প্রধান নির্বাচক টিভিতে ক্ষমা চাইল, সূর্য কুমার যাদবকে না খেলানোর জন্য

সূর্য কুমার যাদব বর্তমানে ট্রেন্ডিং করছে সমস্ত নিউজ চ্যানেলে ও সংবাদ মাধ্যমে। ভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত শতরানের পর তার উপর থেকে যেন চোখ সরছে না। ওয়ানডে সিরিজ শুরু হলেও প্রথম ম্যাচে সূর্য কুমার যাদব কে খেলানো হয়নি। মাঠের বাইরে থেকে খেলা দেখতে হয় তাকে। ম্যাচ শেষে বিরাট কোহলির সঙ্গে একটি ইন্টারভিউ প্রোগ্রামে দেখা যায় তাকে। (দেখুন সেই ইন্টারভিউ)

সূর্য কুমার যাদব কে প্রথম ওয়ানডে ম্যাচে দলে না নেওয়ার জন্য টিভিতে বসে ক্ষমা চাইলেন প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তিনি ঐদিন ভারতের দল নির্বাচনে মোটেই খুশি হননি, তিনি সূর্য কুমার যাদব কে ভারতের একাদশে দেখতে চেয়েছিলেন। তিনি লাইভ টিভিতে বসে ক্ষমা চাইলো সূর্য কুমার যাদবের কাছে যদিও এখানে তার কোন ভুল ছিল না।।

প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেন, “সূর্য, আমি খুব দুঃখিত, আমার বন্ধু, তোমার জন্য আমার খারাপ লাগছে। সূর্যকুমার যাদব দলে নেই? আপনি শীর্ষ পাঁচের দিকে তাকান এবং জিজ্ঞাসা করুন, সেখানে প্রভাবশালী খেলোয়াড় কারা? এমন ছেলেরা কারা যারা খেলতে পারে? প্রতিপক্ষ থেকে যে দূরে খেলাকে নিয়ে যেতে পারে?”।

আরো পড়ুন- ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩- Highlights

তিনি আরো বলেন আমি ওয়াশিংটন সুন্দরকে ভারতের এই দলে খেলাতাম। আমি তিনজন স্পিনার সঙ্গে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ম্যাচে নামতাম। তিনি আরো বলেন যে বর্তমানে ভারতকে আরো ব্যাটিং অলরাউন্ডারের দিকে জোর দিতে হবে। স্টার স্পোর্টসের চ্যানেলে সেই সময় সঞ্জয় মানজয়কার বলেন,
“আমি সূর্য না যাওয়ার জন্য তাদের যুক্তি বুঝতে পারি কারণ তার কাছ থেকে আমরা যে সমস্ত দুর্দান্ত ইনিংস দেখেছি তা টি-টোয়েন্টিতে এসেছে। শুভমান গিল লম্বা রান পাচ্ছেন কিন্তু একই রান কেন কিষাণকে দেবেন না? তিনি ডাবল সেঞ্চুরি করেছেন কিছুদিন আগে। ওপেনিংয়ে বাম ও ডান হাতের কম্বিনেশন নিয়ে আসবেন তিনি। ভারত যখন কুলদীপ যাদবকে না নেয় তখন আমি সবসময় হতাশ হই। ৫০ ওভারের ক্রিকেটে আমি সবসময় তাকে নিতে চাই। বাংলাদেশের টেস্টে তার প্রভাব আপনারা দেখেছেন।”

“প্রধান নির্বাচক টিভিতে ক্ষমা চাইল, সূর্য কুমার যাদবকে না খেলানোর জন্য”-এ 1-টি মন্তব্য

Leave a Reply