ফ্রী ফায়ার এর মত তিনটি জনপ্রিয় অফলাইন গেম

ফ্রী ফায়ার এর মত তিনটি জনপ্রিয় অফলাইন গেম: যুগের সাথে তাল মিলিয়ে এখন মোবাইল গেম এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আর ছোট থেকে বড় প্রায় সকলেই খেলেন নানারকম মোবাইল গেম। অনলাইন এবং অফলাইন সব রকম গেমই পাওয়া যায় যা উপভোগ করে থাকেন গেমাররা। বর্তমানে ভারত ও বাংলাদেশের পাবজি, ফ্রী ফায়ার ইত্যাদি গেমের চাহিদা বাড়ছে। সম্প্রতি ভারতে পাবজি নিষিদ্ধ হলেও ফ্রী ফায়ার খেলে থাকেন অনেকেই।

ফ্রী ফায়ার একটি অনলাইন ব্যাটেল রয়েল গেম। এই মোবাইল গেম অনেকেরই পছন্দ। তবে অনেকেই আবার কম স্টোরেজ বিশিষ্ট মোবাইল ব্যবহার করার কারণে খেলে উঠতে পারেন নামোবাইলে এই ধরনের বড় সাইজ বিশিষ্ট গেম না খেলতে পারলেও অনেকেরই শখ থাকে কম MB বিশিষ্ট ভালো ব্যাটেল রয়েল গেম খেলার।এই সমস্যার পাশাপাশি আরেকটি সমস্যায় পড়েন অনেকেই। কম MB এর গেম এর সঙ্গে কেউ কেউ খেলতে চায় অফলাইন গেমও।

আরও পড়ুন – ফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali

সেই সমস্ত ব্যক্তির কথা মাথায় রেখেই নিচে তুলে ধরা হলো তিনটি কম সাইজ বিশিষ্ট অফলাইন গেম। নিম্নলিখিত গেমগুলির সাইজ 100mb থেকে 400mb এর মধ্যে।

ফ্রী ফায়ার এর মত তিনটি জনপ্রিয় অফলাইন গেম

1. Free survival: Fire Battleground –

এটি একটি অফলাইন গেম। গেমটি 4.2 তারা বিশিষ্ট। 16 বছরের উর্ধ্বে যেকেউ গেমটি খেলতে পারবে। 5মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে গেমটি। এটি অবশ্যই অ্যাকশন গেম। এই গেমটির বর্তমান সাইজ 148 MB ।

2. Heroes strike offline – MOBA & Battle royale –

তালিকার এই দ্বিতীয় গেমটি 4.3 তারা বিশিষ্ট। 7 বছরের উর্ধ্বে যে কেউ গেমটি খেলতে পারবে। 5 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে গেমটি। এটি স্ট্র্যাটেজি এবং অ্যাকশনে ভরপুর। গেমটির বর্তমান size 102 MB ।

3. Scarfall: The Royale combat –

তালিকার তৃতীয় তে রয়েছে এই গেমটি। এটি 4.2 তারা বিশিষ্ট। 5 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। গেমটি 16 বছরের উর্ধ্বের ব্যক্তিদের জন্য। গেমটির বর্তমানে সাইজ 378 MB ।

Disclaimer – প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ থাকে। উপরে তুলে ধরা গেম তিনটি ছাড়াও আরো অনেক গেম রয়েছে যেগুলি অনেকের পছন্দ। EXTRA GYAAN কোন গেমকেই প্রচার করে না।

“ফ্রী ফায়ার এর মত তিনটি জনপ্রিয় অফলাইন গেম”-এ 2-টি মন্তব্য

Leave a Reply