শ্রীলঙ্কা বনাম ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২০ জুলাই ২০২১- Highlights Video

SL VS IND 2021: প্রথম ওয়ানডে ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো হলেও ২৭৫ রানে শ্রীলংকার ইনিংস সমস্ত হয়।

SL VS IND ম্যাচের বিবরণ

শ্রীলংকা- ২৭৫ /৯
নামরান4s6s
অবিশকা ফার্নান্দ৫০(৭১)
মিনোদ ভানুকা৩৬(৪২)
ভানুকা রাজাপক্ষ০(১)
ধনঞ্জয়া সিলভা৩২(৪৫)
চারিথ আসালঙ্কা৬৫(৬৮)
দাসুন শানাকা১৬(২৪)
ওয়ানিন্দু হাসরঙ্গ৮(১১)
চামিকা করুণারত্নে*৪৪(৩৩)
দুষ্মন্ত চামির২(৫)
লক্ষণ সান্দকান০(১)
কাসুন রাজিথা১(১)
মোট২৭৫

ভারতীয় বোলিং
নামওভাররানউইকেট
ভুবনেশ্বর কুমার১০৫৪
দীপক চাহার৫৩
হার্দিক পান্ডিয়া২০
যুবেন্দ্র চাহাল১০৫০
কুলদীপ যাদব১০৫৫
কুনাল পান্ডিয়া৩৭
ভারত- ২৬৩/৩
নামরান4s6s
পৃথ্বী শ১৩(১১)
শেখর ধাওয়ান*২৯(৩৮)
ঈশান কিশান১(৪)
মনিশ পান্ডে৩৭(৩১)
সূর্য কুমার যাদব*৫৩(৪৪)
হার্দিক পান্ডিয়া০(৩)
কুনাল পান্ডিয়া৩৫(৫৪)
দীপক চাহার৬৯(৮২)*
ভুবনেশ্বর কুমার১৯(২৮)*
মোট২৭৭

শ্রীলঙ্কান বোলিং
নামওভাররানউইকেট
কাসুন রাজিথা৭.১৫৩
দুষ্মন্ত চামির১০৬৫
ওয়ানিন্দু হাসরঙ্গ১০৩৭
লক্ষণ সান্দকান১০৭১
চামিকা করুণারত্নে২৬
দাসুন শানাকা১০
ধনঞ্জয়া সিলভা১০

প্রথমে ব্যাটিং করে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা দেয় শ্রীলংকা। রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও সূর্য কুমার যাদবের ৫৩ ভারতকে ১৬৬/৬ রানে নিয়ে যায় ২৬ ওভারে। এরপর ১৯৩/৭, ৩৫ ওভারে কুনাল পান্ডিয়া আউট হন ৩৫ রান করে। কুনাল পান্ডিয়া আউট হবার পর ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করেন ভারতের ২ ফাস্ট বোলার দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। দীপক চাহার ৬৯ রান করেন ৮২ বলে, এছাড়া ম্যাচে ২ উইকেট তিনি সংগ্রহ করেছেন।

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ জিততে গেলে এই ২ জন খেলোয়াড় কে প্রয়োজন- হরভজন সিং

SL VS IND প্রথম ওয়ানডে ম্যান অব দ্যা ম্যাচ:-

-দীপক চাহার

SL VS IND 1st ODI Match Highlights

Twitter source- Sri Lanka cricket

“শ্রীলঙ্কা বনাম ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ২০ জুলাই ২০২১- Highlights Video”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন