পৃথিবীর শেষ রাস্তা এটাই! এরপর আপনি আর যেতে পারবেন না

পৃথিবীর শেষ রাস্তা: আজকে আরো একটি আকর্ষণীয় খবর আপনাদের জন্য। পৃথিবীর শেষ রাস্তা? হ্যাঁ কথাটা শুনতে হয়তো অবাস্তব লাগলেও এরকম রাস্তা আমাদের পৃথিবীতে রয়েছে। আমরা হয়তো ভাবতে পারি পৃথিবী গোল ফলে এর রাস্তার হয়তো কোন শেষ হতে পারেনা। কিন্তু নরওয়ের একটি রাস্তা রয়েছে যেটি পৃথিবীর শেষ রাস্তা নামে পরিচিত, রাস্তাটির নাম E69। যে রাস্তায় কাউকে একা যেতে দেওয়া হয় না। এই রাস্তায় ভ্রমণ করতে গেলে একাধিক ব্যক্তির সঙ্গে ও অনুমতি নিয়ে যেতে হবে।

এই E69 রাস্তাটি মোট ১৪ কিলোমিটার দীর্ঘ এবং বছরের প্রায় অধিকাংশ সময় বরফের চাদরে মোড়া থাকে। আমরা অনেকেই জানি নরওয়ে দেশে ৬ মাস দিন থাকে ও ৬ মাস সূর্য ওঠে না। ফলে বছরের একটি নির্দিষ্ট সময় এই রাস্তায় যাওয়ার অনুমতি থাকে। রাস্তার দু’পাশ বরফে ঢাকা থাকে ও রাস্তাটির দিয়ে শেষ মাথায় রয়েছে শুধু বরফ ও সমুদ্র।

আরো পড়ুন- গাড়িতে সুমিংপুল, হেলিপ্যাড ও গলফ কোর্স মাঠ! দেখুন সেই গাড়ি

পৃথিবীর শেষ রাস্তা, the last road of the world E69

বরফে ঢাকা থাকে বলে রাস্তাটির চারিপাশ দেখতে একই রকম ফলে হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সেই কারণে এই রাস্তায় কাউকে একা যেতে দেওয়া হয় না। উত্তর মেরুর কাছাকাছি এই রাস্তাটি অবস্থিত নরওয়ের এই অঞ্চলে শীতকালে তাপমাত্রা থাকে (-২৬° থেকে -৪৬°) এবং গ্রীষ্মকালে তাপমাত্রা ০° আশেপাশে থাকে।

রহস্য-রোমাঞ্চ ভরা এই রাস্তা ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান হয়ে উঠেছে। এছাড়া এই রাস্তায় পরিষ্কার আকাশে সবুজ, নীল, হলুদ বিভিন্ন রঙের আলোর খেলা দেখা যায় যাকে আর আরোরা বলে। এগুলি ছাড়াও সূর্যাস্ত এই অঞ্চলের অন্যতম আকর্ষণ এর কেন্দ্র। এখানকার স্থানীয় মানুষদের প্রধান জীবিকা হল পর্যটন ও মাছ।

“পৃথিবীর শেষ রাস্তা এটাই! এরপর আপনি আর যেতে পারবেন না”-এ 4-টি মন্তব্য

Leave a Reply