ভারতের জন্য unlucky আম্পেয়ার। WTC ফাইনালে এবার কি বদলাবে ভারতের ভাগ্য

হ্যাঁ আনলাকি আম্পিয়ার কথাটা হয়তো আগে শুনেননি কিন্তু এখন শুনতে হচ্ছে। এমনই একটা চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে এসেছি আজ যা শুনলে আপনিও অবাক হবেন। এমন একজন আম্পায়ার যিনি মাঠে থাকলে ভারত ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ হারে। পরিসংখ্যানটা শেষ ৮ বছরের, ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত ভারত t20, ওডিআই ক্রিকেটে যতগুলি টুর্নামেন্টের ফাইনাল এবং সেমিফাইনালে উঠেছে সবগুলি পরাজিত হয়েছে।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনাল এই সব কটি ম্যাচেই অনফিল্ড আম্পায়ার ছিল রিচার্ড কেটলবরো এবং যে ম্যাচগুলি ভারত কাকতালীয়ভাবে পরাজিত হয়েছে।

তবে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জন্য সুখবর। এবার আর কোন ফিল্ড আম্পায়ারের ভূমিকা নেই রিচার্ড কেটলবরো। তবে তিনি ফাইনালে থাকবেন তৃতীয় আম্পায়ার অর্থাৎ টিভি আম্পায়ারের ভূমিকায়। অন ফিল্ড আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। এই ঘটনা প্রথমবার সামনে আসে যখন ওয়াসিম জাফর তার সোশ্যাল মিডিয়ায় নিতান্তই মজার ছলে আইসিসিকে অনুরোধ করে WTC ফাইনালে জেন রিচার্ড কেটলবরো কে না রাখা হয়।

আরো পড়ুন- অভিষেকের পরের ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হল এই ইংলিশ ক্রিকেটার

আইসিসি সম্প্রতি WTC ফাইনালের অ্যাম্পিয়ারের সূচি প্রকাশ করার পর ওয়াসিম জাফর সস্তি পেয়েছে। টুইটারে একটি মজার টুইট করেন তিনি,

Twitter source- Wasim jaffer

WTC ফাইনাল আম্পায়ারের তালিকা

অনফিল্ড আম্পায়ার- রিচার্ড ইলিংওর্থ, মাইকেল গফ।
টিভি আম্পেয়ার- রিচার্ড কেটলবরো
চতুর্থ আম্পায়ার- অ্যালেক্স হোয়ার্ফ
ম্যাচ রেফারি- ক্রিস ব্রড

“ভারতের জন্য unlucky আম্পেয়ার। WTC ফাইনালে এবার কি বদলাবে ভারতের ভাগ্য”-এ 1-টি মন্তব্য

Leave a Reply