Top 10 Rabindra Sangeet Lyrics in Bengali

Top 10 Rabindra Sangeet Lyrics in Bengali: বাংলা ভাষায় রবীন্দ্রনাথের অবদান একপ্রকার অনুস্বীকার্য। বাংলা ভাষায় যারা পড়াশোনা করেন তাদের পাঠ্য বইয়ের রবীন্দ্রনাথের কবিতা অবশ্যই একবার হলেও পড়েছেন। ঠিক সেরকমই যারা সঙ্গীতপ্রেমী মানুষ তাদের জন্য রবীন্দ্র সংগীত এক প্রকার মন্ত্রের মতো কাজ করে। বাংলা গায়ক গায়িকাদের সংগীতের হাতে খড়ি হয় রবীন্দ্র সংগীত দ্বারা। কারণ রবীন্দ্র সংগীত হলো এমন গান যেগুলি ছোট থেকে বড় সবাই খুব সহজে আয়ত্ত করতে পারে। বর্তমান অনলাইন থেকে বই হয়তো অনেক কম লোকই পড়ে থাকে সেই কারণে গান শেখার জন্য গানের লিরিক্স অবশ্যই প্রয়োজন। আজকের এই নিবন্ধে আমরা সেরা ১০ টি রবীন্দ্র সংগীত লিরিক্স তুলে ধরলাম। আশা করি এই গানগুলি আপনাদের অত্যন্ত পছন্দের হবে।

সেরা ১০ টি রবীন্দ্র সংগীত লিরিক্স

বিষয়Top Rabindra Sangeet Lyrics in Bengali
বিভাগবিনোদন
গানের প্রকাররবীন্দ্র সংগীত

Top 10 Rabindra Sangeet Lyrics in Bengali

১. “তোমার খোলা হাওয়া” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামতোমার খোলা হাওয়া
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সাল১৯৪৩

Tomar Khola Hawa Rabindra Sangeet Lyrics in Bengali

তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া,
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া,
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।

সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারই পিছে গো
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায়, তারই পিছে গো
রেখো না আর, বেঁধো না আর
কুলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।

মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রিবেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড় কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটি তে
ঝড় কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটি তে
দাও ছেড়ে দাও ওগো,
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া।

২. “আগুনের পরশমণি” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামআগুনের পরশমণি
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সাল১৯১৪

Aguner Poroshmoni Rabindra Sangeet Lyrics in Bengali

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পূর্ণ করো
এ জীবন পূর্ণ করো দহন দানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

আমার এই দেহখানি তুলে ধর
তোমার ওই দেবালয়ে প্রদীপ কর
(নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো
যেখানে পড়বে সেথায় দেখবে আলো
ব্যাথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পূর্ণ করো
এ জীবন পূর্ণ করো দহন দানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

৩. “আমার পরান যাহা চায়” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামআমার পরান যাহা চায়
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সাল১৮৮৮

Amaro Porano Jaha Chay Rabindra Sangeet Lyrics in Bengali

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাইগো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে
আর কিছু নাহি চাইগো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,
দীর্ঘ বরষ-মাস

যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমারও পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।

৪. “পুরানো সেই দিনের কথা” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামপুরানো সেই দিনের কথা
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সাল১৮৮৫

Purano Sei Diner Kotha Rabindra Sangeet Lyrics in Bengali

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়।

আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়
আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়।

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়

মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়।

হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয়
হায় মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয়।

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়।

আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়।

পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়।

৫. “একটুকু ছোঁয়া লাগে” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামএকটুকু ছোঁয়া লাগে
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সালঅজানা

Ektuku Chhonwa Lage Rabindra Sangeet Lyrics in Bengali

একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি
তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি
রচি মম ফাল্গুনি
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে
যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি
তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি
রচি মম ফাল্গুনি।

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

৬. “যদি তোর ডাক শুনে কেউ না আসে” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামযদি তোর ডাক শুনে কেউ না আসে
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সাল১৯০৫

Jodi Tor Dak Shune Keu Na Aase Rabindra Sangeet Lyrics in Bengali

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
তবে একলা চলো, একলা চলো,
একলা চলো, একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়,
তবে পরান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণ তলে একলা দলো রে,
ও তুই রক্তমাখা চরণ তলে একলা দলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

যদি আলো না ধরে
ওরে ওরে ও অভাগা আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে
একলা জ্বলো রে,
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।

৭. “তুমি রবে নীরবে” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামতুমি রবে নীরবে
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সালঅজানা

Tumi Robe Nirobe Rabindra Sangeet Lyrics in Bengali

তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।

মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।

জাগিবে একাকী, তব করুণ আঁখি
তব অঞ্চল-ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।

৮. “আমি চিনি গো চিনি তোমারে” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামআমি চিনি গো চিনি তোমারে
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সালঅজানা

Ami Chini Go Chini Tomare Rabindra Sangeet Lyrics in Bengali

আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।

তোমায় দেখেছি শারদপ্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি শারদপ্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি
হৃদি মাঝারে ওগো বিদেশিনী।

আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী।

ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী।

আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী।

৯. “আলোকের এই ঝর্ণাধারায়” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামআলোকের এই ঝর্ণাধারায়
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সালঅজানা

Aloker Ei Jharna Dharay Rabindra Sangeet Lyrics in Bengali

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।

যে জন আমার মাঝে জড়িয়ে আছে
ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে
তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঁঠি ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া
আলোয় পাগল প্রভাত হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।

আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা
মলিনতা ধুইয়ে দাও
নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা
মলিনতা ধুইয়ে দাও।

আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান
তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও
বিশ্বহৃদয় হতে ধাওয়া
প্রাণে পাগল গানের হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা
ধুইয়ে দাও
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।

১০. “পাগলা হাওয়ার বাদল দিনে” রবীন্দ্র সংগীত লিরিক্স

গানের নামপাগলা হাওয়ার বাদল দিনে
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
রচিত সালঅজানা

Pagla Hawar Badal Dine Rabindra Sangeet Lyrics in Bengali

উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে

চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।

ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না
দেয়াল যত সব গেলো টুটে।
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে।

বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা,
কোন বলরামের আমি চেলা (২)
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
পাবো না, পাবো না, আ মরি
অসম্ভবের পায়ে মাথা খুটে
পাবো না, পাবো না
উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে।

ও…. পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে

উ লালা, উ লালা, উ লালা হে
উ লালা, উ লালা হে।

উপরে উল্লেখিত সেরা ১০ টি রবীন্দ্র সংগীত লিরিক্স আজকের এই নিবন্ধে আমরা তুলে ধরলাম। আশা করি এই গানগুলি সকলের প্রিয় রবীন্দ্র সংগীত এবং গান গাওয়া ও শেখার জন্য এই ১০ টি রবীন্দ্র সংগীত অত্যন্ত গুরুত্বপূর্ণ। গানের লিরিক্স সহ বিনোদন জগতের অন্যান্য খবরের জন্য আমাদের আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন