T10 লীগের চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়রস। সেরা ব্যাটসম্যান ও বোলার হলেন KXIP এর দুই ক্রিকেটার

T10 লিগ ২০২১ ফাইনাল ফলাফল
T10 লিগ ২০২১ ফাইনাল ফলাফল

আবুধাবিতে সমাপ্ত হল T10 লীগ, এই লিগের চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়রস। T10 লিগের ফাইনালে উঠে দিল্লি বুলস এবং নর্দান ওয়ারিয়রস, অবশ্য কোয়ালিফাই পর্যায়ে দিল্লি বুলসের কাছে হেরে একপ্রকার বাদ হয়ে যাচ্ছিল নর্দান ওয়ারিয়রস। কিন্তু এলিমিনেটরের বাধা পেরিয়ে পুনরায় ফাইনালে মুখোমুখি হয় দুই দল। ফাইনালে দিল্লিকে হারিয়ে মধুর প্রতিশোধ তুলে নেয় নিকোলাস পুরনের দল।

T10 লিগের ফাইনালের ফলাফল:-
Delhi BullsBattingNorthern Warriors
Gurbaz- 13Muhammad- 27
Lewis- 10Pooran- 12
Bopara- 9Simmons- 14*
Rutherford- 4Powell- 16*
Nabi- 21
Abeel- 7
Dj bravo- 0
Nyeem Young- 7*
Maqsood- 1
Shiraj ahmed- 0
F Edward- 1*
Northern WarriorsBowlerDelhi Bulls
R Emrit- 1F Edwards- 1
J Siddique- 2S Ahmed- 1
M Theekshana- 3
F Allen- 1
D Lakshan- 2
T10 লিগের ফাইনালের ফলাফল

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মহেশ থিকশানা। তিনি ২ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট সংগ্রহ করেন। এই নিয়ে দুবার T10 লীগের খেতাব জিতল নর্দান ওয়ারিয়রস। ২০১৮ সালে প্রথমবার খেতাব জেতার পর ২০২১ এ দ্বিতীয়বারের জন্য T10 লীগ জিতল তারা।

T10 লীগ ২০২১:- সেরা ব্যাটসম্যান হয়েছেন সোহেল আক্তার ও সেরা বোলার হয়েছেন ক্রিস জর্ডন। কাকতালীয়ভাবে এই দুইজন খেলোয়াড়ই আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড়।

Twitter source @T10League

আরো পড়ুন- IPL14 নিলামে অর্জুন টেন্ডুলকার। কোন দেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে

T10 লীগ ২০২১ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ তথ্য:-

১.প্লেয়ার অফ দ্যা সিরিজ- নিকোলাস পুরান
২.সেরা ব্যাটসম্যান- সোহেল আক্তার
৩.সেরা বোলার- ক্রিস জর্ডন
৪.সবচেয়ে বেশি ৬ মেরেছে- নিকোলাস পুরান (২২)
৫.সবচেয়ে বেশি ৪ মেরেছেন- সোহেল আক্তার (২২)
৬.সর্বোচ্চ রান করেছেন- ৮৯ নিকোলাস পুরান

Previous articleবদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র, দুই আমেরিকা থেকে দূরে সরে যেতে পারে ইউরোপ ও আফ্রিকা
Next articleউত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস, জারি করা হলো হাই অ্যালার্ট
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply