বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন বিরাট কোহলি। টুইট করল আইসিসি

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন বিরাট কোহলি। টুইট করল আইসিসি

সারা বিশ্বে প্রথম কোন ক্রিকেটার রূপে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার হলো ভারতের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির।

এখনো পর্যন্ত ক্রিকেট জগতের কোন খেলোয়ারের এই নজির ছিলনা, ক্রিকেটার হিসেবে বিরাট বর্তমানে সারাবিশ্বে যথেষ্ট জনপ্রিয় ফলে তার অনুসরণকারির সংখ্যাও প্রচুর। তারই প্রতিফলন এই ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
  • বিরাট কোহলি বর্তমানে ২৩ নম্বরে রয়েছে সারা বিশ্বের ইনস্টাগ্রাম ফলোয়ারের দিক দিয়ে।
  • খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসি ও নেইমার জুনিয়ারের পরেই বিরাট কোহলির নাম আছে ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার হিসেবে।
  • বর্তমানে ভারতের নাম্বার-১ সেলিব্রেটি ইনস্টাগ্রাম ফলোয়ারের দিক দিয়ে।
  • ফলোয়ারের সংখ্যায় কোহলির পর ভারতীয় হিসেবে যে নামটা আছে সে হলো প্রিয়াঙ্কা চোপড়া। তার ফলও সংখ্যা ৬০ মিলিয়ন।

ইনস্ট্রাগ্রামে এই কৃতিত্ব ছাড়াও ব্র্যান্ড ভ্যালুয়েশনের দিক দিয়ে ২০২০ সালের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটির তকমা বিরাট কোহলি অর্জন করেছে।

আরো পড়ুন- আইপিএলের এই খেলোয়াড় এখন বাস চালক। তিনি ধোনির অধীনে খেলেছেন

Sports person by Instagram follower
সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার, খেলোয়াড়দের মধ্যে
নামখেলার নামফলোয়ার
১. ক্রিস্টিয়ানো রোনালদোফুটবল266m
২. লিও মেসিফুটবল187m
৩. নেইমার জুনিয়রফুটবল147m
৪. বিরাট কোহলিক্রিকেট100m
৫. লেব্রন জেমসবাস্কেটবল80m
৬. ডেভিড বেকহ্যামফুটবল65m
৭. রোনালদিনহোফুটবল53m
৮. জেমস রদ্রিগেজফুটবল46m
৯. মার্সেলো জুনিয়রফুটবল46m
১০. গ্যারেথ বেলফুটবল43m
Sports person by Instagram follower

Twitter source- @ICC (ICC)

বর্তমানে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। ৪ টেস্ট ম্যাচের সিরিজে কোহলির ভারত ২-১ এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্ট শুরু হবে ৪ই মার্চ থেকে আমেদাবাদে, যা খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট ম্যাচ হতে চলেছে ভারতের জন্য।

Previous articleএবার সিনেমাতে হরভজন সিং। মুক্তি পেল ছবির টিজার
Next articleএ বছরের তৃতীয় স্পেসওয়াক সম্পন্ন করল নাসার দুই নভোচারী
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply