আবারো একটি করোনা রিলিফ ক্যাম্প চালু করলেন বিরাট কোহলি

বর্তমান ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আবারো সাহায্যের জন্য এগিয়ে এলো। করোনা অতিমারির বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবার আরো একটি রিলিফ ক্যাম্প চালু করল বিরাট কোহলি। তবে এই রিলিফ ক্যাম্পটি সারা পৃথিবীব্যাপী যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা এখানে যুক্ত হয়েছে। যেমন ব্রাজিলের নেইমার, সুয়ারেজ, বিরাট কোহলি, কে এল রাহুল ইত্যাদি।

“Give India Fundraisers” নামে এই রিলিফ ক্যাম্পটি চালু করা হয়েছে। যদিও সংস্থার তরফে এই সেলিব্রেটিরা কত টাকা অনুদান দিয়েছে তার উল্লেখ করা হয়নি। ১০ কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই রিলিফ ফান্ডে এবং ভারতের প্রত্যেক আক্রান্ত পরিবারকে ৩০,০০০ টাকা দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থার দ্বারা।

আরো পড়ুন- শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠিয়ে অপমানিত করেছে ভারত- শ্রীলংকার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

ইনস্টাগ্রামে বিরাট কোহলি নিজেই এই খবরটি প্রকাশ করেছে, যে পোষ্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “কোভিড-১৯ এ প্রায় ২৫০,০০০ পরিবার তাদের পরিবারের আয় করা সদস্য কে হারিয়েছে, যা তাদের জীবন জীবিকার উপর প্রভাব ফেলেছে। আজ, আমি কোভিড-১৯ দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য তহবিল সংগ্রহ করতে টিম ফর হিউম্যানিটিতে যোগদান করছি। আপনিও আমাদের সঙ্গে যোগদান করতে পারেন কিছু সাহায্য করে।”

তিনি আরো বলেছেন, “@give_india’s global fundraiser, এই পরিবারগুলিকে তাদের প্রয়োজনীয় সাহায্যের জন্য বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের একত্রিত করছে। সুতরাং, আমাদের সাথে যোগ দিন এবং আসুন আমরা সকলেই গুরুত্বপূর্ণ একমাত্র দলের হয়ে খেলি যেটা বর্তমানে দরকার।”

তবে এটিই প্রথম নয় বিরাট কোহলি কিছুদিন আগে তার স্ত্রী অনুষ্কা শর্মার সাথে ‘কিটো’ তে একটি রিলিফ ফান্ড আয়োজন করেছিলেন। যেখানে তাদের অর্থের লক্ষ্যমাত্রা ছিল ৭ কোটি, কিন্তু সেই ফান্ডে শেষ পর্যন্ত তারা ১১ কোটি টাকা তুলতে সক্ষম হয়। যার জন্য তারা দু-জনে সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ছিলেন।

মন্তব্য করুন