সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা 2023

সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা: আজকে আমরা এই নিবন্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল ২০২৩ সালে সম্পূর্ণ দলের সম্পর্কে জানব। এবছর হায়দ্রাবাদ তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে রিলিজ করেছে, এছাড়া তাদের অধিনায়কের পরিবর্তন হয়েছে। ২০২৩ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হয়েছেন ভুবনেশ্বর কুমার। প্রথম থেকেই বোলিং বিভাগে শক্তিশালী দল রূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছে হায়দ্রাবাদ। এ বছরও প্রায় একই রকম শক্তিশালী বোলিং এটাক নিয়ে মাঠে নামবে SRH।

২০২৩ আইপিএল নিলামে সানরাইজার্স তাদের সবচেয়ে বড় অর্থ মূল্য ব্যয় করেছে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি বুক এর জন্য, ১৩.২৫ কোটি টাকা। মায়াঙ্ক আগরওয়ালের জন্য ৮.২৫ কোটি টাকা এবং হেনরিক ক্ল্যাসেনের জন্য ৫.২৫ কোটি টাকা তারা নিলামে ব্যয় করেছে। জম্মু দলের ব্যাটসম্যান বিভ্রান্ত শর্মার জন্য ২.৬ কোটি টাকা, মায়ান ডাগর এর জন্য ১.৮ কোটি টাকা, আকিয়াল হোসেইনের অন্য এক কোটি টাকা ব্যয় করেছে SRH ফ্র্যাঞ্চাইজি।

সানরাইজার্স হায়দ্রাবাদ: বিবরণ

টুর্নামেন্টআইপিএল
দলসানরাইজার্স হায়দ্রাবাদ
মালিকসান গ্রুপ
অধিনায়কএইডেন মার্করাম
কোচব্রায়ান লারা
স্টেডিয়ামরাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
শহরহায়দ্রাবাদ

সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা 2023

  1. আব্দুল সামাদ
  2. এইডেন মার্করাম (অধিনায়ক)
  3. রাহুল ত্রিপাঠী
  4. গ্লেন ফিলিপস
  5. অভিষেক শর্মা
  6. মার্কো জ্যানসেন
  7. ওয়াশিংটন সুন্দর
  8. ভুবনেশ্বর কুমার
  9. ফজলহক ফারুকী
  10. কার্তিক ত্যাগী
  11. টি নটরাজন
  12. ওমরান মালিক
  13. হ্যারি ব্রুক
  14. মায়াঙ্ক আগরওয়াল
  15. আকিল হোসেন
  16. হেনরিক ক্লাসেন
  17. আনমোলপ্রীত সিং
  18. আদিল রশিদ
  19. মায়াঙ্ক মার্কন্ডে
  20. বিবর্তন শর্মা
  21. মায়াঙ্ক ডাগর
  22. সমর্থ ব্যাস
  23. সানভির সিং
  24. উপেন্দ্র সিং যাদব
  25. নীতীশ কুমার রেড্ডি

রিলিজ করা সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা

  1. এইডেন মার্করাম
  2. নিকোলাস পুরান
  3. মার্কো জ্যানসেন
  4. ওয়াশিংটন সুন্দর
  5. জগদীশা সুচিথ
  6. শন অ্যাবট
  7. ওমরান মালিক
  8. আব্দুল সামাদ
  9. প্রিয়ম গর্গ
  10. গ্লেন ফিলিপস
  11. অভিষেক শর্মা
  12. রোমারিও শেফার্ড
  13. ভুবনেশ্বর কুমার
  14. কার্তিক ত্যাগী

রিটেন করা সানরাইজার্স হায়দ্রাবাদ খেলোয়াড় তালিকা

  1. আব্দুল সামাদ
  2. উমরান মালিক
  3. ওয়াশিংটন সুন্দর
  4. রাহুল ত্রিপাঠি
  5. অভিষেক শর্মা
  6. কার্তিক ত্যাগী
  7. টি নটরাজন
  8. ভুবনেশ্বর কুমার
  9. আইডেন মার্করাম
  10. মার্কো জ্যানসেন
  11. গ্লেন ফিলিপস
  12. ফজলহক ফারুকী

মন্তব্য করুন