স্ট্রবেরি মুন: অদ্ভুত এই চাঁদ দেখতে পারবেন আজ সন্ধায়

পৃথিবীর উপগ্রহ চাঁদের সৌন্দর্য পৃথিবীবাসীর মন জয় করেছে বারবার। সারা বছর ধরেই চাঁদের বিভিন্ন রূপ আমাদের সামনে উঠে আসে। যেমন কিছুদিন আগেই আমরা দেখেছি সুপারমুন, ব্লাড মুন এছাড়াও পূর্ণ চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণের ফলে তৈরি হওয়া রিং অফ ফায়ার। যা মন জয় করে নিয়েছে প্রত্যেক পৃথিবীবাসীর। চাঁদের এতগুলি রূপ দেখার পর এবার চাঁদের স্ট্রবেরি মুন এর সৌন্দর্য দেখার পালা। এই চাঁদ দেখা যাবে ২৪শে জুন অর্থাৎ আজ সন্ধ্যায়। যেহেতু আজকের দিনটি পূর্ণিমা সেহেতু সম্পূর্ণ আকারে চোখে পড়বে চাঁদ। তবে এবারের পূর্ণিমার চাঁদকে কিন্তু সুপার মুন বলা হবে না বরং এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’

এই স্ট্রবেরি মুন দেখা যায় গৃষ্মকাল এর প্রথম পূর্ণিমায়। আর ফুল মূন দেখা যায় বসন্তের শেষের পূর্ণিমায়। গত ২১ তারিখ থেকেই উত্তর গোলার্ধে গৃষ্মকাল শুরু হয়ে গিয়েছে। আর এই দিনেই উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন। স্ট্রবেরি মুনের সংযোগ Summer solstice এর সঙ্গে ঘটে ২০ বছরে একবার।

এই চাঁদকে স্ট্রবেরি মুন বলার পেছনে অবশ্য কারণ আছে। এই চাঁদের অপরূপ সৌন্দর্যের প্রথম আবিষ্কার করেছিল আমেরিকার এক উপজাতি। এইরকম নাম হওয়ার কারণ এই চাঁদ দেখা গিয়েছিল ষ্ট্রবেরী চাষের মরসুমের শুরুতে। তারপর থেকেই এই পূর্ণিমা চাঁদের নাম স্ট্রবেরি মুন। যদিও এই চাঁদকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন Rose Moon নামে ডাকা হয় ইউরোপে। কারণ ইউরোপে এই সময়ে গোলাপ ফুলের চাষ শুরু হয়। আবার অন্যদিকে উত্তর গোলার্ধে এই সময়ে গ্রীষ্মকালের শুরু, যে কারণে সেখানে এটিকে বলা হয় Hot Moon

আরো পড়ুন-এই বছরের প্রথম BLOOD MOON, দেখা মিলবে এই মাসেই

আজ সন্ধ্যায় দেখতে পাওয়া যাবে স্ট্রবেরী মুন কে। এর পরবর্তী ফুল মূন লক্ষ্য করা যাবে ২৪শে জুলাই, যাকে বলা হবে Buck Moon। এর পরবর্তী ফুল মুন দেখা যাবে আগস্ট মাসের ২৩ তারিখ, যাকে বলা হবে Sturgeon Moon। এবং এর পরবর্তী পূর্ণ চাঁদ টি হবে Harvest Moon যেটি দেখা যাবে আগামী ২০ সেপ্টেম্বর।

“স্ট্রবেরি মুন: অদ্ভুত এই চাঁদ দেখতে পারবেন আজ সন্ধায়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন