অভিনয়ে তিনি যেমন পারদর্শী তেমনি পারদর্শী তিনি সমাজসেবাতেও। তিনি হলেন সকলের প্রিয় অভিনেতা সোনু সুদ। মূলত তাকে চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে দেখা গেলও, তিনি বাস্তব জীবনের নায়ক তা বলা যায়। অভিনয়ের পাশাপাশি সোনু সমাজ সেবাতে এক দারুণ দৃষ্টান্ত।
তন্দুরি রুটি বানাচ্ছেন সোনু সুদ
ভারতে লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে নানাভাবে দাঁড়িয়েছেন তিনি। কখনো পরিযায়ী শ্রমিকদের নিজে খরচায় বাড়ি পৌঁছে দিয়েছেন, আবার কখনো প্রত্যন্ত গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু। এছাড়া সম্প্রতি তাকে দেখা গিয়েছে বেশকিছু দুস্থ মানুষকে সাহায্য করতে।
আরও পড়ুন – বাগদেবীর আরাধনায় জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়
এক কথায় দরিদ্রের ভগবানে পরিণত হয়েছেন অভিনেতা সোনু সুদ। মানুষের পাশে দাঁড়ানোর তার এই মনোভাবকে সম্মান জানিয়েছেন তার অনুগামী তথা ভারতের সাধারণ জনতা। তবে এবার তাকে দেখা গেলো অন্য এক রূপে। সোনু নিজে হতে বানাচ্ছেন তন্দুরি রুটি। সম্প্রতি তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে নিজে হাতে তন্দুরি রুটি তৈরি করছেন সোনু। তার এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়।
Video source Instagram – @sonu_sood ( actor Sonu Sood)
তিনি রীতিমত দক্ষ হাতে রুটি বেলছেন। রুটির আকার একেবারে গোল। এরপর সেই রুটি উনুনে সেঁকছেন। রুটি বানাতে বানাতে মজার ছলে বলেন যে ‘সোনু সবচেয়ে ভালো তন্দুরি রুটি বানাতে পারে। তাই চটপট চলে আসুন সোনুর ধাবায়।’ তার এই কর্ম দক্ষতায় মুগ্ধ সকলে। তার প্রশংসা করেছেন অনেক অনুরাগী। তাই সকলেই মনে করছে অভিনয় ও সমাজসেবার পাশাপাশি ধাবা খুললেও তিনি অবশ্যই সফলতা পাবেন।
[…] […]
[…] […]