বিশ্বের সেরা ৫০ ইউটিউব চ্যানেল ২০২৩: বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হল ইউটিউব যেখানে প্রত্যেকদিন কোটি কোটি মানুষ নিজেদের মূল্যবান সময় অতিবাহিত করে। কেউ শিক্ষার জন্য, কেউ বিনোদনের জন্য, কেউবা আবার পরীক্ষার প্রস্তুতির জন্য ইউটিউব কে ব্যবহার করে থাকেন। এছাড়া বর্তমান সময়ের প্রায় প্রত্যেকটি প্রশ্নের practical উত্তর ইউটিউবে পাওয়া যায়। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউব লঞ্চ করা হয় এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে এবং বর্তমান সময় ইউটিউব প্রত্যেক মানুষের মোবাইলে জায়গা করে নিয়েছে। ইউটিউবের আধিপত্য বাড়ার সঙ্গে youtube চ্যানেলগুলি তাদের সাবস্ক্রাইবার ক্রমাগত বৃদ্ধি করে চলেছে।
আজকের এই নিবন্ধে আমরা বিশ্বের সেরা ৫০ ইউটিউব চ্যানেল ২০২৩ সালে যেগুলি রয়েছে, চ্যানেলের রেঙ্ক, নাম, সাবস্ক্রাইবার ও কোন দেশের চ্যানেল তার বিস্তারিত তালিকা নিচে উল্লেখ করা হলো। যেহেতু এই ইউটিউব চ্যানেলগুলি বর্তমানে সক্রিয় রয়েছে সেই কারণে চ্যানেলগুলো সাবস্ক্রাইবার সংখ্যা হয়তো আপনি যখন এই নিবন্ধন পড়ছেন তখন কিছুটা ভিন্ন হতে পারে। এই চ্যানেলগুলির মধ্যে কোম্পানি, ব্র্যান্ড এবং ব্যক্তিগত সমস্ত ধরনের চ্যানেল উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল গুলির মধ্যে ভারতের সবচেয়ে বেশি চ্যানেল রয়েছে।
Table of Contents
সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল
বিষয় | বিশ্বের সেরা ৫০ ইউটিউব চ্যানেল |
বিভাগ | আন্তর্জাতিক |
কোম্পানি | ইউটিউব |
ইউটিউব চ্যানেল | ব্যান্ড, কোম্পানি, ব্যক্তিগত চ্যানেল |
তথ্যসূত্র | ইন্টারনেট |
সাল | ২০২৩ |
শেষ আপডেট | জুলাই, ২০২৩ |
এবার আমরা সরাসরি নিচের তালিকায় দেখে নেব বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল গুলি, যেখানে ১ থেকে ৫০ টি youtube চ্যানেলের নাম Rank এর আকারে দেওয়া আছে,
বিশ্বের সেরা ৫০ ইউটিউব চ্যানেল
RANK | ইউটিউব চ্যানেল | সাবস্ক্রাইবার | দেশ |
---|---|---|---|
1 | T-Series | 246 মিলিয়ন | ভারত |
2 | MrBeast | 169 মিলিয়ন | অমেরিকা |
3 | Cocomelon | 162 মিলিয়ন | অমেরিকা |
4 | Sony Entertainment India | 159 মিলিয়ন | ভারত |
5 | Kids Diana Show | 112 মিলিয়ন | ইউক্রেন |
6 | PewDiePie | 111 মিলিয়ন | সুইডেন |
7 | Like Nastya | 106 মিলিয়ন | রাশিয়া |
8 | Vlad and Niki | 99.1 মিলিয়ন | রাশিয়া |
9 | Zee Music Company | 97 মিলিয়ন | ভারত |
10 | WWE | 96.2 মিলিয়ন | অমেরিকা |
11 | Blackpink | 90.1 মিলিয়ন | দক্ষিণ কোরিয়া |
12 | Goldmines | 87.1 মিলিয়ন | ভারত |
13 | Sony SAB | 83.4 মিলিয়ন | ভারত |
14 | 5-Minute Crafts | 80.1 মিলিয়ন | সাইপ্রাস |
15 | BangtanTV | 75.8 মিলিয়ন | দক্ষিণ কোরিয়া |
16 | Hybe Labels | 71.8 মিলিয়ন | দক্ষিণ কোরিয়া |
17 | Justin Bieber | 71.6 মিলিয়ন | কানাডা |
18 | Zee TV | 70.8 মিলিয়ন | ভারত |
19 | Pinkfong | 68.4 মিলিয়ন | দক্ষিণ কোরিয়া |
20 | Canal KondZilla | 66.5 মিলিয়ন | ব্রাজিল |
21 | ChuChu TV | 66 মিলিয়ন | ভারত |
22 | Shemaroo Entertainment | 65.7 মিলিয়ন | ভারত |
23 | Colors TV | 65 মিলিয়ন | ভারত |
24 | T-Series Bhakti Sagar | 61.3 মিলিয়ন | ভারত |
25 | Tips Official | 59.6 মিলিয়ন | ভারত |
26 | Dude Perfect | 59.5 মিলিয়ন | অমেরিকা |
27 | Movieclips | 59.5 মিলিয়ন | অমেরিকা |
28 | El Reino Infantil | 58.6 মিলিয়ন | আর্জেন্টিনা |
29 | Wave Music | 58.1 মিলিয়ন | ভারত |
30 | Aaj Tak | 58 মিলিয়ন | ভারত |
31 | Sony Music India | 57.3 মিলিয়ন | ভারত |
32 | Eminem | 56.9 মিলিয়ন | অমেরিকা |
33 | Marshmello | 56.5 মিলিয়ন | অমেরিকা |
34 | Yash Raj Films | 54.8 মিলিয়ন | ভারত |
35 | LooLoo Kids | 54.3 মিলিয়ন | রোমানিয়া |
36 | Infobells | 54 মিলিয়ন | ভারত |
37 | Ed Sheeran | 53.5 মিলিয়ন | গ্রেট ব্রিটেন |
38 | Taylor Swift | 53.1 মিলিয়ন | অমেরিকা |
39 | Ariana Grande | 52.7 মিলিয়ন | অমেরিকা |
40 | BillionSurpriseToys | 52.5 মিলিয়ন | অমেরিকা |
41 | JuegaGerman | 48.2 মিলিয়ন | চিলি |
42 | Billie Eilish | 48.1 মিলিয়ন | অমেরিকা |
43 | Get Movies | 47.7 মিলিয়ন | রাশিয়া |
44 | Shemaroo | 47.6 মিলিয়ন | ভারত |
45 | Badabun | 46.9 মিলিয়ন | মেক্সিকো |
46 | SonyMusicIndiaVEVO | 46.7 মিলিয়ন | ভারত |
47 | A4 | 46.4 মিলিয়ন | বেলারুশ |
48 | Fernanfloo | 46.2 মিলিয়ন | এল সালভাদর |
49 | Bad Bunny | 46.2 মিলিয়ন | অমেরিকা |
50 | Voot Kids | 45.6 মিলিয়ন | ভারত |
- Read More, এশিয়ার এক নম্বর ইউটিউবার কে
- Read More, বাংলাদেশের এক নম্বর ইউটিউবার কে
বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় youtube চ্যানেল হল টি সিরিজ, এই কোম্পানির সাবস্ক্রাইবার সংখ্যা ২৪৬ মিলিয়ন। এটি ভারতের একটি মিউজিক বিনোদন কোম্পানি, ভারতের বেশিরভাগ বলিউড সং, সিনেমার গান, মিউজিক ভিডিও টি সিরিজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে। টি সিরিজ তার ইউটিউব চ্যানেল শুরু করে ২০০৬ সালে যদিও এই কোম্পানিটি ১৯৮৩ সাল থেকে ভারতীয় বাজারে রয়েছে। গান রেকর্ডিং থেকে শুরু করে, সিডি ক্যাসেট বিক্রি এবং বর্তমানে হিন্দি সিনেমার গান গুলির কপিরাইট টি সিরিজের অধীনে থাকে। বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ও ইউটিউবার সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের নিবন্ধটি পড়ুন।
বিস্তারিত পড়ুন, বিশ্বের এক নম্বর ইউটিউবার ও ইউটিউব চ্যানেল
বিশ্বের এক নম্বর ইউটিউবার কে
ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের বিচারে বিশ্বের এক নম্বর ইউটিউবার হলেন মিস্টার বিষ্ট। তিনি বিশেষত বিনোদন জগতের ভিডিও তৈরি করে থাকেন এছাড়া তার চ্যানেলে বিভিন্ন এক্সপেরিমেন্ট ভিডিও তৈরি করেন। ২০১২ সাল থেকে মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল শুরু করেন, মিস্টার বিস্টের আসল নাম হল জেমস ডোনাল্ডসন। তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১৬৯ মিলিয়ন, তিনি আমেরিকার বাসিন্দা। উপরের দেওয়া লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত মিস্টার বিস্টের সম্বন্ধে জানতে পারবেন।
ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও
Baby Shark Dance হল এখনো পর্যন্ত youtube এ সবচেয়ে বেশিবার দেখা ভিডিও, এই ভিডিওতে বর্তমান ভিউ সংখ্যা ১৩ বিলিয়ন, ভিডিওটি ইউটিউবে পাবলিশ হয়েছে ১৭ জুন ২০১৬ সালে। এটি একটি বাচ্চাদের মজার ভিডিও এবং এই চ্যানেলের নাম হলো Pinkfong Baby Shark। এই চ্যানেলে বাচ্চাদের মজার শিক্ষার ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। ভিডিওটি আপনারা নিজের অপশন থেকে দেখতে পারেন।
ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া Baby Shark Dance ভিডিও, দেখুন
কোন ধরনের ইউটিউব চ্যানেল বেশি জনপ্রিয়
এই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেওয়া যেতে পারে youtube এ বিভিন্ন বিভাগ রয়েছে যেমন এডুকেশন, মিউজিক, তথ্য সংক্রান্ত বিষয়, Funny ভিডিও, ভ্রমণের চ্যানেল ইত্যাদি। প্রত্যেক বিভাগে আপনি শীর্ষ স্থানীয় চ্যানেলগুলি লক্ষ্য করে থাকবেন কিন্তু আমরা যদি পৃথিবীর সেরা ৫০ ইউটিউব চ্যানেল এর তথ্য বিচার করে দেখে তবে মিউজিক চ্যানেল ইউটিউবে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ভিউ এইসব চ্যানেলগুলোতেই আসে। তবে এখানে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেখানে তিনি ব্যক্তিগতভাবে বিনোদনের ভিডিও, এক্সপেরিমেন্টাল ভিডিও প্রকাশিত করে থাকেন। সুতরাং মিউজিক এবং বিনোদন ইউটিউব এর সবচেয়ে জনপ্রিয় দুটি বিভাগ দর্শকদের বিচারে।
১ লক্ষের বেশি সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল সংখ্যা
প্রায় ৩২ লক্ষের বেশি ইউটিউব চ্যানেল বর্তমানে রয়েছে যেগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখের বেশি। অবশ্যই এখানে মনে রাখতে হবে প্রতিনিয়ত এই সংখ্যাটা বেড়ে চলেছে।
কতগুলি ইউটিউব চ্যানেল বর্তমানে আছে
প্রায় ১১৪ মিলিয়ন এর বেশি ইউটিউব চ্যানেল বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ এই চ্যানেলগুলিতে ক্রমাগত ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলগুলির মধ্যে ব্যক্তিগত চ্যানেল, ব্যান্ড কোম্পানির চ্যানেল, নিউজ চ্যানেল, খেলাধুলার চ্যানেল সবই বর্তমান।
Youtube কত লোক দেখে প্রতি মাসে
২.৬ বিলিয়ন মানুষ প্রতিমাসে ইউটিউবে ভিডিও দেখে থাকেন এবং তারা প্রত্যেকেই সক্রিয় ব্যবহারকারী। বিভিন্ন সময়ে এই তথ্য কম-বেশি হতে পারে তবে বর্তমানে স্মার্টফোনের দৌলতে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে।
মানুষ প্রতিদিন ইউটিউবে কত সময় অতিবাহিত করে
সারা বিশ্বের ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা অনুসারে গড়ে প্রত্যেকদিন ১৯ মিনিট করে মানুষ ইউটিউব ব্যবহার করে থাকে। এছাড়া প্রত্যেক দিন ইউটিউবে প্রায় ১ বিলিয়ন ঘন্টা ভিডিও দর্শকরা উপভোগ করে থাকে।
YouTube Shots বিভাগে প্রত্যেকদিন কত ভিউ আসে
২০২০ সাল থেকে YouTube Shots বিভাগ জনপ্রিয় হতে শুরু করে দর্শকদের কাছে এবং বর্তমানে প্রায় প্রত্যেকদিন 30 বিলিয়ন মানুষ YouTube Shots উপভোগ করে থাকে।
প্রতি মিনিটে ইউটিউবে কত ভিডিও আপলোড হয়
প্রায় ২৫০০ এর বেশি ভিডিও ইউটিউবে আপলোড করা হয় প্রত্যেক মিনিটে এবং এই প্রত্যেকটা ভিডিওর গড় দৈর্ঘ্য ৪-৫ মিনিটের হয়ে থাকে। এছাড়া প্রত্যেক দিনের তথ্য অনুসারে ৩.৭ মিলিয়ন নতুন ভিডিও ইউটিউবে আপলোড করা হয়।
- Read More, পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউবার কে ২০২৩
- Read More, ভারতের এক নম্বর ইউটিউবার প্রাঙ্ক, রোস্টিং, টেকনোলজি, ভিডিও গেমস, ভাইনস
এই ধরনের বিনোদন সংক্রান্ত আরো অন্যান্য সংবাদের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।