IDBI ব্যাংকে নিয়োগ ২০২৩, পদ ১১৪ টি
অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে ১৫ ফেব্রুয়ারি
আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ ফেব্রুয়ারি, ২০২৩
কোন পোষ্টের জন্য নিয়োগ করা হবে?
- স্পেশালিস্ট অফিসার, ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা?
- শেষে দেওয়া লিংক থেকে বিশদে জানতে পারবেন।
বয়স কত লাগবে?
- ২৫ থেকে ৪৫
আবেদন মূল্য কত দিতে হবে?
GN/OBC- ১০০০
ST/SC- ২০০
আবেদনের শেষ তারিখ?
- ৩ মার্চ, ২০২৩
IDBI ব্যাংকে চাকরি ১১৪, শূন্যপদ, যোগ্যতা, শেষ তারিখ দেখে নিন
CLICK HERE FOR MORE DETAILS
কেনো সরোজিনী নাইডুর জন্মদিনে জাতীয় নারী দিবস পালন করা হয়?
READ MORE.....