WhatsApp update: হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ এর ক্ষেত্রে আসতে চলেছে নতুন ৬টি আপডেট, জানালেন মার্ক জুকারবার্গ

WhatsApp update: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন বেশ কিছু ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ, নতুন ফিচারগুলি যুক্ত করা হবে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ এর ক্ষেত্রে।

ভারত তথা বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ, এই অ্যাপ্লিকেশনে যারা ইউজার আছেন তাদের একটি প্রয়োজনীয় ফিচার হলো হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ। যে সমস্ত ইউজাররা সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে মেসেজ টাইপ করতে পারেন না তাদের ক্ষেত্রে এই ফিচারটি বেশ উপযোগী। অডিও মেসেজ বা ভয়েস মেসেজ রেকর্ড করে খুব সহজেই বার্তা পাঠানো যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সম্প্রতি এই ফিচারের সাথে যুক্ত হতে চলেছে বেশ কিছু নতুন আপডেট। মূলত ইউজারদের জন্য ভয়েস ম্যাসেজকে আরও ব্যবহারউপযোগী করার জন্যই আপডেটগুলি যুক্ত করা হবে হোয়াটসঅ্যাপে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের ব্যবহারকারীরা এই নতুন আপডেট গুলো পেতে চলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে নতুন এই ফিচারগুলো রোলআউট করা শুরু হবে বলে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ এর ক্ষেত্রে নতুন কোন ফিচার যুক্ত করা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন-Motorola: ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নিয়ে আসছে মটোরোলা, জেনেনিন বিস্তারিত

হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ; নয়া ফিচারস:

মার্ক জুকারবাগ একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ এর ক্ষেত্রে ভয়েস মেসেজ চলাকালীন অন্য পেজে যেতে পারবেন ইউজাররা, অর্থাৎ পূর্বে ভয়েস মেসেজ শোনার জন্য সেই নির্দিষ্ট চ্যাট বক্স এ থাকতে হতো, নতুন এই ফিচারের এর সাহায্যে সেটি বদলাতে চলেছে, নির্দিষ্ট ইউজারের চ্যাট বক্সের বাইরেও ভয়েস মেসেজ শুনতে পারবেন ইউজাররা।

ভয়েস মেসেজ রেকর্ডিং এর ক্ষেত্রেও নতুন একটি ফিচার আসতে চলেছে, যার সাহায্যে ইউজাররা নিজেদের ইচ্ছামত রেকর্ডিং বন্ধ করে পুনরায় চালু করতে পারবেন, এর পূর্বে এই ফিচারটি হোয়াটসঅ্যাপে ছিল না।

ভয়েস মেসেজ রেকর্ড হওয়ার পর ইউজাররা কণ্ঠস্বর শব্দতরঙ্গের মাধ্যমে একটি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন পাবেন, ভয়েস রেকর্ডিং করার সময় এই ওয়েভফর্ম দেখতে পারবেন ইউজাররা।

ভয়েস মেসেজ শোনার ক্ষেত্রে নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে যেখানে ভয়েস মেসেজ চলাকালীন মাঝপথে বন্ধ করে দেওয়ার পরে পুনরায় আবার সেখান থেকে শুনতে পারবেন।

সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ এর ক্ষেত্রে যুক্ত করা হচ্ছে সেটি হলো ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি ইউজাররা একবার শুনে নিতে পারবেন যার সাহায্যে ইউজাররা কোনো ভুল হলে সেটি পুনরায় ঠিক করে নিতে পারবেন।

ভয়েস মেসেজ শুনার ক্ষেত্রে ইউজাররা ভয়েস মেসেজ এর স্পিড দুই গুণ পর্যন্ত বাড়াতে পারবেন, যেকোনো ভয়েস মেসেজ এর ক্ষেত্রে প্লেব্যাক স্পিড বাড়ানোর ফিচার যুক্ত করা হচ্ছে হোয়াটসঅ্যাপে।

Leave a Reply