শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৫ জুলাই ২০২১- Highlights Video

SL VS IND 1st T20: শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে শ্রীলংকা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরুতেই প্রথম বলে পৃথ্বী শ এর উইকেট হারায় ভারত। এর পর ম্যাচের হাল ধরে শিখর ধাওয়ান ও সঞ্জু স্যামসন। ৬ ওভারে ৬ রান হওয়ার পর আউট হন সঞ্জু স্যামসন। এরপর ধীরে ধীরে ম্যাচ এগিয়ে নিয়ে যায় শিখার ধাওয়ান ও সূর্য কুমার যাদব। ভারতের হয়ে একমাত্র অর্ধশত রান করেন সূর্য কুমার যাদব ৫০ রান ৩৪ বলে।

জবাবে রান তাড়া করতে নেমে ক্রমাগত উইকেট হারাতে থাকে শ্রীলংকা। শ্রীলংকার ইনিংস সমাপ্ত হয় ১২৬ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন ভুবনেশ্বর কুমার ৪, ম্যাচের সেরা তিনিই নির্বাচিত হন।

ভারতের ব্যাটিং- ১৬৪/৫
নামরান4s6s
পৃথ্বী শ০(১)
শেখর ধাওয়ান*৪৬(৩৬)
সঞ্জু স্যামসন২৭(২০)
সূর্য কুমার যাদব*৫০(৩৪)
হার্দিক পান্ডিয়া১০(১২)
ঈশান কিশান২০(১৪)*
কুণাল পান্ডিয়া৩(৩)*
মোট১৬৪
শ্রীলঙ্কান বোলিং
নামওভাররানউইকেট
দুষ্মন্ত চামির২৪
চামিকা করুণারত্নে৩৪
আকিলা দানঞ্জায়া৪৪
ইসুরু উদানা৩২
ওয়ানিন্দু হাসরঙ্গ২৮
দাসুন শানাকা

শ্রীলংকান ব্যাটিং- ১২৬/১০
নামরান4s6s
অবিশকা ফার্নান্দো২৬(২৩)
মিনোদ ভানুকা১০(৭)
ধনঞ্জয়া সিলভা৯(১০)
চারিথ আসালঙ্কা৪৪(২৬)
আশেন বান্দারা৯(১৯)
দাসুন শানাকা১৬(১৪)
ওয়ানিন্দু হাসরঙ্গ০(২)
চামিকা করুণারত্নে*৩(৪)
ইসুরু উদানা১(২)
দুষ্মন্ত চামির১(৩)
আকিলা দানঞ্জায়া১(১)
মোট১২৬

আরো পড়ুন- শ্রীলঙ্কা বনাম ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচ ২৩ জুলাই ২০২১- Highlights Video

ভারতের বোলিং
নামওভাররানউইকেট
ভুবনেশ্বর কুমার৩.৩২২
দীপক চাহার২৪
কুনাল পান্ডিয়া১৬
বরুণ চক্রবর্তী২৮
যুবেন্দ্র চাহেল১৯
হার্দিক পান্ডিয়া১৭

SL VS IND 1st t20 Highlights

Twitter source- Sri Lankan cricket

মন্তব্য করুন