THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, আবেদন করুন

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (THDC) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সিনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ও অন্যান্য পদে নিয়োগ করা হবে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ডিপ্লোমা, বিটেক ইত্যাদি তারা এই পোস্টে আবেদন করতে পারবেন। জুন মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে এই নিবন্ধে পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিফিকেশন ও সরাসরি আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে। এই ধরনের সরকারি চাকরির বিভিন্ন খবর পেতে আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজকে ফলো করতে পারেন।

নিয়োগTHDC
বিভাগসরকারি সংস্থা
পোস্টইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ
শূন্যপদ77
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ05 জুন 2023
ওয়েবসাইটthdc.co.in

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু08-05-2023
আবেদন শেষ05-06-2023

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: শূন্যপদের বিবরণ

পোস্টশূন্যপদ
সিভিল ইঞ্জিনিয়ারিং25
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং20
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং15
IT ইঞ্জিনিয়ারিং10
এক্সিকিউটিভ3
সিনিয়র এক্সিকিউটিভ2
এক্সিকিউটিভ গেস্ট হাউস2
মোট77

THDC নিয়োগ ২০২৩:শিক্ষাগত যোগ্যতা

এক্সিকিউটিভ গেস্ট হাউস- ডিপ্লোমা বা ডিগ্রী হোটেল ম্যানেজমেন্ট পাশ করে থাকতে হবে।

এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ- মাস্টার অফ আর্টস ইন সোশ্যাল ওয়ার্ক এবং মাস্টার অফ আর্টস ইন রূরাল ডেভেলপমেন্ট পাস করে থাকতে হবে।

বাকি সমস্ত পদের জন্য- Be, b.tech, Mca ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: বয়স

  • 32 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • তবে এই নিয়োগে বিভিন্ন পদ রয়েছে প্রত্যেকটির জন্য পৃথক বয়সের সময়সীমা রয়েছে যেগুলির জন্য আপনাকে অফিসের নোটিফিকেশন দেখতে হবে।

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: বেতন

সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, IT ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ গেস্ট হাউস60,000
সিনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিনিয়র এক্সিকিউটিভ70,000
ম্যানেজার সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল80,000

THDC নিয়োগ প্রক্রিয়া ২০২৩: নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

THDC নিয়োগ ২০২৩: আবেদন মূল্য

জেনারেল600
ওবিসি600
তপশিলি জাতি-উপজাতি, PWDকোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে thdc.co.in।
  • ওয়েবসাইটের হোমপেজ থেকে আপনাকে ক্যারিয়ার অপশনে যেতে হবে।
  • এরপর সেখান থেকে new opening অপশনে যাবেন।
  • এরপর সেখানে আপনাকে নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করতে হবে এবং ক্লিক করবেন।
  • পরবর্তী পেজে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে।
  • এরপর আপনি এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং ফর্মটির সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আপনাকে আবেদনমূল্য প্রদান করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে।
  • ফর্মটি একবার সম্পূর্ণ রিভিউ করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন এবং ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Previous articleNTPC নিয়োগ ২০২৩: পোস্ট এক্সিকিউটিভ, বেতন ১ লক্ষ টাকা, দেখুন বিশদে
Next articleআইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল|icc world test championship points table in bengali (21-2023)
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply