পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: শূন্যপদ ১৪২০

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর কারণ পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে মোট ১৪২০ টি কনস্টেবল পদে নিয়োগ হতে চলেছে। যারা ডিফেন্স লাইনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ, শূন্য পদের বিবরণ, যোগ্যতা, আবেদন মূল্য ইত্যাদি বিষয় জানার জন্য সম্পূর্ণ পোস্টটি পড়বেন। এছাড়া চাকরির অন্যান্য খবরের জন্য আমাদের ওয়েবসাইটফেসবুক পেজকে ফলো করুন।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩

নিয়োগপশ্চিমবঙ্গ পুলিশ
পোস্টকনস্টেবল
শূন্যপদ১৪২০
আবেদন পদ্ধতিঅফলাইন
স্থানপশ্চিমবঙ্গ
আবেদনের তারিখ২৩-০৪-২০২৩
শেষ তারিখ২২-০৫-২০২৩
ওয়েবসাইটwbpolice.gov.in

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ: তারিখ

KMC নিয়োগতারিখ
আবেদন শুরু২৩-০৪-২০২৩
আবেদন শেষ২২-০৫-২০২৩

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ: শূন্যপদের বিবরণ

পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৪২০ টি পদে নিয়োগ হবে, নিচের তালিকায় আপনারা শূন্য পদের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এছাড়া অফিসিয়াল নোটিফিকেশনে শূন্য পদের বিবরণ জাতীয় অনুযায়ী, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকটি পদ ভাগ করে দেওয়া আছে। নোটিফিকেশন আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন।

বিভাগশূন্যপদ
জেনারেল343
জেনারেল [EC]227
জেনারেল [HG]113
জেনারেল (Civic)71
জেনারেল (Sports)28
তফসিলি উপজাতি141
তফসিলি উপজাতি [EC]100
তফসিলি উপজাতি [HG]42
তফসিলি উপজাতি (Civic)29
তফসিলি জাতি28
তফসিলি জাতি [EC]29
তফসিলি জাতি [HG]14
তফসিলি জাতি (Civic)14
ওবিসি A57
ওবিসি A [EC]42
ওবিসি A [HG]29
ওবিসি A [Civic)14
ওবিসি B43
ওবিসি B [EC]28
ওবিসি B [HG]14
ওবিসি B (Civic)14
মোট1420

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী পাস করে থাকতে হবে।

মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: ভাষা

প্রত্যেক আবেদনকারীদের অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: বয়স

মহিলা পুলিশ কনস্টেবল ১৮ থেকে ৩০

মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: বেতন

মহিলা পুলিশ কনস্টেবল ২২৭০০ থেকে ৫৮৫০০

মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: আবেদন মূল্য

  • জেনারেল ১৭০
  • ওবিসি ১৭০
  • তপশিলি জাতি ২০
  • তফসিলি উপজাতি ২০

মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া

  1. লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে
  2. এরপর শারীরিক মাপঝোক
  3. শারীরিক সক্ষমতা পরীক্ষা
  4. ফাইনাল লিখিত পরীক্ষা
  5. ইন্টারভিউ

কিভাবে আবেদন করতে হবে?

  • প্রথমেই আবেদনকারী কে অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার পড়ে নেবেন।
  • এরপর আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে wbpolice.gov.in।
  • এরপর আপনাকে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে।
  • সেখান থেকে এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন।
  • আপনাকে নিজের মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দ্বারা রেজিস্টার করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইল ও মোবাইল নাম্বারে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন।
  • এরপর আপনি লগইন করবেন এবং ফর্ম টি সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • এরপর আপনাকে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • এরপর পাসপোর্ট সাইজ ছবি ও হস্তাক্ষর আপলোড করতে হবে।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে পুনরায় একবার ফর্মটি দেখে নেবেন।
  • এরপর আপনাকে আবেদনমূল্য দিতে হবে।
  • অবশ্যই মনে করে ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply