বেশি শক্তিশালী। তবে অন্যদের ক্ষতি করবেন না, অন্যদের রক্ষা করতে শিখুন।

37. মিথ্যাবাদী ছেলে ও নেকড়ে বাঘ: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে এক সময় একটি গ্রামে একটি রাখাল বালক ছিল। যে গ্রামের সমস্ত ভেড়া ছড়াতে নিয়ে যেত পাশের একটি পাহাড়ে। একদিন সে চিৎকার করে উঠলো “নেকড়ে, নেকড়ে, নেকড়ে বাঘ ভেড়া কে তাড়া করেছে”।

তার চিৎকার শুনে সকল গ্রামবাসী নেকরেটিকে তাড়াতাড়ি ছুটে আসে। কিন্তু তারা সেখানে এসে কোন নেকড়ে বাঘ দেখতে পায় না। তারা সকলে রাগী হয় এবং যা দেখে ছেলেটি খুব খুশি হয়। তাকে সতর্ক করে সে যেন এরকম না করে আর।

পরে অন্যদিন আবারো তার বিনোদনের জন্য ছেলেটি চিৎকার করতে শুরু করে “নেকড়ে, নেকড়ে, নেকড়ে ভেড়াকে তাড়া করেছে”। এবার গ্রামবাসীরা ভাবল হয়তো এবার সত্যি সত্যি নেকড়ে বাঘ এসেছে। কিন্তু তারা পাহাড়ে এসে দেখতে পেল কোন নেকড়ে বাঘ নেই। তারা রাখাল বালককে কঠোরভাবে সতর্ক করলো, সে যেন দ্বিতীয়বার এরকমটা না করে। গ্রামবাসীরা চলে যেতেই রাখাল বালক আসতে লাগলো।

কিন্তু এবার এমন একদিন আসলো যখন সত্যি সত্যি নেকড়ে বাঘ ভেড়াগুলিকে তাড়া করল তখন রাখাল বালক তার সর্বশক্তি দিয়ে চিৎকার করতে শুরু করল নেকড়ে “নেকড়ে, নেকড়ে, বাঘ এসেছে”। কিন্তু এবার কোন গ্রামবাসী তার কথায় কান দিল না তারা ভাবলো এবারও সে মজা করছে।

বিকেল বেলায় যখন রাখাল বালক ভেড়াগুলিকে নিয়ে গ্রামে ফিরে আসলো না তখন গ্রামবাসীরা তাকে খুঁজতে পাহাড়ে গেল। তারা দেখতে পেল রাখাল বালক বসে বসে কান্না করছে কিন্তু সেখানে কোনো ভেড়া নেই। রাখাল বালক বললো “আমি চিৎকার করে বললাম ‘নেকড়ে’ কিন্তু তোমরা কেউ এলেনা”।
ওই সময় গ্রামের এক বৃদ্ধ লোক ছেলেটিকে সান্তনা দিয়ে বলল “মিথ্যাবাদী কে কেউ বিশ্বাস করে না। যদি সে কখনো সত্য কথা বলেও থাকে”। এখন ছেলেটা তার ভুল বুঝতে পেরেছে এবং সেটা কর্মের জন্য অনুতপ্ত।

নীতিকথা

সব সময় সত্য কথা বলবেন, কারণ বিশ্বাস একবার ভেঙ্গে গেলে কেউ আপনাকে বিশ্বাস করবে না।

38. গোপাল ও চোরেদের গল্প: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেক আগে বিজয়নগর নামে একটি রাজ্যের রাজা ছিল রুদ্র প্রতাপ নারায়ণ। তার রাজ দরবারে গোপাল নামে এক মন্ত্রী ছিলেন। বেশ কয়েকদিন ধরেই বিজয়নগরে চুরির পরিমাণ বেড়ে চলেছে। কিন্তু রাজসভা তার কোন সমাধান বের করতে পারছে না। রাজা রুদ্র প্রতাপ নারায়ণ চোরদের নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল।

একদিন রাজসভা থেকে ফেরার পথে মন্ত্রী গোপাল তার বাড়ির পাশের একটি গাছের আড়ালে দুটি কালো মুক্তি দেখতে পায়। তারা গাছের পেছনে লুকিয়ে ছিল। গোপাল এদের দেখে তাদের মতলব বুঝতে পেরে যায়, বাড়ি পৌঁছে তিনি তার বউকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে আমাদের বাড়ির যত সোনা দানা গয়না আছে সেগুলি একটি বাস্কে ভরে দাও। আমি বাক্স টি বাড়ির কুয়োর মধ্যে ফেলে দেবো, তাহলে চোরেরা সেটা খুঁজে পাবে না।

চোরের দল সব বোকা মন্ত্রীর সব পরিকল্পনা শুনতে পেল এবং হাসতে লাগলো। এরপর গোপাল তার বউয়ের কানে ফিসফিস করে বলতে লাগলো আমাদের বাগানের চোরের দল এসেছে। তুমি বাস্কের মধ্যে কটা ইট ভরে দাও আমি সেটিকে ওর জলে ফেলে আসবো।

বাস্কো টি ভরে যাওয়ার পর তারা দুজন মিলে বাস্কো কে টানতে টানতে নিয়ে কুয়োর কাছে গেল এবং কুয়োর জলে ফেলে দিল। এবার চোরের দল বাড়ির লোকের ঘুমানোর অপেক্ষা করছিল। যখন গোপাল ও তার বউ ঘুমিয়ে পড়ল, তখন চোরের দল পালা করে কুয়োর জল তুলতে শুরু করল।

মাঝরাতে এক সময় তারা জল তুলতে তুলতে হাঁপিয়ে পড়েছে। সেই সময় পিছন থেকে একজন বলে উঠলো তোমরা অনেক জল দিয়েছো আমার বাগানে, আর দিতে হবে না। চোরের দল পেছনে ঘুরে দেখল গোপাল ও তার বউ লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে চোরের দল সেখান থেকে পালিয়ে গেল তারপর থেকে ওই গ্রামে চুরির ঘটনা আর ঘটল না।

নীতিকথা

কোনও অদ্ভুত পরিস্থিতিতে শান্ত থাকা এবং সমস্যার সমাধান খুঁজে বার করো।

39. দুধ বিক্রেতার ধনী হওয়ার গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে এক দুধ বিক্রেতা ছিল। তিনি তার গরুর দুধ বাজারে বিক্রি করে নিজের সংসার চালাতেন।
একবার তার গরুর দুধ দুই বালতি ভরে তিনি বাজারে নিয়ে যাওয়ার জন্য বার হলেন। রাস্তায় যেতে যেতে সে এক প্রকার দিবা স্বপ্ন দেখতে শুরু করল। সে চিন্তা করলো যে এই গরুর দুধ বিক্রি করে সে একটি মুরগি কিনবে, একটি কেক কিনবে, এক ঝুড়ি স্ট্রবেরি কিনবে, এছাড়া একটি বাড়ি তৈরি করবে এবং তার জন্য নতুন পোশাক কিনবে। এভাবে এসে ধনী হওয়ার পরিকল্পনা করলো।

কিন্তু তার এই চিন্তার মধ্যেই সে বুঝতে পারল না তার হাতে যে দুই দুধের বালতি ছিল সেগুলি থেকে দুধ পড়ে যাচ্ছে। একসময় সে বুঝতে পারল তার বালতি থেকে দুধ পড়ে যাচ্ছে সে যখন বালতির দিকে তাকালো দেখতে পেল বালতিতে আর দুধ নেই। সেই তখন খুব দুঃখ পেলাম এবং বাড়ির দিকে হাঁটা শুরু করল।

নীতিকথা

সাফল্য অর্জনের প্রক্রিয়ায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভাবলে চলবে না।

40. লোভী বৃদ্ধা ও সোনার রাজহাঁস: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে একটি নদীর ধারে এক বৃদ্ধা ও তার মেয়ে থাকতো এবং ওই নদীতে একটি রাজহাঁস থাকতো। ওই বৃদ্ধা অনেক গরিব ছিল, সে অনেক পরিশ্রম করতো তবুও ধনী হতে পারেনি।

কিন্তু নদীতে যে রাজহাঁস টি ছিল তার একটি বিশেষত্ব ছিল। রাজহাঁসের পেছনের দুটি সোনার ডানা ছিল, রাজহাঁস বৃদ্ধার কষ্ট দেখে সে ভাবলো তাকে যদি তার একটি সোনার ডানা দেওয়া যায় তবে সে সেটা বিক্রি করে ভালোভাবে সংসার চালাতে পারবে। এই ভেবে সে বৃদ্ধার কাছে গেল এবং তার একটি সোনার ডানা দিয়ে দিল।

বৃদ্ধা ওই সোনার ডানা বিক্রি করে অনেক পয়সা ঘরে আনল এবং আরামে জীবন যাপন করতে লাগলো। রাজহাঁস এইভাবে বৃদ্ধাকে সাহায্য করতে লাগলো। কয়েকদিন পর বৃদ্ধা ধীরে ধীরে ধনী হয়ে উঠলো, এবার সে লোভে মতলব কাটলো সে রাজহাঁস কে ডেকে তার সমস্ত সোনার ডানা ছিড়ে নেবে। সে তার মেয়েকে সব কথা বলল কিন্তু তার মেয়ে এই পরিকল্পনা রাজি হলো না।

পরের দিন যখন রাজহাঁস বৃদ্ধার বাড়িতে আসলো তখন বৃদ্ধা পাখিটির ডানায় হাত দিতেই সেগুলি সাদা হয়ে গেল। তখন বৃথা চিৎকার করে উঠলো এবং রাজহাঁসকে ছেড়ে দিল।
রাজহাঁস তখন বলল, “তুমি লোভী হয়ে গেছো, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমার ডানা ছেঁড়ার চেষ্টা করেছ, সেই কারণে আমার সোনার ডানা গুলি সাদা হয়ে গিয়েছে।”
এই কথা বলে রাজহাঁস উড়ে চলে গেল, আর কখনো বৃদ্ধার কাছে আসলো না।

নীতিকথা

অতিরিক্ত লোভ কখনোই ভালো না। কখনোই স্বার্থপর হওয়া উচিত নয়।

short stories in Bengali for kids

41. সার্কাসের হাতির গল্প: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে এক সার্কাসের আসর বসেছিল। সেখানে বিভিন্ন প্রাণীরা তাদের কেরামতি স্টান্ট দেখাতো। সেই প্রাণীদের দলে একদল হাতি ছিল যাদের খুবই একটি নরম দড়ি দিয়ে বাধা ছিল। তারা চাইলে দড়িগুলিকে ছিড়ে পালিয়ে যেতে পারত কিন্তু তারা সেটা করেনি।

এটা দেখে এক ব্যক্তি সার্কাসের মালিক কে জিজ্ঞাসা করে, “হাতিগুলি কেন পালিয়ে যাচ্ছে না”। সার্কাসের মালিক তখন বলে “হাতিগুলি যখন ছোট ছিল তখন থেকে তাদের এই দড়িতে বেঁধে রাখা হয়। তখন তারা অনেক চেষ্টা করেছিল এই দড়ি ছেড়ার কিন্তু তারা পারেনি। কারণ তারা সেই সময় ছোট ছিল, কিন্তু তারা এখন বড় হয়ে গেলেও তাদের মধ্যে এই বিশ্বাস চলে এসেছে যে তারা এই দড়ি ছিঁড়তে পারবে না। তাই হাতিগুলি এখন দড়ি ছেড়ার চেষ্টাও করে না।”

কিন্তু হাতি গুলি যদি একটু প্রচেষ্টা করে তবে তারা এই দড়ি গুলি ছেড়ে অবশ্যই বেরিয়ে যেতে পারবে।

নীতিকথা

আমাদের সমাজে অনেক রীতিনীতি আছে যেগুলির সামনে আমাদের মাথা নত করা উচিত নয়। আমরা যেটা করতে চাই তারপর পরিশ্রম করে যেতে হবে।

42. মোরগের জ্ঞান: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে এক মোরগ থাকতো সে রোজ সকালে উঠে জোরে চিৎকার করতো ফলে সবার ঘুম ভেঙে যেত। একদিন গ্রামের এক বালক মোরগটিকে আঘাত করে এবং সে খুব কষ্ট পায়।
মোরগ টি ভাবল আমাকে বিরক্ত করা, আমি আর কাল সকাল থেকে ডাকবো না ফলে সবাই ঘুমিয়ে থাকবে। তখন সবাই বুঝবে আমার গুরুত্ব কতটা।

পরদিন মোরগ যথারীতি ডাকলো না কিন্তু গ্রামের সবাই সময় মতো ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। এবার মোরগ বুঝতে পারল কারোর জন্য কখনোই কোনো কাজ থেমে থাকে না।

নীতিকথা

কখনোই অহংকার করা উচিত নয়। আপনার কাজই আপনার গুরুত্ব সবাইকে জানাবে।

43. সিংহের সিংহাসন: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে এক বনে এক সিংহ বসবাস করত সে ছিল বনের রাজা। একদিন সে বনের মধ্যে বেরিয়ে দেখতে পেলে হাতির পিঠে এক রাজা যাচ্ছে। এটা দেখে তারও ইচ্ছা করলো সেও হাতির পিঠে উঠে যাবে কারণ সে বনের রাজা।
এইজন্য তিনি একদিন বনের সমস্ত প্রাণীকে ডেকে পাঠালেন। তিনি আদেশ দিলেন হাতির পিঠে তার সিংহাসন তৈরি করতে। সেই মতো হাতির পিঠে সিংহাসন তৈরি করা হলো এবং সিংহ লাফ দিয়ে হাতির পিঠে উঠে বসলো।

কিন্তু হাতির পিঠে উঠে বসার পর হাতি যখন বনের মধ্যে রওনা দিল তখন হাতির পায়ের ঝাঁকুনিতে সিংহাসন উল্টে সিংহ মাটিতে পড়ে গেল এবং সিংহের পা ভেঙে গেল।
সিংহ তখন মাটির থেকে উঠে বলল, “হাঁটলেই ভাল হয়”।

নীতিকথা

কারন কোন জিনিস নকল করা উচিত নয়। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন।

44. একটি বাচ্চার ট্রেন গাড়ি: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি ছোট্ট মিষ্টি মেয়ে ছিল যার নাম প্রিয়াঙ্কা। সে একদিন তার বইয়ের পাতায় ট্রেন দেখতে পেল। তখন তার ট্রেনে ঘোরার কথা মনে পড়ে গেল, কিছুদিন আগে সে তার মা বাবার সাথে ট্রেনে করে মামা বাড়ি গিয়েছিল।
একদিন সে স্কুলের দেওয়ালে ট্রেনের একটি ইঞ্জিন আঁকে, এরপর সে তার সাথে একটি বগি যুক্ত করে, তারপর আরেকটি বগি, তারপর আরেকটি এইভাবে করার পর সে দেখতে পেলে স্কুল ঘরের দেয়ালের অর্ধেকটি ট্রেন তৈরি হয়ে গেছে।
এবার সে তার বন্ধুদের নিয়ে ওই ট্রেনে করে দিল্লি গেল, মুম্বাই গেল, মামা বাড়ি গেল, দাদার বাড়ি গেল।

নীতিকথা

বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ।

45. ভলু ও একটি ইঁদুর: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে ভলু নামে একটি বাচ্চা ছেলে থাকতো। তার ঘরে একটি দুষ্টু ইঁদুর থাকতো সে সবসময় ঘরের এদিক-ওদিক দৌড়াদৌড়ি করত। কখনো ইদুর টি ভলুর বই, তার মায়ের কাপড় কামড়ে কেটে দিত। আবার কখনো সে ভলুর মায়ের রান্না করা খাবার খেয়ে নিতো। এইভাবে বেশ কয়েকটি ভালই চলতে থাকলো।

একদিন ভলুর মা তার জন্য বোতলে শরবত ভরে রেখেছিলেন। ইঁদুরটি সেটি দেখতে পেল এবং তার খাওয়ার খুব লোভ হল। কিন্তু সে বোতলের মুখ কিছুতেই খুলতে পারছিল না, অনেক কষ্ট করে ইঁদুরটি বোতলের মুখ খুলল এবং সে ক্লান্ত হয়ে গিয়েছিল।
বোতলের মুখ ছোট হওয়ায় সে বোতলের মধ্যে ঢুকতে পারছিল না, তখন ইঁদুরটি তার মাথায় এক বুদ্ধি আটলো। সে তার লেজটিকে বোতলের মধ্যে ঢুকিয়ে দিল, লেজটি ভিজে যেত এবং সে চেটে চেটে শরবত খেতে লাগল।

পেট ভরে খাওয়ার পর সে ভলুর বালিশের তলায় ঢুকে পরলো এবং আরাম করতে লাগলো।

নীতিকথা

চতুর বুদ্ধি কঠোর পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি।

short stories in Bengali

46. গোলু-মোলু ও বিড়াল: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক গ্রামে গোলুমোলু নামে দুই ভাই ছিল তারা খুবই ছোট ছিল। তারা পড়াশোনা করত এবং একসঙ্গে খেলত। একদিন তারা তাদের বাড়ির পেছনে গেল এবং সেখানে তারা দুটো বিড়ালের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। বাচ্চা গুলির আওয়াজ বাড়ির পিছনের একটি ঘর থেকে ভেসে আসছে। গোলু-মোলু তাদের কাছে গেল এবং দেখল তাদের মা নেই খিদের কষ্টে তারা কান্না করছে।

ঘটনাটি তারা তাদের বড় দাদাকে বলল, বড় দাদা এসে বিড়াল দুটিকে এক বাটি দুধ খাওয়ালো এবং এরপর বিড়াল দুটি একসঙ্গে খেলতে শুরু করল। তাদের দাদা তাদেরকে এই কাজের জন্য ধন্যবাদ জানালো এবং গোলু-মোলু খুব খুশি হলো।

নীতিকথা

অন্যের সাহায্য করুন, দেখবেন সত্যিকারের আনন্দ পাবেন।

47. প্রীতমের তিন খরগোশ: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

প্রীতম ক্লাস ফোরে পড়তো। তার তিনটি ছোট ছোট খরগোশ ছিল সে তাদের নিয়ে খেলত এবং খুব ভালোবাসতো। সে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার পূর্বে খরগোশগুলির জন্য কচি ঘাস এনে দিয়ে যেত।

একদিন প্রীতমের স্কুলে যেতে দেরি হচ্ছিল তাই সে ঘাস এনে দিতে পারিনি। সে স্কুল ছুটি হওয়ার পর যখন বাড়িতে আসলো সে দেখতে পেল তার তিনটি খরগোশ নেই। সে তার পাড়ার সমস্ত লোককে জিজ্ঞাসা করল তার খরগোশকে দেখেছে কিনা কিন্তু কেউ উত্তর দিতে পারল না। এরপর প্রীতম মন খারাপ করে পাশে একটি খেলার পার্কে বসে কান্না করতে লাগলো।

হঠাৎ সে দেখতে পেল তার তিনটি খরগোশ একসঙ্গে ঘাস খাচ্ছে এবং খেলছে। প্রীতম বুঝতে পারল তার খরগোশগুলির খিদে পেয়েছে সেই জন্য তারা পার্কে এসে ঘাস খাচ্ছে। প্রীতম তখন ভাবলো আমার খিদে পেলে আমি মাকে বলি কিন্তু ওদের খিদে পেলে ওরা কাকে বলবে। এই কথা ভেবে প্রীতম দুঃখ পেলেন আবার খরগোশদের ফিরে পেয়ে খুশি হলেন।

নীতিকথা

অন্যের যন্ত্রণা বুঝতে শিখুন, আপনি কখনো দুঃখ অনুভব করবেন না।

short moral stories in Bengali

48. বন্ধুর গুরুত্ব: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে রমেন বলে একটি ছেলে থাকতো। গরম কালে স্কুলের ছুটিতে সে তার দিদার বাড়ী যায়। তার দিদার বাড়ী একটা আম বাগান ছিল যেখানে প্রচুর পরিমাণে আম হতো এবং সে আম খেতে ভালোবাসতো। তার দিদার বাড়ী পাঁচটা বন্ধু ছিল, কিন্তু রমেন তাদের আম দিত না।

একদিন রমেন তাদের সঙ্গে খেলতে খেলতে আঘাত পেল তখন তার বন্ধুরা তাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসলো। তার মা তাকে পর্যাপ্ত চিকিৎসা করল। তখন রমেন বুঝতে পারল তার বন্ধুদের গুরুত্ব কতটা। তখন সে তার বন্ধুদের সাথে তার প্রিয় জিনিস আম শেয়ার করতে শুরু করল।

নীতিকথা

বন্ধুই প্রকৃত সঙ্গী, তাদের সবসময় ভালোবাসা উচিত, তাদের কাছে কিছু গোপন করা উচিত না।

49. মায়ের ভালোবাসা: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গাছে টুনটুনি নামক একটি পাখি বাস করত। তার কয়েকটা বাচ্চা ছিল যাদের সে খাবার খাওয়াতো। কিন্তু বাচ্চাগুলো উরতে জানতো না ফলে টুনটুনিকে তাদের জন্য খাবার নিয়ে এসে খাইয়ে দিতে হতো। কিন্তু একদিন বৃষ্টির দিনে টুনটুনি তার বাসা থেকে বেরোতে পারে না ফলে তার বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে।

তার বাচ্চারা কান্না শুরু করে দেয় খাবারের জন্য কিন্তু টুনটুনি কোন উপায় খুঁজে পায় না। এরই মধ্যে সে অনেক দূর উড়ে যায় এবং এক পন্ডিতের বাড়ির উঠোনে অনেক খাবার দেখতে পায়। সে ওই পন্ডিতের বাড়িতে যায় এবং অনেক ভাত মুখের মধ্যে পুড়ে তার বাসার দিকে রওনা দেয়। বাসায় ফিরে টুনটুনি তার বাচ্চাদের খাবার খাইয়ে শান্ত করে। এরপর বাচ্চারা আবার একসঙ্গে খেলতে শুরু করে।

নীতিকথা

মায়ের ভালোবাসার কখনো দাম হয় না, সে নিজের জীবন বিপদে ফেলে সন্তানদের স্বার্থে।

50. এক পিঁপড়ের নাম রানী: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক পিঁপড়ের জাকে রানী নামক এক পিঁপড়ে ছিল। যে তার পরিবারের সাথে লাইন দিয়ে বাসায় ফিরছিল। কিন্তু এমন এক সময় এক ঝড়ো হাওয়াতে তারা ছড়ি ছিটিয়ে পড়ে, রানীও সেখান থেকে আলাদা হয়ে যায়।

এরপর রানী আর তার পরিবারকে খুঁজে পায়না অনেক খোঁজাখুঁজির পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং রাস্তার ধারে বসে পড়ে।

এরপর রানী একটি টফি লজেন দেখতে পায় রাস্তায় পড়ে থাকতে। সে টফিটি খেতে শুরু করে এবং পেট ভরে গেলে সে চিন্তা করে এই ট্রফিটি তিনি তার পরিবারের জন্য নিয়ে যাবে। কিন্তু টফিটি অনেক ভারি হওয়ায় সে ট্রফিটিকে নাড়াতে পারছিল না।

অনেক চেষ্টা করার পরে দুই হাত ও মুখের মাধ্যমে সে টফিটি কে টেনে টেনে নিয়ে যেতে শুরু করে। সেই সময় তার ভাই-বোনরা তাকে দেখতে পায় এবং সবাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ট্রফিটি তারা বাসায় নিয়ে যায় তারপর তারা সেখানে গিয়ে পার্টি শুরু করে একসাথে।

নীতিকথা

লক্ষ্য যতই কঠিন হোক না কেন, নিরন্তন প্রচেষ্টার মাধ্যমে তা অবশ্যই অর্জন করা সম্ভব।

short stories in Bengali for kids

51. মিলির বন্ধু: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে মিলি নামক একটি মেয়ে থাকতো সে খুব ছোট ছিল। প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় সে দুটো রুটি নিয়ে যেত কারণ রাস্তায় তার একটা বন্ধু ছিল। কিন্তু সেই বন্ধু আর কেউ নয় একটু গরু, স্কুলে যাওয়ার পথে রাস্তায় একটি মন্দির ছিল। ওই মন্দিরে একটি গরু থাকতো যাকে মিলি প্রত্যেকদিন দুটো রুটি খাইয়ে তারপর স্কুলে যেত।

এইভাবে বেশ কয়েকদিন চলার পর দুইজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। স্কুলে যেতে দেরি হলেও মিলি তার বন্ধু গরুটির জন্য দুটি রুটি দিতে ভুলতো না।

একদিন বাজার থেকে ফেরার পথে অনেক জিনিসপত্র নিয়ে মিলি ফিরছিল। মন্দিরের সামনে এসে তার জিনিসপত্র ভর্তি ব্যাগ পড়ে যায়। তারপর কিছু ছেলেরা আসে এবং তার জিনিসপত্র কেড়ে নিয়ে যেতে শুরু করে। তাই দেখে তার গরুর বন্ধুটি ছুটে আসে এবং সমস্ত ছেলেকে তাড়িয়ে দেয়। এরপর মিলি গরুটিকে জড়িয়ে ধরে ও ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য।

নীতিকথা

নিঃস্বার্থভাবে বন্ধুত্ব করা উচিত। ফলে সেই বন্ধু সংকটে কাজে আসে।

52. কচ্ছপের বোকামি: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

প্রকাশ নামের একটি কচ্ছপ একটি জলাশয়ের ধারে বসবাস করত। তার একটি শক্তিশালী খোলস ছিল যা তাকে বিপদের হাত থেকে রক্ষা করতো সবসময়।

একবার একটি মোষ জলাশয়ে জল খেতে এসেছিল, সেই সময় কচ্ছপ তার পায়ের তলায় পড়ে যায় কিন্তু তার কিছুই হয়নি। কারণ তার পিঠের উপরে তার শক্ত খোলস ছিল। এই খোলস নিয়ে কচ্ছপটি খুব খুশি ছিল কারণ এটি তার জীবন রক্ষা করছিল।

কিন্তু কয়েকদিন পরে সে বড় হতে শুরু করল এবং তার পিঠের ওপরের খোলস খুব ভারী হতে লাগলো। এই ভারি খোলস নিয়ে সে আর চলতে চাইতো না, তাই সে একদিন তার বাসায় খোলসটি রেখে বাইরে বের হলো এবং জলাশয়ে গেল খাবার খেতে।

জলাশয়ের কাছে যেতেই এক পাল হরিণ জল খেতে আসলো এবং কিছু হরিণ ওই কচ্ছপের গায়ের উপর পা দিয়ে দিল। যার ফলে কচ্ছপটি খুব আঘাতপ্রাপ্ত হলো। এবার কচ্ছপটি বুঝতে পারলো তার খোলসের মূল্য কতটা। সে আবার কাঁদতে কাঁদতে বাসায় গেল এবং খোলসটি পড়ে নিল।

নীতিকথা

প্রকৃতির দেওয়া জিনিসকে সব সময় সম্মানের সাথে গ্রহণ করতে হয় অন্যথায় বিপদে পড়তে হবে।

53. রাজুর বুদ্ধি: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে এক সময় রাজু নামক একটি ছেলে থাকতো। সে রোজ স্কুলে যেত এবং পড়াশোনা করত। হঠাৎ তার গ্রামের কিছু রোগের উপদ্রব ছড়ায়। ডাক্তাররা জানাই যে এই রোগের পিছনে মাছিরা দায়ী রয়েছে।

নোংরা ডাস্টবিন থেকে মাছিরা উড়ে এসে মানুষের খাবার থালায়, নাকে, মুখে বসে ফলে তাদের থেকেই গ্রামে রোগের উপদ্রব শুরু হয়েছে। রাজু বাড়িতে সব ঘটনা শোনার পর সে একটা সিদ্ধান্ত নয়।

কিছুদিন আগেই সে তার স্কুলে মাছিদের রোগ বহন বিষয়ে পড়াশোনা করেছিল। মাছিরা কোথা থেকে রোগ বহন করে নিয়ে আসে রাজু সেগুলি সবই জানতো।

এরপর রাজু বাজার থেকে একটি ফিনাইলের বোতল কিনে নিয়ে আসে এবং তার বাড়িতে জলে গুলে সমস্ত ঘর পরিষ্কার করে, ও খাবার ঢেকে রাখতে শুরু করে। এছাড়া গ্রামের সমস্ত ডাস্টবিন গুলিতে সে ফিনাইল জল ছড়িয়ে দেয়। এর কিছুদিন পর থেকে মাছিরা ওই গ্রাম থেকে গায়েব হয়ে যায় ও রোগের উপদ্রব কমে যায়।

নীতিকথা

সতর্ক থাকার মাধ্যমে রোগের উপদ্রব এড়ানো সম্ভব।

54. বিছে ও সাধু: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক গ্রামে এক সাধু থাকতো, সাধুটি শান্ত প্রকৃতির ছিল এবং সে গ্রামের সবার কল্যাণ করতো।
একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, সাধুটি দেখতে পায় একটি বিছে রাস্তা দিয়ে চলতে চলতে পাশের নালার মধ্যে পড়ে যায়।
সাধুটি তাকে উদ্ধার করার জন্য নালার থেকে হাত দিয়ে বিছে টিকে উপরে তোলে।
বিছে টিকে উপরে তোলার সঙ্গে সঙ্গে বিষয়টি সাধুটির হাতে কামড়ে দেয়।
কাছেই এক বৈদ্যবাড়ি ছিল সেখানে গিয়ে সাধু বৈদ্যকে সব কথা বলেন। বৈদ্য তখন সাধুকে বলে তুমি তো জানো বিছের গায়ে হাত দিলে বিছে কামড়াবে।
সাধু তখন বলল বিছে যদি তার স্বভাব বদলাতে না পারে, আমি কি করে আমার স্বভাব বদলাবো। সাধু এখানে বলতে চেয়েছে যে, তার উপকার করার স্বভাব তিনি বদলাতে পারবেন না।

নীতিকথা

প্রতিকূল পরিস্থিতিতে নিজের স্বভাব বদলানো উচিত নয়।

55. টুনির বাচ্চা: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় টুনি নামক একটি চড়ুই পাখি ছিল। যার অনেক কটি বাচ্চা ছিল, সে বাচ্চাদের নিয়ে একটি গাছে বাসা তৈরি করে থাকতো। কিন্তু তার বাচ্চারা মরতে জানতো না, টুনি তাদের অনেকবার উড়তে যাওয়া শেখানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি।

টুনির বাচ্চারা সব সময় কিচির-মিচির করে তাকে বিরক্ত করতো। একদিন টুনি তাদের বাচ্চাদের উড়তে যাওয়া শেখাবে বলে ঠিক করল। তার জন্য সেই বাচ্চাদের মাজ আকাশে নিয়ে গেল এবং সেখান থেকে ছেড়ে দিল। যখন দেখল বাচ্চারা পড়ে যাচ্ছে টুনি তাদের পিঠের উপরে বসিয়ে নিল। আবার কিছুক্ষণ পরে একইভাবে ছেড়ে দিল। এইভাবে তার বাচ্চারা উড়তে শিখে গেল এবং দিনের শেষে তারা তার মায়ের পেছনে উড়তে উড়তে ধীরে ধীরে বাসায় ফিরে আসলো।

নীতিকথা

অনুশীলন যে কোন কাজের সাফল্য এনে দেয়।

short stories in Bengali

56. দুষ্টু কালিয়া: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি গ্রামে কালিয়া নামে একটি কুকুর থাকতো। সে যেখানে থাকতো সেই রাস্তা দিয়ে কেউ যেতে পারত না বাচ্চা থেকে বড় সবাইকে সে ভয় দেখাতে এবং ঘেউ ঘেউ করত।

বাচ্চারা ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দেয় কারণ তাদের হাতে যদি কোন খাবার থাকতো কালিয়া সেটিকে ছিনিয়ে নিয়ে খেত নিত। অন্য কুকুরাও কালিয়ার এই ব্যবহার দেখে খুশি ছিল না।

কালিয়ার বন্ধুদের মধ্যে রকি নামে একটি কুকুর ছিল। যে কুকুরটা ভালো ছিল, সবাই তাকে ভালোবাসতো এবং খাবার খাওয়াত। একদিন একটি বাচ্চা একটি রুটি নিয়ে রকিকে দিল। রকি সেই রুটি নিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে শুরু করল। কিন্তু কালিয়া যখনই দেখতে পেল এই ঘটনা তখন সে রকির কাছে গিয়ে রুটিটি কেড়ে নিয়ে গেল।

বাচ্চাটির তখন খুব রাগ হলো, সে তার বাবার কাছে গিয়ে পুরো ঘটনাটি বলল। তার বাবা অবশ্য কালিয়ার এই অভ্যাস সম্বন্ধে জানতো। বাচ্চাটির বাবা তখন কালিয়াকে শিক্ষা দেয়ার জন্য একটি লাঠি নিয়ে আসলো এবং তাকে একটু মেরামত করে দিল।

এরপর থেকে কালিয়া আর কোন খারাপ ব্যবহার করে না কারো সাথে, বাচ্চারা রাস্তাতে গেলে সে এবার লুকিয়ে পড়তো।

নীতিকথা

খারাপ কাজের পরিণতি কখনো ভালো হয় না।

57. সত্যিকারের বন্ধুত্ব: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি বনের মধ্যে দুই সিংহ বসবাস করত। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল একে অপরকে সবসময় সাহায্য করত। সিংহ দুটির নাম ছিল রয়েল ও চিতা।

এরকম কিছু দিন চলার পর চিতা নামক সিংহটি বুড়ো হয়ে যেতে লাগলো এবং সে আর শিকার করতে যেতে পারত না। রয়েল তার জন্য শিকার ধরে এনে দিত এবং চিতা সেই খাবার খেতে।

রয়েল বনের মধ্যে শিকার করতে বেরোলে সমস্ত প্রাণীরা ভয়ে পালাতো। তার ধারের কাছে কেউ আসতো না। কিন্তু এই সুযোগে এক শিয়ালের দল চিতার বাসায় আক্রমণ করে। তাকে দুর্বল পেয়ে তাকে আঘাত করার চেষ্টা করে।

কিন্তু সেই সময় তার বন্ধু রয়েল বাসায় চলে আসে এবং সমস্ত শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফলে চিতা নামক সিংহটির প্রাণ বেঁচে যায়।

নীতিকথা

সত্যিকারের বন্ধুত্ব সব সময় দরকারি জীবনে একজন এরকম বন্ধু থাকা দরকার।

58. বিষধর সাপ: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে একটি বট গাছ ছিল। এই বটগাছের বয়স প্রায় ২০০ বছর। ওই বট গাছের একটি বিষধর সাপ থাকতো যে ওই বটগাছের কাছে যেত তাকে সে কামড়ে দিত। গ্রামের মানুষরা সেই কারণে ওই বটগাছের তলায় যেতে পারত না।

একদিন গ্রামে আসলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। গ্রামের মানুষ তাকে সব কথা খুলে বলেন তখন তিনি বটগাছের তলায় গেলেন এবং সাপটিকে ডাকলেন। সাপটি বেড়িয়ে এল, তারপর রামকৃষ্ণ দেব তার কানে জীবন জ্ঞান দিয়ে দেন এবং তারপর সেখান থেকে চলে যান।

এরপর থেকে সাপটি আর কাউকে কামড়াতো না, গ্রামের মানুষরা ওই গাছের তলায় যেতে পারতো। বাচ্চারা ওখানে গিয়ে খেলতো, তবু সাপটি কিছু বলতে না।
একদিন রামকৃষ্ণ দেব আবার ঐ গ্রামে আসলেন এবং ওই গাছের তলায় গেলেন। তিনি দেখলেন গ্রামের বাচ্চারা খেলতে খেলতে ওই সাপটিকে মারছেন কিন্তু তবুও সে কিছু বলছে না। রামকৃষ্ণ দেব তখন সাপটিকে নিয়ে গ্রাম থেকে চলে গেলেন।

নীতিকথা

দুষ্টুরাও সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে এসে ভালো হয়ে ওঠে।

short moral stories in Bengali

59. চিন্টু পিন্টু দুই ভাই: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক গ্রামে চিন্টু ও পিন্টু নামে দুই ভাই ছিল। তারা দুজনে একসঙ্গে খেলত এবং খুব দুষ্টুমি করত। পিন্টু একটু বেশি দুষ্টু ছিল। সে চিন্টুর কান টেনে ধরতো ধাক্কা দিয়ে ফেলে যেত।

একদিন দুজনে মারামারি করতে থাকে এবং কিন্তু একটি গর্তে পড়ে যায়। পিন্টু অনেক কষ্ট করেও বের হতে পারছিলে না। চিন্টু তার হাত দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু সেও পারেনা।

এরপর চিন্টু তার মাকে খবর দেয় এবং তার মা পিন্টুকে গর্ত থেকে টেনে বার করে। তাদের মা দুই ছেলের দুষ্টুমি দেখে খুব দুঃখ পায় এবং কাঁদতে কাঁদতে বলে এখন থেকে আর এরকম করবে না।”
এরপর থেকে দুই ভাই আর দুষ্টুমি করে না, একসঙ্গে খেলা করে।

নীতিকথা

অতিরিক্ত দুষ্টুমি করা সর্বদা বিপর্যয় হয়ে ওঠে।

60. হরিণ দলের ঐক্য: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি বনে একটি হরিণ বাস করত। সে একদিন বনের মধ্যে খাবার খুঁজতে থাকে, অনেক ঘোরার পরও খাবার না পেয়ে তার জল তেষ্টা পায়। এবার সে একটি জলাশয়ে যায় জল খেতে।

জল খাওয়ার সময় তাকে দুটো শেয়াল আক্রমণ করে। হরিণ অনেক চেষ্টা করেও তাদেরকে থামাতে পারছিল না। একসময় সে দেখতে পায় একদল হরিণ পাস দিয়ে যাচ্ছে, তখন সে তাদেরকে ডাক দেয়। এই দেখে শিয়ালদুটি লেজ গুটিয়ে বনের মধ্যে পালায়।

হরিণটি অন্য হরিনদের ধন্যবাদ জানায় এবং বনের মধ্যে চলে যায়।

নীতিকথা

একসাথে সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করা যেতে পারে।

short stories in Bengali for kids

61. রমেনের আঁকা ছবি: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে রামেন নামে একটি ছেলে থাকতো। সে ছবি আঁকতে খুব ভালোবাসতো এবং নিয়মিত স্কুলে চলে যেত। পড়াশোনার পরে অবসর সময়ে সে ছবি আঁকা ও ক্রিকেট খেলতে ভালবাসত।

সম্প্রতি তার স্কুলে একটি আকার প্রতিযোগিতা হয় যেখানে সে প্রথম হয়। রামেন একদিন স্কুলে যাওয়ার পথে দেখল একটি দেওয়ালে অনেক আবর্জনা, নোংরা পড়ে আছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে। তখন রমেনের মাথায় এক পরিকল্পনা আসলো। তিনি পরের দিন ওই দেয়ালে একটি সুন্দর ছবি এঁকে দিলেন।

এরপর সেই ছবিটি লোকদের খুব পছন্দ হলো এবং ওই স্থানে নোংরা ফেলা বন্ধ হয়ে গেল। এই দেখে রমেন খুব খুশি হল।

নীতিকথা

নিজের মেধার দ্বারা সমাজকে বদলানো সম্ভব।

62. মহেশ ও তার ছাগল: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে মহেশ নামক একটি বাচ্চা ছেলে ছিল। তার বাড়িতে দুটো ছাগলের বাচ্চা ছিল যাদেরকে সে রোজ স্কুল থেকে আসার পথে ঘাস নিয়ে এসে খাওয়াতেন।

মহেশ কে দেখেই ছাগলের বাচ্চা দুটি তার কাছে দৌড়ে আসতো কারণ সে তাদের কে অনেক ভালোবাসতো।
একদিন মহেশ স্কুলে যাওয়ার পর তার মা বাবা ছাগলের বাচ্চা দুটিকে বিক্রি করে দেয় এক ব্যক্তির কাছে।

ওই ব্যক্তি যখন ছাগল দুটিকে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তখন ছাগল দুটি খুব চিৎকার করছিল এবং তার মাকে ডাকছিল। তখন তার মা ছাগলটি দৌড়াতে দৌড়াতে আসে এবং ছাগল দুটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরপর অনেক চেষ্টা করে ছাগলের মা তার বাচ্চা দুটিকে ওই ব্যক্তির কাছ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়।
ওই ব্যক্তি তখন মহেশের মা বাবার কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যায়।
এরপর মহেশ যখন তার স্কুল থেকে বাড়িতে আসে তখন সেসব কথা জানতে পারে এবং তার বাবার উপর সে খুব রাগ করে। কারণ ছাগলের বাচ্চা দুটি মহেষের খুব ভালো বন্ধু ছিল এবং তাদের মধ্যে সম্পর্ক অন্যরকম ছিল।

নীতিকথা

মায়ের মমতার কাছে কোন শক্তি টেকে না।

63. ক্রিকেট দল: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন একটি পার্কে তমাল নামে একটি ছেলে বসেছিল যার কাছে বল ছিল কিন্তু ক্রিকেট খেলার ব্যাট ছিল না। তার বন্ধুরা সেদিন পার্কে আসেনি। পার্কের মাঠে অন্যকিছু ছেলেরা ক্রিকেট খেলছিল, যাদের খেলা তমাল বসে বসে দেখছিল।

একসময় যারা ক্রিকেট খেলছিল তাদের বল একটি বন্ধ ঘরের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে তারা বলটি কিছুতেই বের করতে পারে না, ফলে তারা দুঃখিত হয়ে যায়।
তমাল তাদের দুঃখ দেখে তার বলটি তাদেরকে দিল এবং সেও তাদের সঙ্গে খেলতে শুরু করল। তমাল খেলাধুলায় ভালো ছিল সেই জন্য সে এখন তাদের সাথেই খেলতো।

এইভাবে কয়েকদিন চলার পর তমলের বন্ধুরাও ওই দলের সঙ্গে যোগ দিলে এবং ক্রিকেট খেলার দুটি দল তৈরি হয়ে গেল।

64. রাগ করা উচিত নয়: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি শহরের একটি ছোট্ট দোকান ছিল যেখানে ওই দোকানদার চিপস পাপড় টফি বিস্কুট চাল ডাল ইত্যাদি মুদিখানা জিনিসপত্র বিক্রি করতো।

শহরের ওই কলোনির লোক ওই দোকান থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে যেত।
কিন্তু এইভাবে কয়েকদিন চলার পর ওই দোকানে ইঁদুরের উপদ্রব হয়। ওই ইঁদুর গুলি দোকানের মধ্যে ঢুকে লজেন্স, বিস্কুট ইত্যাদি খেয়ে ফেলতো।

এই দেখে দোকানদারের অনেক রাগ হলো কিন্তু কিছুতেই সেই ইদুর গুলোকে তাড়াতে পারছিল না।

একদিন সে দেখে ইঁদুর গুলি তাদের মধ্যে ঝগড়া করছে এবং দৌড়াদৌড়ি করছে। এই দেখে দোকানদারের খুব রাগ হলো এবং একটি লাঠি তাদের দিকে ছুড়ে মারলেন। কিন্তু সেই লাঠিটি তার দোকানের একটি কাচের শিশির গায়ে দিয়ে লাগলো এবং কাচের শিসি টি ভেঙ্গে গেল। দোকানদারের আরো বড় ক্ষতি হয়ে গেল।

নীতিকথা

সবসময় রাগ না করে নিজের বুদ্ধিতে কাজ করা উচিত।

65. মোহিত কে আঘাত করে, রাস্তা খেল মার: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি গ্রামে মোহিত ও রাম নামে দুই ভাই থাকতো। যাদের মধ্যে রাম বয়সে অনেক ছোট ছিল এবং মোহিত বড় ভাই ছিল। তারা দুজনে একসঙ্গে স্কুলে যেত একদিন স্কুল থেকে আসার পথে রামের পা একটি পাথরের উপর পড়ে এবং তার পা মচকে যায়।

রাম রাস্তার উপর বসে বাড়ে এবং জোরে জোরে কান্না করতে থাকে। বড় ভাই মোহিত পেছন থেকে দৌড়ে আসে এবং রামকে তোলার চেষ্টা করে। কিন্তু রাম কান্না করতে থাকে, মোহিতের কোন কথায় কান দেয় না।

এরপর মোহিত একটা চিন্তা করে, সে ওই পাথরটিকে চার পাঁচ বার লাথি মারে এবং রামকে বলে,
“ওই পাথরটাই তো তোমাকে মেরেছে তাই না, এখন আমি ওকে মেরেদিলাম”।

এরপর মহিতের আরো বন্ধু আসে এবং ওই পাথরটিকে আরো আঘাত করে এই দেখে রাম খুব খুশি হয় এবং ধীরে ধীরে মোহিতের সঙ্গে বাড়ি চলে যায়।

নীতিকথা

সমোপযোগী সিদ্ধান্ত সর্বদা সঠিক হয়।

short stories in Bengali

66. দাদার রুমাল: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

রাজা এবং গজা দুই ভাই ছিল, রাজা বড় ভাই ছিল এবং গজা তার চেয়ে ছোট ছিল। তারা দুজনে একসঙ্গে স্কুলে যেত। গজা সবসময় দেখতো তার দাদা একটি রুমাল ব্যবহার করত যাকে সে খুব যত্ন করে রাখত।

রুমাল টি রাজা সবসময় তার পকেটে রাখত এবং যদি কখনো নোংরা লেগে যেত সেটিকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিত। কিন্তু ছোট ভাইয়ের গজা কখনোই বুঝতে পারত না তার বড় ভাই এরকমটা কেন করে।

একদিন বাড়িতে ছোট ভাই গজা দোলনায় দোল খাচ্ছিল। একসময় দোলনার তার ছিড়ে গজা মাটিতে পড়ে যায় এবং তার হাঁটুতে চোট লাগে। তখন বড় ভাই রাজা দৌড়ে আসে এবং সে দেখে যে তার ছোট ভাইয়ের হাটুতে রক্ত বেরোচ্ছে। তখন সে তার পকেটে থাকা রুমালটি বের করে হাটুতে বেঁধে দেয় এবং চিকিৎসা করতে নিয়ে যায়।

এরপর গজা দেখলো যে রুমালটা তার দাদা এত যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাছে রাখতো আজ সেই রুমালটা নোংরা হয়ে গেছে। আসলে বড় ভাইয়ের আদরের সামনে রুমাল টি কিছুই ছিল না।

67. মানুষের মূল্য কি?: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন একটি কামারের দোকানে একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল, “বাবা এই পৃথিবীতে মানুষের মূল্য কি?”

ছেলের এই কথা শুনে তার বাবা অনেক অবাক হয়ে গেল। তারপর তার বাবা বললেন, “মানুষের মূল্য অনুমান করা খুব কঠিন, সে অমূল্য”।

ছেলে, “সবাইকে সমান মূল্যবান হয়?”
বাবা, “হ্যাঁ”
ছেলেটি এবার অন্য প্রশ্ন করল, “এই পৃথিবীতে কেউ ধনী কেউ গরিব এরকম কেন?”
ছেলের এই প্রশ্ন শুনে তার বাবা বলল, “পাশের ঘর থেকে একটা লোহার রড নিয়ে আয়”।
ছেলেটি গিয়ে একটি লোহার নিয়ে আসলো, তার বাবা তখন জিজ্ঞাসা করল “এটার দাম কত হবে?”
ছেলেটি বলল “প্রায় ৩০০ টাকা।”
তার বাবা তখন বলল- “আমি যদি অনেকগুলি ছোট ছোট পেরেক তৈরি করি তার দাম কত হবে?।”
ছেলেটি তখন উত্তরে বলল- “এক হাজার টাকা।”
তার বাবা বলল- “আমি যদি এই লোহাতে অনেকগুলো বাড়ি তৈরি করি তবে কি হবে?”
ছেলেটি বলল “তাহলে এই লোহা গুলির দাম অনেক বেশি হয়ে যাবে।”

তখন তার বাবা তাকে বলল, “এইভাবে একজন মানুষের মূল্য এখন যা আছে তা পরবর্তীতে সে বদলাতে পারে।”

68. ভগবানের প্রতি বিশ্বাস: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক গ্রামের এক কৃষক ছিলেন। তিনি চাষাবাদ করতেন এবং তাই দিয়ে সংসার চালাতেন তার একটি ছোট্ট ছেলে ছিল ও তার বাড়িতে একটি ঘোড়া ছিল। একদিন ওই ঘোড়াটি বাড়ি থেকে গায়েব হয়ে যায়।

কৃষক কি বুঝতে পারছিল না তার ঘোড়া কোথায় গেল। প্রতিবেশীরা অনেকেই বলছিল তার ঘোড়াটি দড়ি খুলে বনের দিকে চলে গেছে। কিন্তু কৃষক মন খারাপ করলো না সে সবসময় বলতো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এটা শুনে তার প্রতিবেশীরা কিছুটা অবাক হল।

একদিন ঘোড়াটি বনের থেকে ফিরে আসলো কিন্তু তার সাথে আরো দুটো ঘোড়া ছিল। এটা দেখে প্রতিবেশীরা খুব খুশি হলেন কিন্তু কৃষকের কোন প্রতিক্রিয়া ছিল না।
একদিন কৃষকের ছেলে একটি বন্য ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে পড়ে যায় এবং তার বা ভেঙে যায়। কিন্তু কৃষক তখনো শান্ত ছিল।

এরপর একদিন প্রদেশের রাজার লোক ওই গ্রামে আসে। তারা গ্রামের সমস্ত ছেলেদের নিয়ে যাচ্ছিল যোদ্ধা তৈরি করবে বলে। কিন্তু কৃষকের ছেলেকে নিল না কারণ তার পা ভেঙে গিয়েছিল।

গল্পের মূল বক্তব্য এটাই যে, আমরা কেউ জানিনা আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তাই ঈশ্বর যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।

নীতিকথা

প্রকৃতির সিদ্ধান্ত সর্বদা উদারভাবে গ্রহণ করা উচিত।

69. এক সাধুর গল্প: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একজন সাধু ছিলেন তার অনেক বয়স হয়ে গিয়েছিল একদিন তিনি তার শিশুদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন দেখতো আমার কটা দাঁত আছে। তার শিষ্যরা ভালো করে দেখে বলল গুরুজি আপনার বর্তমানে একটিও দাঁত নেই। অনেকদিন আগেই সেগুলি পড়ে গেছে।

তখন একটি শিষ্য বলল, আচ্ছা দেখতো গুরুজীর জিভ আছে নাকি?। তখন এক শিষ্য দেখে বলল হ্যাঁ জিভ এখনো আছে। তখন তার শিষ্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করল, “আচ্ছা দাঁত আর জিভ তো একসঙ্গে শুরু হয়েছে। তবে দাঁত পড়ে গেল আগে আর জীভ এখনো আছে এর কারণটা কি?।

তখন ওই সাধু গুরুজী বলল, “জিভ একটা নরম বস্তু, সেই জন্যই এখনো আছে। কিন্তু দাঁত খুব শক্ত ছিল তাই সে আগে চলে গেছে।”
গল্পের বলার উদ্দেশ্য এটাই যে আপনি যদি পৃথিবীতে সফলভাবে জীবনযাপন করতে চান তবে আপনাকে কোমল হতে হবে কঠোর হলে চলবে না।

নীতিকথা

নম্রতা মানুষকে মহান ও বড় করে তোলে।

70. বন্ধন: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

অনেকদিন আগে একটি গ্রামে এক গুরুজি ছিলেন। তার কিছু শিষ্য ছিল যারা তার কাছে অধ্যয়ন করতো। একবার গুরুজি তার শিষ্যদের নিয়ে বাজারে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একজন লোক একটি গরুর দড়ি ধরে নিয়ে হেঁটে যাচ্ছেন।

তখন গুরুজি ওই গরুর লোকটিকে থামিয়ে তার শিষ্যদের জিজ্ঞাসা করল যে, “আচ্ছা বলতো এখানে কে কাকে বেঁধে রেখেছে?”। তখন তার শিষ্যরা উত্তর দিল “গরুটি লোকটির সঙ্গে বাধা রয়েছে। লোকটি যেখানে চাইবে গরুর টিকে নিয়ে যেতে পারবে”।

তখন তাদের গুরুজি লোকটির হাত থেকে গরুর দড়ি নিয়ে গরুটিকে ছেড়ে দিলেন। গরুটিকে ছেড়ে দিতেই গরুটি এক দৌড়ে অনেক দুর গেল। লোকটি অনেকটা দৌড়ানোর পর গরু টিকে ধরতে পারল।

গুরুজি তার শিশুদের এটাই বোঝাতে চাইলেন যে “বাস্তবে গরুর কোন আগ্রহ নেই ওই লোকটির সঙ্গে থাকার। লোকটি গরুর সাথে আবদ্ধ রয়েছে।” যে কারণে দড়ি টি ছাড়ার সঙ্গে সঙ্গে গরু টি পালিয়ে গেল।

নীতিকথা

অতিমাত্রায় পার্থিব জিনিসের প্রতি আবদ্ধ হওয়া উচিত নয়।

short stories in Bengali

71. পরিশ্রম করো: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একটি গ্রামে এক কাঠমিস্ত্রি থাকতো সে রোজ বনের মধ্যে কাঠ আনার জন্য যেত। যে কাঠ আনার পর সে বিভিন্ন জিনিসপত্র তৈরি করত এবং হাটে গিয়ে বিক্রি করতো। এভাবেই তার সংসার চলে যেত।

একদিন কাঠমিস্ত্রি বনের মধ্যে গেল এবং সে একটি শিয়ালকে দেখতে পেল কিন্তু তার পা ভাঙ্গা ছিল। কাঠমিস্ত্রি চিন্তা করল এই শিয়ালটা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না তবে কি করে এই বনের মধ্যে বেঁচে আছে? কি করে সে খাবার পাচ্ছে?।

সে মনস্থির করল সে লুকিয়ে লুকিয়ে দেখবে কিভাবে শিয়ালটি খাবার খায়। এবার সে শিয়ালের পিছু নিল এবং একটি গাছের উপরে গিয়ে বসলো। তখন সে দেখতে পায় একটি সিংহ শিকার করে এনেছে এবং খাওয়া দাওয়া শেষ করার পরে যে অবশিষ্ট খাবার বেঁচে আছে সেটা ওই শিয়ালটি এসে খেতে শুরু করল। তখন সে বুঝতে পারল এই শিয়ালটি কিভাবে খাবার পাচ্ছে।

কিন্তু কাঠমিস্ত্রির রাগ হল সে চিন্তা করলো ওই শিয়ালটি কোন কষ্ট না করে বসে বসে খাবার খাচ্ছে। সে তখন ভাবলো আমি এই গাছের তলায় বসে থাকবো দেখি আমাকে কে খাবার দিয়ে যায়। কিন্তু দিনের পর দিন চলে যায় কেউ কাঠমিস্ত্রির জন্য খাবার নিয়ে আসে না।

কাঠমিস্ত্রি খুব খিদে পায় এবং সে হাঁটতে পারছিল না। হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায় কেউ যেন তাকে বলছে, “ওরে মূর্খ আপনি কেবল ওই শিয়ালটি কে দেখতে পাচ্ছেন। কর্মরত ওই সিংহটিকে দেখতে পেলেন না। যে নিজে কষ্ট করে খাবার এনে খাচ্ছে। যদি অনুসরণ করতেই হয় তবে সিংহটিকে অনুসরণ করছেন না কেন?। সিংহটির নিজের পেটে ভরছে ও অন্যের পেট ভরতে সাহায্য করছে।
এই কথা শুনে কাঠ মিস্ত্রি তার ভুল বুঝতে পারল।

নীতিকথা

পরিশ্রম ছাড়া এই জগতে কোন কিছুই পাওয়া যায় না।

72. গান্ধীজি: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

আমরা সবাই জানি, গান্ধীজীর সম্পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজী অর্থাৎ মোহনদাসের বয়স তখন ১৪ বছর। তিনি গুজরাটের রাজকোটে একটি স্কুলে পড়তেন। একদিন শিক্ষা দপ্তরের কিছু আধিকারিক স্কুল পরিদর্শন করতে আসেন।

শিক্ষা দপ্তরের আধিকারিকরা মোহনদাসের ক্লাসরুমে ঢুকে বোর্ডে কিছু শব্দ লেখেন। যেগুলিকে ইংরেজি ভাষায় লিখতে বলা হয় সমস্ত ছাত্রদেরকে। কিন্তু মোহন দাস একটি বানান ভুল করে ফেলেন। তাকে ক্লাস রুমে থাকা শিক্ষক সামনের বন্ধুর কাছ থেকে লেখাটি দেখে নেওয়ার ইশারা করেন। কিন্তু মোহন দাস তা করেননি।

ফলে ক্লাস রুমে থাকা সমস্ত ছাত্রদের উত্তর সঠিক হয়, কিন্তু মোহন দাসের একটি বানান ভুল হয়ে যায়। শিক্ষা দপ্তরের আধিকারিকরা চলে যাওয়ার পর ক্লাস রুমে থাকা শিক্ষক মোহনদাসকে বলে, “তুমি বড় বোকা মোহনদাস আমি তোমাকে সামনের ছেলেটির কাছ থেকে বানানটি কপি করে সংশোধন করতে বলেছিলাম। কিন্তু তুমি সেটাতে মনোযোগ দাওনি।”

নীতিকথা

মানুষের চরিত্রই তাকে মহান করে তোলে।

73. বড় বোকা: Bangla Golpo

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক গ্রামে অত্যন্ত এক ধনী ব্যবসায়ী ছিল। তার প্রচুর ধন-সম্পদ ছিল, তিনি ব্যবসা করতেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। তার বাড়িতে একজন চাকর ছিল যার নাম শ্যাম।

কিন্তু শম্ভু যে টাকা বেতন পেতো সেগুলি থেকে তিনি গরিবদের দান করে দিতেন। যা তার মনিব ব্যবসায়ীর মোটেই পছন্দ ছিল না। ব্যবসায়ি বহুবার শ্যামকে দান ধ্যান করতে বারণ করেছে। কিন্তু শ্যামের উপর তার কথার কোন প্রভাব পড়েনি।

একদিন ওই ব্যবসায়ী শ্যাম কে একটি লাঠি দিলেন এবং বললেন তোমার চেয়ে যদি কেউ বড় বোকা মানুষ থাকে তাহলে তাকে তুমি ওই লাঠিটা দিয়ে দেবে। ওই ব্যবসায়ী শ্যামকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করতেন তুমি তোমার চেয়ে কোন বোকা লোককে পেয়েছ কিনা। কিন্তু শ্যাম তার উত্তরে না বলতো।

একদিন ধ্বনি ব্যবসায়ী খুব অসুস্থ হয়ে পড়লেন তার রোগ খুব বেড়ে গেছিল এবং তার সময় শেষ হয়ে এসেছিল। ব্যবসায়ী একদিন শ্যামকে ডেকে বলল আমি হয়তো আর থাকবো না। তখন শ্যাম বলল আমাকে তোমার সাথে নিয়ে চলো।
ব্যবসায়ী তখন বলল ওখানে কাউকে নেওয়া যায় না।
তখন শ্যাম বলল “আপনি যে ধন সম্পদ জমিয়েছেন সেগুলি আপনার সঙ্গে নিয়ে যান।”
ব্যবসায়ী তখন বলল, “আরে বোকা, এইগুলি কিছুই নিয়ে যাওয়া যায় না।”
শ্যাম আবারো বলল, “তুমি যদি এইগুলি নিয়ে যাও তাহলে তুমি ওখানে আরামে থাকতে পারবে”।
ব্যবসায়ী তখন বলল, “বোকা ছেলে, ওখানে একা একা যেতে হয়, কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যায়।”

শম্ভু তখন বলল, “তাহলে আপনি আমার এই লাঠিটা রাখুন। যখন ওখানে কিছু নিয়ে যাওয়া যায় না তাহলে এত ধন-সম্পদ জমিয়ে লাভ কি আমার। আপনি কেবল ধন সম্পদ জমিয়েছেন কখনো দান করেননি ঈশ্বরের উপাসনা করেননি। তাই এই লাঠির সঠিক মালিক আপনি।”

নীতিকথা

বেশি টাকা লোভ হওয়া উচিত নয়, কারণ শেষ জীবনে মানুষের সাথে কিছুই নিয়ে যাওয়া যায় না।

74. নিরক্ষর নৌকার মাঝি: বাংলা গল্প

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একসময় একটি গ্রামের একজন গণিতের শিক্ষক ছিল তিনি খুব ভালো গণিত বিজ্ঞান জানতো। সে তার এই গণিত বিদ্যাকে নিয়ে খুব অহংকার করত। কারণ তার গ্রামের আর কেউ এরকম গণিত জানেনা।

একদিন তিনি তার একটি কাজে গ্রামের নদী পার হচ্ছিলেন। নদীতে নৌকার উপর ওঠার পর তিনি নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলেন “আচ্ছা মাঝি ভাই, তুমি কি গণিত জানো?।”
মাঝি উত্তর দিল না, গণিত শিক্ষক তখন বলল তাহলে তোমার জীবনের চার আনা নষ্ট হয়ে গেছে।
এরপর কিছুদূর যাওয়ার পর শিক্ষক আবারো মাঝিকে জিজ্ঞাসা করল, “আচ্ছা তুমি কি ভূগোল জানো?।”
মাঝি এবারও তার উত্তরে বলল, “ভূগোল? সেটা আবার কি জিনিস?”।
তখন শিক্ষক বলল “তাহলে তোমার জীবন থেকে আট আনা নষ্ট হয়ে গেছে।” এরপর নৌকার মাঝি চুপ করে থাকলো কোনো কথা বলল না।

এরপর নৌকাটি মাছ নদীতে পৌঁছালো এবং স্রোতের সম্মুখীন হল। নৌকাটি এদিক ওদিক লাগল, তখন নৌকার মাঝি শিক্ষককে জিজ্ঞাসা করল “আপনি কি সাঁতার জানেন?।”
শিক্ষক বলল না আমি সাঁতার জানি না, তখন নৌকার মাঝি বলল, “গণিত ও ভূগোল না জানার কারণে আমার জীবন থেকে মাত্র আট আনার নষ্ট হয়েছে। কিন্তু সাঁতার না জানার কারণে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে।”
এরপর শিক্ষক তার ভুল বুঝতে পারল এবং সে অনুতপ্ত হলো।

নীতিকথা

বইয়ের জ্ঞানই সব কিছু নয়, বাস্তবের ব্যবহারিক জ্ঞান অত্যন্ত প্রয়োজন।

short stories in Bengali

75. ভগবানের বন্ধু: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

একদিন একটি গ্রামে প্রচন্ড গরমকাল তখন। এরকম অবস্থায় ১০ বছরের একটি ছেলে ফুল বিক্রি করছিল। খালি পায়ে, খোলা রোদের মধ্যে তার পায়ে ও মুখে রোদে পোড়ার দাগ ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভদ্রলোক বাচ্চাটিকে দেখতে পায়।

ভদ্রলোকটি বাচ্চাটিকে ডাকে এবং তাকে একটি জুতার দোকানে নিয়ে যায়। লোকটি তার জন্য তার পায়ের একটি জুতো কিনে দেয় যা দেখে বাচ্চাটি অত্যন্ত খুশি হয়।

বাচ্চাটি তখন ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করল “আপনি কি ভগবান?।”
লোকটি তখন বলল “না না আমি ভগবান নই”।
বাচ্চাটি তখন বলল “তাহলে আপনি ভগবানের বন্ধু অবশ্যই”।
লোকটি তখন বলল “কেন তোমার এরকম মনে হচ্ছে কেন?।”

বাচ্চাটি তখন বলল, “আমি কাল রাতে ঘুমানোর সময় ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার একটা জুতো হলে ভালো হয় এবং ভগবান জুতো পাঠিয়ে দিল।”
এই কথা শুনে ভদ্রলোকটির চোখে জল চলে আসলো। এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বাচ্চা ছেলেটি চলে গেল।

নীতিকথা

আমাদের সাধ্যমত যথাসম্ভব অন্যদের সাহায্য করা উচিত।

76. পায়রার রহস্য: Short Stories in Bengali

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক গ্রামে একজন কৃষক ছিলেন। তার পূর্বপুরুষদের দৌলতে তার কোনো অর্থের অভাব ছিল না। সেই কারণে তিনি কোন কাজ করতেন না সারাদিন বসে বসে খেতেন। তার বাড়িতে কাজ করার জন্য প্রচুর চাকর-বাকর ছিল।
তার বাড়ির সমস্ত কাজ তার চাকররা সামলাত এবং কৃষকের যা ভালো লাগতো তাই করতো। এইভাবে ধীরে ধীরে তার সম্পত্তির পরিমাণ কমতে থাকে কিন্তু তাতে সে পাততে দেয়নি।

একদিন তার এক বন্ধু তার বাড়ি আসে। তিনি কি সব বন্ধুকে বললেন তোমার কিছু কাজ করা উচিত কারণ তোমার সম্পত্তি পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু বন্ধুর কথা শুনেও সে কোন কাজ করেনি।

এরপর তার বন্ধু তাকে এক সাধুর পরামর্শ দেয়, তার বন্ধু বলেন, “ওই সাধুর কাছে গেলে সাধুটি পয়সা উপার্জনের রাস্তা বলে দেয়।” কৃষক তার বন্ধুর কথায় রাজি হয়ে গেল এবং ওই সাধুর কাছে গেল।
সাধুটি কৃষক কে বলল “একটি নিল পায়রা প্রত্যেকদিন তোমার গোডাউন, গোয়ালঘর ও বাড়িতে আসে। তুমি যদি পায়রা টাকে প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যাবেলায় দর্শন করতে পারো তাহলে তুমি আরো ধনী হয়ে উঠবে।”

এই কথা শুনে কৃষক খুব খুশি হল এবং সে প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যা বেলায় ওই স্থানগুলিতে উঠতে লাগলো।
একদিন সে তার গোডাউনে গেল সকালবেলায় তিনি দেখলেন তার কর্মচারীরা গোডাউন থেকে চাল বিক্রি করে দিচ্ছে। তখন তিনি ওই কর্মচারীটিকে ছাটাই করে দিলেন।
এরপর তিনি গরুর গোয়ালে গেলেন এবং দেখলেন তার গরুর দুধ এক চাকর বিক্রি করে দিচ্ছে। তখন তিনিও চাকরটিকে বাদ দিয়ে দিলেন।
এরপর তিনি রান্নাঘরে গেলেন এবং দেখতে পেলেন সেখানকার চাকর তার জিনিসপত্র চুরি করছে। কৃষক তাকেও ছাঁটাই করে দিলেন।

এভাবে কয়েকদিন চলার পর তার সম্পত্তির পরিমাণ কমে যাবা বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি সাধুর কথা মতো ওই পায়রাটিকে দেখতে পেলেন না।
কৃষক আবারো ওই সাধুর কাছে গেল এবং জিজ্ঞাসা করল আমি একদিন ও ওই নীল পায়রা টিকে দেখতে পাইনি।

সাধু তখন বলল, তুমি তো তোমার নীল পায়রাটিকে দেখতে পেয়েছ কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। সাধুটি তখন বলল নিজের কর্তব্য পালন করলেই লক্ষ্মী বাড়ে।

নীতিকথা

নিজের দায়িত্ব সবসময় পালন করা উচিত। তবেই অগ্রগতি হয়।

77. একটি অলস হরিণ: Short Stories in Bengali for kids

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

এক বনের একটি হরিণ ও তার ছেলে থাকতো। মা হরিণটি একটি জ্ঞানী হরিণের কাছে তার ছেলেকে নিয়ে গেল এবং বলল তাকে বিপদের সময় বাঁচার কৌশল শিখিয়ে দিতে যাতে সে কখনো বিপদে না পড়ে ও যাতে বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। মা হরিণের কথামতো জ্ঞানী হরিণটি তার ছেলেকে শেখানোর জন্য রাজি হয়ে গেল কিন্তু বাচ্চা হরিণটি খুব দুষ্টু ছিল এবং সে সবসময় খেলায় মগ্ন থাকতো।

এরপর সে ধীরে ধীরে তার ক্লাস মিস করতে শুরু করে। ফলে সে কোন বাঁচার কৌশল শিখতে পারল না। একদিন সে খেলতে গিয়ে ফাঁদে পড়ে গেল এরপর তার মা যখন জানতে পারল সে তখন খুব কান্না করলেন। জ্ঞানী হরিণটি তখন বলল আমি দুঃখিত যে আপনার সন্তান আটকে পড়েছে। আমি তাকে অনেকবার শেখানোর চেষ্টা করেছি কিন্তু সে কিছুতেই শিখতে রাজি হয়নি। একজন ছাত্র যদি শিখতে না চায় তবে একজন শিক্ষক কিভাবে তাকে শেখাতে পারবে।

78. আইজ্যাক নিউটন ও ডায়মন্ড: Bangla short stories

Short Stories in Bengali for kids, Short Stories in Bengali, Bangla short stories, Bangla Golpo, বাংলা গল্প

স্যার আইজ্যাক নিউটনের সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। তার একটি পোষা কুকুর ছিল যার নাম ছিল ডায়মন।

তিনি তার ঘরেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতেন এবং সেগুলি তিনি লিপিবদ্ধ করে রাখতেন। একদিন তিনি তার টেবিলে বসে কাজ করছিলেন, টেবিলের উপর একটি মোমবাতি ছিল এবং সমস্ত কাগজপত্র ওই টেবিলের উপর ছিল। হঠাৎ তার একটি কাজের কথা মনে পড়ে এবং তিনি ওই ঘর থেকে বেরিয়ে যান।

তার পোষা কুকুর ডায়মন্ড ঘরের দরজায় পাহারা দিচ্ছিল। একসময় ডায়মন্ড দেখে যে একটি ইঁদুর নিউটনের টেবিলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে ডায়মন্ড তাকে তাড়া করে এবং ঘুরতে ঘুরতে তারা টেবিলের উপর উঠে বসে এবং মোমবাতিটি পড়ে সমস্ত কাগজ পুড়ে যায়।

নিউটন যখন ঘরে আসলো তখন দেখতে পেল তার বহুদিনের পরিশ্রম করা তথ্য নষ্ট হয়ে গেছে। তিনি তখন ডায়মন্ডকে ডাকলেন এবং বললেন “ডায়মন্ড আপনি কি জানেন আপনি কি করেছেন?”। এই বলে তিনি হাসলেন, কারণ তিনি জানতেন পশুরা কিছু বোঝেনা তাদের কোন দোষ নেই।

নীতিকথা

পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আমাদের সহনশীলতা ত্যাগ করা উচিত নয়।

আরো পড়ুন, স্বামী বিবেকানন্দের জীবনী রচনা

Bangla short stories PDF >> CLICK HERE

আরো পড়ুন, গরুর রচনা বাংলা (Cow essay in bengali 2023)

এই ধরনের মহাজাগতিক শিক্ষামূলক আকর্ষণীয় খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব, শেয়ারচ্যাট ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

“80+ Short Stories in Bengali for Kids With Moral”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন