এই বছরের প্রথম BLOOD MOON, দেখা মিলবে এই মাসেই

পৃথিবীর বাইরে যে অন্তহীন মহাকাশ, সে বিষয়ে অনেকেই বেশ কৌতুহলী। আর যারা বাইরের এই অন্তহীন রহস্যে ঘেরা মহাকাশ কে ভালোবাসেন তাদের জন্য চলতি মাসে রয়েছে এক বড় সুখবর।

এই বছরের চলতি মাসেই, আগামী ২৬ তারিখ দেখা মিলবে এই বছরের প্রথম ব্লাড মুন (BLOOD MOON) এর। যার স্থায়িত্ব হবে ১৪ মিনিট ৩০ সেকেন্ড। তবে ভারতীয়দের জন্য দুঃসংবাদ হলো সব জায়গা থেকে এটি দেখতে পাওয়া সম্ভব হবে না।

আরো পড়ুন-পৃথিবী থেকে চাঁদের অদৃশ্য অংশে ভূমিধ্বস লক্ষ্য করলেন বিজ্ঞানীরা, কিন্তু কীভাবে?

বছরের প্রথম ব্লাড মুন এর দেখা পাওয়া যাবে পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আংশিক অংশ থেকে। তবে বাকিরা এটি প্রত্যক্ষ করতে চাইলে তাদের জন্য রয়েছে ইন্টারনেট।

ব্লাড মুন কি?
এককথায় ব্লাড মুন হলো একটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। যখন পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় চলে আসে তখনই এটি দেখা যায়। সূর্যকে প্রদক্ষিণ করা কালীন যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে মাঝে চলে আসে তখন চাঁদের উপর সূর্যের আলো সরাসরি না পড়ে প্রতিসরণ হয়ে অন্ধকার জায়গায় পড়ে, যার ফলে লাল হয়ে যায় চাঁদটি। আর তখনই দেখা মেলে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুনের।

“এই বছরের প্রথম BLOOD MOON, দেখা মিলবে এই মাসেই”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন