ক্রীড়া জগতে নক্ষত্র পতন। মারা গেলেন ভারতীয় টেনিস তারকা

ভারতীয় ক্রীড়া জগতে হলো নক্ষত্র পতন। প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা আখতার আলী। শনিবারে শেষ রাতে ঘুমের মধ্যেই চির নিদ্রায় চলে গেলেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই ভারতীয় কিংবদন্তি খেলোয়াড়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

2000 সালে তিনি অর্জুন পুরস্কার পান। তিনি 2008 সালে জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। আখতার আলী ভারতীয় দলের প্রাক্তন কোচ ছিলেন। বর্তমানে ভারতের ডেভিস কাপের কোচ হলেন তারই পুত্র জিশান আলী। এই কিংবদন্তি খেলোয়াড় আখতার আলী বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। গত শনিবার শেষ রাতে তিনি ঘুমের মধ্যেই চলে যান।

আরও পড়ুন – T10 লীগের চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়রস। সেরা ব্যাটসম্যান ও বোলার হলেন KXIP এর দুই ক্রিকেটার

1958 থেকে 1964 সালের মধ্যে তিনি ভারতীয় দলের ডেভিস কাপের নিয়মিত সদস্য ছিলেন। সিঙ্গেলস এবং ডাবলস এই দুই রকম ফরম্যাটেই তিনি খেলতেন। তিনি বড় বড় খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি তবে শনিবার শেষ রাতে বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা টেনিস জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন টেনিস প্লেয়ার সোমদেব দেববর্মণ।

Source twitter @SomdevD (somdev devvarman)

“ক্রীড়া জগতে নক্ষত্র পতন। মারা গেলেন ভারতীয় টেনিস তারকা”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন