THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, আবেদন করুন

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (THDC) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সিনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ও অন্যান্য পদে নিয়োগ করা হবে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ডিপ্লোমা, বিটেক ইত্যাদি তারা এই পোস্টে আবেদন করতে পারবেন। জুন মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে এই নিবন্ধে পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিফিকেশন ও সরাসরি আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে। এই ধরনের সরকারি চাকরির বিভিন্ন খবর পেতে আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজকে ফলো করতে পারেন।

নিয়োগTHDC
বিভাগসরকারি সংস্থা
পোস্টইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ
শূন্যপদ77
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ05 জুন 2023
ওয়েবসাইটthdc.co.in

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু08-05-2023
আবেদন শেষ05-06-2023

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: শূন্যপদের বিবরণ

পোস্টশূন্যপদ
সিভিল ইঞ্জিনিয়ারিং25
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং20
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং15
IT ইঞ্জিনিয়ারিং10
এক্সিকিউটিভ3
সিনিয়র এক্সিকিউটিভ2
এক্সিকিউটিভ গেস্ট হাউস2
মোট77

THDC নিয়োগ ২০২৩:শিক্ষাগত যোগ্যতা

এক্সিকিউটিভ গেস্ট হাউস- ডিপ্লোমা বা ডিগ্রী হোটেল ম্যানেজমেন্ট পাশ করে থাকতে হবে।

এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ- মাস্টার অফ আর্টস ইন সোশ্যাল ওয়ার্ক এবং মাস্টার অফ আর্টস ইন রূরাল ডেভেলপমেন্ট পাস করে থাকতে হবে।

বাকি সমস্ত পদের জন্য- Be, b.tech, Mca ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: বয়স

  • 32 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • তবে এই নিয়োগে বিভিন্ন পদ রয়েছে প্রত্যেকটির জন্য পৃথক বয়সের সময়সীমা রয়েছে যেগুলির জন্য আপনাকে অফিসের নোটিফিকেশন দেখতে হবে।

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: বেতন

সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, IT ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ গেস্ট হাউস60,000
সিনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিনিয়র এক্সিকিউটিভ70,000
ম্যানেজার সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল80,000

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

THDC নিয়োগ ২০২৩: আবেদন মূল্য

জেনারেল600
ওবিসি600
তপশিলি জাতি-উপজাতি, PWDকোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে thdc.co.in।
  • ওয়েবসাইটের হোমপেজ থেকে আপনাকে ক্যারিয়ার অপশনে যেতে হবে।
  • এরপর সেখান থেকে new opening অপশনে যাবেন।
  • এরপর সেখানে আপনাকে নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করতে হবে এবং ক্লিক করবেন।
  • পরবর্তী পেজে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে।
  • এরপর আপনি এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং ফর্মটির সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আপনাকে আবেদনমূল্য প্রদান করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে।
  • ফর্মটি একবার সম্পূর্ণ রিভিউ করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন এবং ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন