৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার

মনে আছে কেভিন অব্রিয়েন এর কথা, অবসর নিলেন তিনি, বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তিনি করেছিলেন দেখুন সেই ভিডিও।

ক্রিকেট বিশ্বকাপ ২০১১ আয়ারল্যান্ডের ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। যে ম্যাচটা আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজ হঠাৎ সেই ম্যাচের কথা আইসিসি মনে করালো। সেই ম্যাচের হিরো কেভিন অব্রিয়েন (Kevin O’Brien) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

অনেকেরই হয়তো ম্যাচ টার কথা মনে থাকবে, প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩২৭ রান করে। এরপর রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১০০ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাট করতে নামে কেভিন অব্রিয়েন। অবিশ্বাস্যভাবে সেইদিন ৫০ বলে সেঞ্চুরি করে কেভিন অব্রিয়েন, ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করে। যেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। আয়ারল্যান্ড ওই ম্যাচ ৩ উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করে।

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরস্কার মূল্য কত? দেখে নিন

আইসিসি ১৮ জুন টুইটারে তার অবসরের কথা ঘোষণা করে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট ইতিহাসে তার নাম বারবার স্মরণ করা হবে। নিচে কেভিন অব্রিয়েনের দ্রুততম সেঞ্চুরির ভিডিও দেওয়া হলো। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আইল্যান্ডের হয়ে ৩ টি টেস্ট, ১৫২ ওয়ানডে ও ৯৫ টি টি-টোয়েন্টি খেলেছেন।

Twitter source- @icc

কেভিন অব্রিয়েন এর পরিসংখ্যান

টেস্ট ম্যাচ- (রান)- ২৫৮
ওয়ানডে- (রান)- ৩৬১৯
টি-টোয়েন্টি- (রান)- ১৬৭২

Leave a Reply