পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩: ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত এই পশ্চিমবঙ্গ রাজ্য, দিল্লির পূর্বে ভারতের প্রথম রাজধানী ছিল Calcutta/ক্যালকাটা যা এই রাজ্যে অবস্থিত যার বর্তমান নাম এখন কলকাতা

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩

এবার আসা যাক আজকের বিষয় পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩। ভারতবর্ষের প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়ে থাকে শেষবার আনুষ্ঠানিকভাবে ভারতের জনগণনা হয়েছিল ২০১১ সালে। ২০১১ সাল অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যের জনসংখ্যা ৯১,৩৪৭,৭৩৬ এবং ২০২৩ সালে পশ্চিমবঙ্গের আনুমানিক জনসংখ্যা ১০ কোটি ৪ লক্ষ্য।

পশ্চিমবঙ্গের জনসংখ্যার ইতিহাস

পশ্চিমবঙ্গের জনসংখ্যার ইতিহাস, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩
বছরজনসংখ্যা
১৯৪১২৩,২২৯,৫৫২
১৯৫১২৬,৩০০,০০০
১৯৬১৩৪,৯২৬,০০০
১৯৭১৪৪,৩১২,০০০
১৯৮১৫৪,৫৮১,০০০
১৯৯১৬৮,০৭৮,০০০
২০০১৮০,১৭৬,০০০
২০১১৯১,২৭৬,০০০

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০১১

২০১১ সালে শেষবার আনুষ্ঠানিকভাবে জনগণনা হয়েছিল ভারতে। ২০১১ সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্ববৃহৎ জনবহুল রাজ্যে পরিণত হয়।

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০১১, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩
পশ্চিমবঙ্গজনসংখ্যা
মোট৯১,২৭৬,১১৫
পুরুষ৪৬,৮০৯,০২৭
মহিলা৪৪,৪৬৭,০৮৮

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩

২০১১ সালের পর ২০২৩ সাল পর্যন্ত এখনো অনুষ্ঠানিকভাবে ভারতের জনগণনা সংঘটিত হয়নি। ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২০২৩ সালের পশ্চিমবঙ্গের আনুমানিক জনসংখ্যার তথ্য নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩, population of west bengal 2023 in bengali
পশ্চিমবঙ্গজনসংখ্যা (আনুমানিক)
মোট১০ কোটি ৪ লক্ষ্য
পুরুষ৫.১ কোটি
মহিলা৪.৯ কোটি

Population of West Bengal 2023 in Bengali

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ জেলা অনুযায়ী

NO.জেলাজনসংখ্যা ২০১১জনসংখ্যা ২০২৩ (আনুমানিক)
১.উত্তর চব্বিশ পরগনা১০০০৯৭৮১১ কোটি
২.দক্ষিণ চব্বিশ পরগনা৮১৬১৯৬১৯০ লাখ
৩.বর্ধমান৭৭১৭৫৬৩৮৫ লাখ
৪.মুর্শিদাবাদ৭১০৩৮০৭৭৮ লাখ
৫.পশ্চিম মেদিনীপুর৫৯১৩৪৫৭৬৫ লাখ
৬.হুগলি৫৫১৯১৪৫৬১ লাখ
৭.নদিয়া৫১৬৭৬০০৫৭ লাখ
৮.পূর্ব মেদিনীপুর৫০৯৫৮৭৫৫৬ লাখ
৯.হাওরা৪৮৫০০২৯৫৩ লাখ
১০.কলকাতা৪৪৯৬৬৯৪৪৯ লাখ
১১.মালদা৩৯৮৮৮৪৫৪৪ লাখ
১২.জলপাইগুড়ি৩৮৭২৮৪৬৪২ লাখ
১৩.বীরভূম৩৫০২৪০৪৩৮ লাখ
১৪.বাঁকুড়া৩৫৯৬৬৭৪৩৯ লাখ
১৫.উত্তর দিনাজপুর৩০০৭১৩৪৩৩ লাখ
১৬.পুরুলিয়া২৯৩০১১৫৩২ লাখ
১৭কোচবিহার২৮১৯০৮৬৩১ লাখ
১৮.দার্জিলিং১৮৪৬৮২৩২০ লাখ
১৯.দক্ষিণ দিনাজপুর১৬৭৬২৭৬১৮ লাখ

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ শহর অনুযায়ী

No.শহরজনসংখ্যা ২০১১জনসংখ্যা ২০২৩
১.আসানসোল৫৬৩,৯১৭৬.২ লাখ
২.অশোকনগর১২১,৫৯২১.৩ লাখ
৩.বহরমপুর১৯৫,২২৩২.১ লাখ
৪.বালি১৯৩,৩৭৩৩.২ লাখ
৫.বালুরঘাট১৫১,৪১৬১.৬ লাখ
৬.বাঁকুড়া১৩৭,৩৮৬১.৫ লাখ
৭.বাঁশবেড়িয়া১০৩,৯২০১.১ লাখ
৮.বারাসাত২৭৮,৪৩৫৩ লাখ
৯.বর্ধমান৩১৪,২৬৫৩.৪ লাখ
১০.ব্যারাকপুর১৫২,৭৮৩১.৭ লাখ
১১.বসিরহাট১২৫,২৫৪১.৪ লাখ
১২.বিধান নগর২১৫,৫১৪২.৪ লাখ
১৩.বনগাঁও১০৮,৮৬৪১.২ লাখ
১৪.চন্দননগর১৬৬,৮৬৭১.৮ লাখ
১৫.দার্জিলিং১১৮,৮০৫১.৩ লাখ
১৬.দমদম১১৪,৭৮৬১.২ লাখ
১৭.দুর্গাপুর৫৬৬,৭১৪৬.২ লাখ
১৮.হাবরা১৪৭,২২১১.৬ লাখ
১৯.হলদিয়া২০০,৮২৭২.২ লাখ
২০.হাওরা১,০৭৭,০৭৫১২ লাখ
২১.জলপাইগুড়ি১০৭,৩৪১১.২ লাখ
২২.কল্যাণী১০০,৫৭৫১.১ লাখ
২৩.কামারহাটি৩৩০,২১১৩.৬ লাখ
২৪.কাঁচরাপাড়া১২০,৩৪৫১.৩ লাখ
২৫.খড়গপুর২০৭,৬০৪২.৩ লাখ
২৬.কলকাতা৪,৪৯৬,৬৯৪৫০ লাখ
২৭.কৃষ্ণনগর১৫৩,০৬২১.৭ লাখ
২৮.মেদিনীপুর১৬৯,২৬৪১.৮ লাখ
২৯.নবদ্বীপ১২৫,৫৪৩১.৪ লাখ
৩০.নৈহাটি২১৭,৯০০২.৪ লাখ
৩১.পুরুলিয়া১২১,০৬৭১.৩ লাখ
৩২.রায়গঞ্জ১৮৩,৬১২২ লাখ
৩৩.রানিগঞ্জ১২৯,৪৪১১.৪ লাখ
৩৪.শান্তিপুর১৫১,৭৭৭১.৬ লাখ
৩৫.শিলিগুড়ি৫১৩,২৬৪৫.৬ লাখ
৩৬.উলুবেরিয়া২২২,২৪৬২.৪ লাখ

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ ধর্ম অনুযায়ী

স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গ একটি হিন্দু প্রধান রাজ্য ২০২৩ সাল অনুযায়ী, এই রাজ্যে ৬৮% হিন্দু, ৩০% মুসলিম এবং অন্যান্য জনজাতি ২% রয়েছে।

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ ধর্ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩
ধর্মজনসংখ্যা ২০১১জনসংখ্যা ২০২শতাংশ
হিন্দু ৬৪,৩৮৫,৫৪৬৭১ লাখ৭০%
মুসলিম২৪,৬৫৪,৮২৫২৭ লাখ২৭%
খ্রিস্ট ধর্ম৬৫৮,৬১৮৭ লাখ০.৭%
শিখ ধর্ম৬৩,৫২৩৭০ হাজার০.০৭%
বুদ্ধ ধর্ম২৮২,৮৯৮৩ লাখ০.৩%
জৈন ধর্ম৬০,১৪১৬৬ হাজার০.০৭%
অন্যান্৯৪২,২৯৭২.৫ লাখ০.২৫%
কোন ধর্ম নেই২২৮,২৬৭১০ লাখ১.০৩%

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ ভাষা অনুযায়ী

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ ভাষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩
ভাষাশতাংশ
বাংলা৮৬%
হিন্দী৭%
সাঁতালি২.৬%
ঊর্দু১.৮%
নেপালি১.২%
ওরাওঁ০.১৮%
ওড়িয়া০.১৭%

population of west bengal 2023 in bengali

পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩ বয়স অনুসারে

বয়সজনসংখ্যা
০-৪৭৩ লাখ
৫-৯৮২ লাখ
১০-১৪৯১ লাখ
১৫-১৯৯০ লাখ
২০-২৪৮৭ লাখ
২৫-২৯৭৯ লাখ
৩০-৩৪৬৮ লাখ
৩৫-৩৯৭০ লাখ
৪০-৪৪৬১ লাখ
৪৫-৪৯৫৩ লাখ
৫০-৫৪৪২ লাখ
৫৫-৫৯৩২ লাখ

এই ধরনের দেশ-বিদেশ সংক্রান্ত জনসংখ্যার তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Q&A:পশ্চিমবঙ্গের জনসংখ্যা ২০২৩

জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে?

– ভারতে জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান ৪ নম্বরে।

২০১১ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

– ৯ কোটি ১২ লক্ষ্য ৭৬ হাজার ১১৫

২০২৩ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত?

– ১০ কোটি ৪ লক্ষ্য (আনুমানিক)

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি?

– উত্তর চব্বিশ পরগনা, জনসংখ্যা ১ কোটি।

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবিরল জেলা কোনটি?

– দক্ষিণ দিনাজপুর, জনসংখ্যা ১৮ লাখ।

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল শহর কোনটি?

– কলকাতা, জনসংখ্যা ৫০ লাখ।

Previous articleস্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বেতন বিস্তারিত পড়ুন
Next articleSSC JE নিয়োগ 2023: শূন্যপদ, যোগ্যতা দেখুন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply