UPSC নিয়োগ ২০২৩: সাইন্টিস্ট, ইঞ্জিনিয়ার, অফিসার, অনলাইন আবেদন

UPSC নিয়োগ ২০২৩: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ইঞ্জিনিয়ার, সাইন্টিস্ট, অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে অনলাইনে আবেদন করতে হবে ১৫ জুন তারিখের পূর্বে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যারা আবেদনের যোগ্য তাদেরকে বলা হচ্ছে বয়স, বেতন, শূন্য পদের বিবরণ, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিশদে দেখে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন ও সরাসরি আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

নিয়োগUPSC
বিভাগসরকারি সংস্থা
পোস্টইঞ্জিনিয়ার, সাইন্টিস্ট, অফিসার
শূন্যপদ২০
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ১৫ জুন ২০২৩
ওয়েবসাইটwww.upsc.gov.in

UPSC নিয়োগ ২০২৩: তারিখ

আবেদন শুরু27-05-2023
আবেদন শেষ15-06-2023

UPSC নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ

পদশূন্য পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি)
জুনিয়র রিসার্চ অফিসার
সার্ভেয়ার
স্পেশালিস্ট
সাইন্টিস্ট ইলেকট্রিক্যাল
মোট২০

UPSC নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে থাকতে হবে মাইনিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, পেট্রোলিয়াম ইত্যাদি বিষয় সঙ্গে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি)- মেকানিক্যাল বিভাগে ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে থাকতে হবে সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র রিসার্চ অফিসার- মাস্টার ডিগ্রী সম্পূর্ণ থাকতে হবে স্ট্যাটিসটিকস/ অপারেশন রিসার্চ/  ম্যাথমেটিক্স/ ইকোনোমিক/ সাইকোলজি ইত্যাদি যেকোনো একটি বিষয়ে।

সার্ভেয়ার- নাভাল আর্কিটেকচারে ডিগ্রী সম্পন্ন থাকতে হবে সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা।

স্পেশালিস্ট- MBBS, পোস্ট গ্রাজুয়েট সম্পূর্ণ করে থাকতে হবে স্পেশালিটি, সুপার স্পেশালিটি বিভাগে সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সাইন্টিস্ট ইলেকট্রিক্যাল- ফিজিক্সে মাস্টার ডিগ্রী সম্পূর্ণ থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করে থাকতে হবে।

UPSC নিয়োগ ২০২৩: বয়স

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার৩৫
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি)৩০
জুনিয়র রিসার্চ অফিসার৩০
সার্ভেয়ার৩০
স্পেশালিস্ট৪০
সাইন্টিস্ট ইলেকট্রিক্যাল৩০

UPSC নিয়োগ ২০২৩: বেতন

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার47600 – 151100
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি)পে কমিশন 7
জুনিয়র রিসার্চ অফিসার44900 – 142400
সার্ভেয়ারপে কমিশন 11
স্পেশালিস্ট67700 – 208700
সাইন্টিস্ট ইলেকট্রিক্যালপে কমিশন 10

UPSC নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

UPSC নিয়োগ ২০২৩: আবেদন মূল্য

জেনারেল, ওবিসি- ২৫ টাকা
SC, ST, PWD- কোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এই www.upsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।
  • এরপর হোম পেজ থেকে আপনাকে অনলাইন রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
  • সেখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন এবং apply now করবেন।
  • এরপর মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে রেজিস্টার করবেন।
  • রেজিস্টার হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এই আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগইন করে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • আবেদনমূল্য প্রদান করে ফর্মটি একবার সম্পূর্ণ রিভিউ করে নেবেন।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE

মন্তব্য করুন