এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে ২০২৩: এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ, ৪৮ টি স্বাধীন রাষ্ট্র ও ১ টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে এশিয়া মহাদেশে। প্রসঙ্গত পৃথিবীতে মোট ৭ টি মহাদেশ রয়েছে যার মধ্যে আয়তনে সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। এই মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ ভারত ও চীন এশিয়া মহাদেশের অন্তর্গত। ২০২৩ সাল অনুসারে এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা ৪৭৫ কোটি ৮৯ লক্ষ ৯৩ হাজার। পৃথিবীর উত্তর-পূর্ব গোলার্ধে এশিয়া মহাদেশ অবস্থিত।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ হওয়ার সঙ্গে এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশে পরিণত হয়েছে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে। এশিয়া মহাদেশের মোট আয়তন ৪৪,৫৭৯,০০০ বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট স্থলভাগের ৩০ শতাংশ এশিয়া মহাদেশের অন্তর্গত। আজকের এই নিবন্ধে আমরা এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি, এশিয়া মহাদেশের মোট দেশ কয়টি আছে, এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ, সবচেয়ে ছোট দেশ, জনবহুল দেশ, জনবিরল দেশ ইত্যাদি বিষয় আলোচনা করব।
বিষয় | এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে |
বিভাগ | আন্তর্জাতিক |
মহাদেশ | এশিয়া |
সাল | ২০২৩ |
নিচের তালিকায় আপনারা এশিয়া মহাদেশের ৪৯ টি স্বাধীন দেশের নাম সম্বন্ধে জানতে পারবেন এছাড়া এই দেশগুলি সম্বন্ধে অন্যান্য বিষয় তুলে ধরা হবে,
এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি
বর্তমানে মোট ৪৯ টি স্বাধীন দেশ রয়েছে, এশিয়া মহাদেশের দেশ ও রাজধানীর নাম নিচে দেওয়া হল,
নং | দেশ | রাজধানী |
---|---|---|
১. | আর্মেনিয়া | ইয়েরেভান |
২. | আফগানিস্তান | কাবুল |
৩. | আজারবাইজান | বাকু |
৪. | বাংলাদেশ | ঢাকা |
৫. | বাহরাইন | মানামা |
৬. | ব্রুনাই | বন্দর সেরি বেগাওয়ান |
৭. | ভুটান | থিম্পু |
৮. | কম্বোডিয়া | নমোপেন |
৯. | চীন | বেইজিং |
১০. | সাইপ্রাস | নিকোসিয়া |
১১. | পূর্ব তিমুর | দিলি |
১২. | জর্জিয়া | তিবিলিসি |
১৩. | ভারত | নিউ দিল্লি |
১৪. | ইরান | তেহরান |
১৫. | ইরাক | বাগদাদ |
১৬. | ইন্দোনেশিয়া | জাকার্তা |
১৭. | ইজরায়েল | জেরুজালেম |
১৮. | জর্ডান | আম্মান |
১৯. | জাপান | টোকিও |
২০. | কাজাখস্থান | আস্তানা |
২১. | দক্ষিণ কোরিয়া | সিউল |
২২. | উত্তর কোরিয়া | পিয়ং ইয়াং |
২৩. | কিরগিস্থান | বিশকেক |
২৪. | কুয়েত | কুয়েত সিটি |
২৫. | লেবানন | বৈরুত |
২৬. | লাউস | ভিয়েনতিয়েন |
২৭. | মিয়ানমার | নেপিডো |
২৮. | মঙ্গোলিয়া | উলানবাটোর |
২৯. | মালদ্বীপ | মালে |
৩০. | মালয়েশিয়া | কুয়ালালামপুর |
৩১. | নেপাল | কাঠমান্ডু |
৩২. | ওমান | মাস্টাট |
৩৩. | পাকিস্তান | ইসলামাবাদ |
৩৪. | ফিলিপাইন | ম্যানিলা |
৩৫. | কাতার | দোহা |
৩৬. | রাশিয়া | মস্কো |
৩৭. | সৌদি আরব | রিয়াদ |
৩৮. | শ্রীলঙ্কা | শ্রী জয়াবর্ধনপুর কোর্ট |
৩৯. | সিঙ্গাপুর | সিঙ্গাপুর |
৪০. | সিরিয়া | দামেস্ক |
৪১. | তাজিকিস্তান | দুশানবে |
৪২. | থাইল্যান্ড | ব্যাংকক |
৪৩. | তুর্কমেনিস্তান | আশগাবাত |
৪৪. | তুরস্ক | আঙ্কারা |
৪৫. | সংযুক্ত আরব আমিরাত | আবুধাবি |
৪৬. | উজবেকিস্তান | তাসখন্ড |
৪৭. | ভিয়েতনাম | হ্যানয় |
৪৮. | ইয়ামেন | সানা |
৪৯. | ফিলিস্তিন |
এশিয়া মহাদেশ: সংক্ষিপ্ত বিবরণ
জনসংখ্যা | ৪৭৫,৮৯৯৩,৭৬১ |
আয়তন | ৪,৪৫,৭৯,০০০ কিমি² |
জিডিপি | $৬৩.৩৫ ট্রিলিয়ন |
দেশ | ৪৯ টি |
ভাষা সংখ্যা | ২২০০ টি |
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ
আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। এই মহাদেশের মোট আয়তন ১৭,০৯৮,২৪২ বর্গ কিলোমিটার। রাশিয়ার রাজধানী মস্কো এবং দেশের মোট জনসংখ্যা ১৪৬,১২০,৩৪৬। জনসংখ্যার বিচারে রাশিয়া বিশ্বের ৯ নম্বর স্থানে রয়েছে। বছরে প্রায় আট মাস রাশিয়া বরফ দ্বারা ঢাকা থাকে, সারা বছরই শীতের প্রভাব লক্ষ্য করা যায়।
এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ
মালদ্বীপ হলো এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ আয়তনে। মালদ্বীপের মোট আয়তন ২৯৭ বর্গ কিলোমিটার। মালদ্বীপের মোট জনসংখ্যা ৫ লক্ষ ৬৮ হাজার। ১৯৬৫ সাল থেকে মালদ্বীপ একটি স্বাধীন রাষ্ট্র। ভারত ও বিদেশী পর্যটকদের জন্য মালদ্বীপ একটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ স্থান, প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক এই অঞ্চলে আসেন তাদের ছুটি কাটানোর জন্য।
এশিয়া মহাদেশের জনবহুল দেশ
ভারত বর্তমানে এশিয়া মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ, বর্তমানে ভারতের মোট জনসংখ্যা ১৪২ কোটি। ভারতবর্ষের প্রধান ভাষা হিন্দি ও এখানকার অধিকাংশ জনসংখ্যা হিন্দু ধর্মাবলম্বন করে। এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ হওয়ার সঙ্গে ভারত বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের পরিণত হয়েছে। জনসংখ্যার বিচারের দ্বিতীয় স্থানে রয়েছে চীন।
এশিয়া মহাদেশের জনবিরল দেশ
সবচেয়ে ছোট দেশ হওয়ার সঙ্গে মালদ্বীপ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ বা জনবিরল দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় ৫ লক্ষ এবং জনসংখ্যার বিচারে মালদ্বীপ বিশ্বের ১৭৫ তম দেশ।
পূর্ব এশিয়ায় কয়টি দেশ আছে
পূর্ব এশিয়া মহাদেশে অবস্থিত দেশ গুলি হল চীন, হংকং, জাপান, ম্যাকাও, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান। এই দেশগুলোকেই প্রধানত পূর্ব এশিয়ার দেশ বলা হয়ে থাকে যেগুলির মধ্যে আয়তনের পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ হলো চীন।
আজকের এই নিবন্ধে আমরা এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি সম্বন্ধে বিস্তারিত জানলাম। এই নিবন্ধ থেকে পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীরা তাদের জেনারেল নলেজ প্রশ্ন উত্তর খুব সহজেই পেয়ে যাবে যেগুলি চাকরি পরীক্ষা ও পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের নিবন্ধের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব, শেয়ারচ্যাট ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
- আরো পড়ুন, আয়তনে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কি
- আরো পড়ুন, আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্য কি
প্রশ্ন উত্তর পর্ব: এশিয়া মহাদেশের মোট দেশ কয়টি
বর্তমানে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি?
৪৮ স্বাধীন রাষ্ট্র ও ১ রাষ্ট্র বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।
এশিয়া মহাদেশের মোট আয়তন কত?
৪৪,৫৭৯,০০০ কিমি² বর্তমানে এশিয়া মহাদেশের মোট আয়তন, যার ফলে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশে পরিণত হয়েছে।
এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা কত?
৪৭৫ কোটি জনসংখ্যা রয়েছে এশিয়া মহাদেশে, পৃথিবীর মোট জনসংখ্যার ৬০% মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে।
এশিয়া মহাদেশ পৃথিবীর কত শতাংশ?
পৃথিবীর মোট স্থলভাগের ৩০% ভূপৃষ্ঠ এশিয়া মহাদেশের অধীনে রয়েছে।
পশ্চিম এশিয়ার দেশে গুলির নাম কি?
আজারবাইজান, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, দক্ষিণ ওশেতিয়া, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ইত্যাদি দেশগুলি পশ্চিম এশিয়ার অন্তর্গত।