বিবাহের তিন বছর পর পুনরায় বিয়ে করলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিচ।

বিবাহ অনুষ্ঠিত হলো রাজস্থানের রাফেলস উদয়পুরে।

বিবাহে উপস্থিত অতিথিদের তালিকায় ছিলেন বিরাট কোহলি, কে.এল রাহুল এর মত তারকারা।

২৯ বছর বয়সী পান্ডিয়া ভারতের শীর্ষ ক্রিকেটারদের একজন। তিনি টি-টোয়েন্টি সিরিজে দেশের দলের অধিনায়ক।

৩০ বছর বয়সী স্ট্যানকোভিচ একজন রিয়েলিটি শো-তারকা।

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচ তাদের ছেলে অগস্তের সাথে।

পূর্বের কোর্ট বিবাহ খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, যে কারণে তারা নতুন করে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন।