UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩

UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩: ইউপি বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩ এপ্রিল ২০২৩-এ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর ক্লাস ১০ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ১৮ জুন দুপুর ২ টায়। UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩ এর ফলাফল দেখা যাবে দুটি ওয়েবসাইটের মাধ্যমে যেগুলি হল www.upmsp.edu.in / www.upresults.nic.in। আজকে নিবন্ধে আমরা জানবো উত্তরপ্রদেশের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত। এই ধরনের বিভিন্ন তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা সর্বদাই এই ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি।

UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩ ওভারভিউ:

এক্সামিনেশন বোর্ডউত্তর প্রদেশ মাধ্যমিক শিক্ষা পর্ষদ
শিক্ষাবর্ষ২০২২-২০২৩
পরীক্ষাUP বোর্ড ক্লাস ১০ পরীক্ষা ২০২৩
UP বোর্ড ক্লাস ১০ ২০২৩ পরীক্ষার তারিখ ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৩
ইউপি বোর্ড ক্লাস ১০ ফলাফলের তারিখএপ্রিল ২০২৩ দ্বিতীয় সপ্তাহ
ফলাফলের অবস্থাশীঘ্রই উপলব্ধ
অফিসিয়াল ওয়েবসাইটwww.upmsp.edu.in / www.upresults.nic.in

UP বোর্ড ক্লাস ১০ ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি ১৬ তারিখে। এই পরীক্ষা চলেছে গত ৩ মার্চ ২০২৩ পর্যন্ত। ইউপি বোর্ড ক্লাস টেন প্র্যাক্টিক্যাল পরীক্ষা হয়েছিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, থিওরি পরীক্ষার ঠিক আগেই। ২০২৩ এ ইউপি বোর্ড ক্লাস টেন পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১,১৬,৪৫৮ জন। উত্তরপ্রদেশ বোর্ডের তরফ থেকে ক্লাস ১০ পরীক্ষা এর মডেল পেপার প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। ২০২৩ সালের প্রত্যেকটি বিষয়ের উপরে মডেল পেপার ছাত্র-ছাত্রীরা পেতে পারেন www.upmsp.edu.in এই ওয়েবসাইটের মাধ্যমে।

UP বোর্ড ক্লাস ১০ অ্যাডমিট কার্ড ২০২৩:

ইউপি বোর্ড ক্লাস ১০ এডমিট কার্ড ২০২৩ সালের ফেব্রুয়ারিতে UPMSP দ্বারা অনলাইনে প্রকাশ করা হয়েছিল। UPMSP এর অফিসিয়াল ওয়েবসাইটে এডমিট কার্ডটি উপলব্ধ। UPMSP এডমিট কার্ডে ২০২৩ সালে ছাত্রদের নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র বিশদ বিবরণ ইত্যাদি উল্লেখ রয়েছে। শিক্ষার্থীরা তাদের নিজে নিজে স্কুল থাকে ইউপি বোর্ডের ক্লাস ১০ পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।

UP বোর্ড ক্লাস ১০ সিলেবাস ২০২৩:

UPMSP ঘোষণা করেছে যে ইউপি বোর্ড ক্লাস ১০ পরীক্ষায় সিলেবাসে ৩০ শতাংশ কাট ধরে রেখেছে এবং ক্লাস টেনের সিলেবাস গত বছরের মতোই ছিল। ছাত্রদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ২০২২-২৩ সালের পুরো ইউপি বোর্ড ক্লাস ১০ সিলেবাস সঠিক সময় সম্পূর্ণ করতে পেরেছে এবং রিভিশনের জন্য যথেষ্ট সময় পেয়েছে তারা। ইউপি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার প্যাটার্ন শিক্ষার্থীদের সাথে ভাগ করে নেওয়া হবে এবং গুরুত্বের উপরে ভিত্তি করে গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচনা করে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করবে।

Read More, Bihar Bord 10th Result 2023

Read More, পশ্চিমবঙ্গ NMMS result 2023

UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩:

নিম্নলিখিত নিবন্ধন আমরা জানবো ইউপি বোর্ড ক্লাস ১০ এর রেজাল্ট কিভাবে চেক করা যায় অনলাইন মাধ্যমে। ইউপি বোর্ড ক্লাস ১০ রেজাল্ট যাচাই করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করুন।

  • ক্লাস ১০ রেজাল্ট জানার জন্য প্রথমে আপনাকে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট যেমন www.upmsp.edu.in / www.upresults.nic.in
  • আপনার এডমিট কার্ড ২০২৩ এর প্রদর্শিত আপনার হাই স্কুল এর ক্লাস ১০ রোল নম্বরটি লিখতে হবে
  • এরপর আপনাকে ক্লিক করতে হবে ‘Get UP Board 10Th Result 2023’ অপশনটিতে
  • এখানে ক্লিক করার পরে আপনার সামনে প্রদর্শিত হবে ক্লাস ১০ মার্কশিট যেখানে দেয়া থাকবে গ্র্যান্ড টোটাল, চূড়ান্ত ফলাফল ইত্যাদি সকল বিষয়গুলি বিস্তারিতভাবে
  • UPMSP ক্লাস ১০ মার্কশিট প্রিন্ট আউট করে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্স হিসাবে। এই প্রিন্ট আউট ভবিষ্যতে কলেজে ভর্তির ক্ষেত্রে প্রয়োজন হবে যতদিন না পর্যন্ত মূল মার্কশিট বোর্ডের তরফ থেকে জারি করা হচ্ছে।


কখন ইউপি ক্লাস ১০ ডেট শিট ২০২৩ ঘোষণা করা হবে?

উত্তরপ্রদেশ বোর্ড হাই স্কুল পরীক্ষা ২০২৩ ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে

UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩ কবে প্রকাশিত হবে?

UP বোর্ড রেজাল্ট ক্লাস১০ ২০২৩ এপ্রিল ২০২৩ এর মধ্যে ঘোষণা করা হবে

UP বোর্ড ক্লাস ১০ ২০২৩ পাস মার্ক কত?

ইউপি বোর্ড ক্লাস টেন ২০২৩ পরীক্ষায় পাশ করার জন্য নূন্যতম নম্বর ৩৩

UP বোর্ড রেজাল্ট ক্লাস ১০ ২০২৩ যাচাই করার ওয়েবসাইটগুলি কি?

ইউপি বোর্ড ফলাফল ২০২৩ জানা যাবে শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটগুলি হলো www.upmsp.edu.in / www.upresults.nic.in

Leave a Reply