শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম ওয়ানডে ম্যাচ ১৮ জুলাই ২০২১- Highlights Video

SL VS IND 2021: শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম ওয়ানডে ম্যাচ, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রিলংকান ক্রিকেট টীম। শুরুটা স্থিতিশীল হলেও ভালো ব্যাটিং উইকেটে হওয়া সত্ত্বেও ৩০০ রানের গণ্ডি পেরোতে দেয়নি ভারতের বোলাররা।

SL VS IND ম্যাচের বিবরণ

শ্রীলংকা- ২৬২/৯
নামরান4s6s
অবিশকা ফার্নান্দো৩৩(৩৫)
মিনোদ ভানুকা২৭(৪৪)
ভানুকা রাজাপক্ষ২৪(২২)
ধনঞ্জয়া সিলভা১৪(২৭)
চারিথ আসালঙ্কা৩৮(৬৫)
দাসুন শানাকা৩৯(৫০)
ওয়ানিন্দু হাসরঙ্গ৮(৭)
চামিকা করুণারত্নে*৪৩(৩৫)
ইসুরু উদানা৮(৯)
দুষ্মন্ত চামির১৩(৭)
মোট২৬২
ভারতীয় বোলিং
নামওভাররানউইকেট
ভুবনেশ্বর কুমার৬৩
দীপক চাহার৩৭
হার্দিক পান্ডিয়া৩৪
যুবেন্দ্র চাহাল১০৫২
কুলদীপ যাদব৪৮
কুনাল পান্ডিয়া১০২৬

ভারত- ২৬৩/৩
নামরান4s6s
পৃথ্বী শ৪৩(২৪)
শেখর ধাওয়ান*৮৬(৯৫)
ঈশান কিশান৫৯(৪২)
মনিশ পান্ডে২৬(৪০)
সূর্য কুমার যাদব*৩১(২০)
মোট২৬৩

শ্রীলঙ্কান বোলিং
নামওভাররানউইকেট
দুষ্মন্ত চামির৪২
ইসুরু উদানা২৭
ধনঞ্জয়া সিলভা৪৯
লক্ষণ সান্দকান৮.৪৫৩
চারিথ আসালঙ্কা২৬
ওয়ানিন্দু হাসরঙ্গ৪৫
চামিকা করুণারত্নে১৬

আরো পড়ুন- গোপনেই বিয়ে সেরে ফেললেন ভারতের এই অলরাউন্ডার, পাত্রীকে?

ভারত ম্যাচটি ৭ উইকেটে জয়ী হয়, ভারত অধিনায়ক শেখর ধাওয়ান ৮৬ রানে অপরাজিত থেকে ম্যাচটি সম্পন্ন করে। এই প্রথম ওয়ানডে ম্যাচে দুজন ক্রিকেটারের অভিষেক হয়েছে ঈশান কিশান ও সূর্য কুমার যাদব। দু-জনই ম্যাচে নজরকাড়া ব্যাটিং প্রদর্শন করে ঈশান কিশান ৫৯ রান করে মাত্র ৪২ বলে এবং সূর্য কুমার যাদব ৩১ রান করে ২০ বলে। প্রসঙ্গত ঈশান কিশান ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুটি ফরম্যাটে অভিষেক ম্যাচে অর্ধশত রান করল। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে পৃথ্বী শ, ওপেনিংয়ে নেমে দুরন্ত শুরু করার জন্য।

SL VS IND প্রথম ওয়ানডে ম্যান অব দ্যা ম্যাচ:-

– পৃথ্বী শ

SL VS IND 1st ODI Match Highlights

Twitter source- Sri Lanka cricket

মন্তব্য করুন