টাটা মোটরস: এ বছরের শুরু থেকেই গাড়ি বিক্রিতে সুনামি নিয়ে এসেছে টাটা মোটরস। জানুয়ারি থেকেই গাড়ি বিক্রিতে শীর্ষস্থান দখল করে রয়েছে ভারতের এই চারচাকা প্রস্তুতকারক জায়েন্ট। 2022 সালের এপ্রিল মাসে টাটা মোটরস মোট 41,587 টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে। তবে গত মাসের তুলনায় এ মাসে টাটা মোটরসের গাড়ি বিক্রির সংখ্যা রাস পেয়েছে 1.6%, মার্চ মাসে বিক্রির সংখ্যা ছিল 42,293 টি।
বিক্রির নিরিখে গতবছর এপ্রিল মাস অর্থাৎ 2021 সালের এপ্রিল মাসে টাটা মোটরস যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছিল 24,514 টি, অর্থাৎ এ বছর প্রায় 66 শতাংশ বৃদ্ধি পেয়েছে বিক্রির সংখ্যা।
টাটা মোটরস পণ্যবাহী গাড়ি এপ্রিল 2022
এখন আসা যাক টাটা মোটরসের পণ্যবাহী গাড়ি বিক্রির তথ্যের উপর। 2022 সালের এপ্রিল মাসে সংস্থাটি 29,880 টি পণ্যবাহী গাড়ি বিক্রি করেছে। গতবছর এই একই মাসে সংখ্যাটা ছিল 14,306 টি।
টাটা মোটরস ইলেকট্রিক গাড়ি বিক্রি এপ্রিল 2022
2022 সালের এপ্রিল মাসে টাটা মোটরস মোট 2322 টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে, যেখানে কত বছর এই একই মাসে টাটা মোটরস মোট 581 টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছিল। ইলেকট্রিক গাড়ি বিক্রিতে টাটা মোটরসের রোডম্যাপ সম্পূর্ণ পরিষ্কার 2024 সালের মধ্যে কোম্পানি ইলেকট্রিক গাড়ি বিক্রির হার আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি তারা দুটি ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট বাজারে এনেছে Tata Avinya and Tata Curvv। গাড়ি দুটি ইতিমধ্যে ইন্টারনেটে জনপ্রিয়তা লাভ করেছে।
টাটা মোটরস মোট রপ্তানি করা গাড়ি এপ্রিল 2022
এছাড়া এপ্রিল মাসে টাটা মোটরস প্রায় 30,838 টি গাড়ি রপ্তানি করেছে বিদেশে, গত বছর এই একই মাসে সংখ্যাটা ছিল 16,515 টি।
টাটা মোটরস মোট গাড়ি বিক্রি এপ্রিল 2022
2022 সালের এপ্রিল মাসে টাটা মোটরস মোট গাড়ি বিক্রি করেছে 71,467 টি, যেখানে গত বছর এই একই মাসে 39,401 টি গাড়ি বিক্রি করেছিল সংস্থাটি অর্থাৎ বিক্রির হার বেড়ে হয়েছে 81%।
[…] […]