WhatsApp Update: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হচ্ছে ভয়েস স্ট্যাটাস

WhatsApp Update: হোয়াটসঅ্যাপ নতুন বছরে নতুন আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে। জানতে পারা গিয়েছে এখন থেকে ভয়েস স্ট্যাটাসও শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে।

বিশ্বের অন্যতম ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্ম Whatsapp এর জনপ্রিয়তা অনেকটাই। ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশ গুলিতে হোয়াটসঅ্যাপ এর ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। সম্প্রতি whatsapp তাদের নতুন একটি আপডেটের কথা জানিয়েছে। হোয়াটসঅ্যাপ মেসেজের বিটা ভার্সনে নতুন এই আপডেটটি যুক্ত করা হয়েছে ইতিমধ্যেই। জানতে পারা গিয়েছে এই আপডেটের সাহায্যে ভয়েস মেসেজ শেয়ার করার মতো ভয়েস স্ট্যাটাস শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে।

Whatsapp এর বিটা ভার্সন ২.২২.২১.৫ ভার্সনটিতে নতুন একটি ফিচার সম্প্রীতি লক্ষ্য করা গিয়েছে, যারা হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহার করেন তারা স্ট্যাটাস সেকশনে গিয়ে ভয়েস নোট শেয়ারের নতুন একটি অপশন দেখতে পারবেন। এই ভয়েস স্ট্যাটাস কে শুনতে পারবেন এবং কে শুনতে পারবেন না তার জন্য আলাদা একটি অপশন যুক্ত করা হবে। শুধু তাই নয় স্ট্যাটাস শেয়ার এর আগে যদি আপনি কোন ভুল করেন সেটি সংশোধনেরও জায়গা দেবে হোয়াটসঅ্যাপ।

আরো পড়ুন -WhatsApp Scams: GIF ফাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ জালিয়াতি, এক ক্লিকেই তথ্য ফাঁস! কিভাবে বাঁচবেন?

Whatsapp এর নতুন যে আপডেটটির কথা জানানো হয়েছে সেই আপডেটের নাম দেয়া হয়েছে ভয়েস স্ট্যাটাস আপডেট (Voice Status Update)। এই ক্ষেত্রেও কোন প্লে বা পজ বাটন দেয়া হচ্ছে না হোয়াটসঅ্যাপের তরফ থেকে। এই ভয়েস নোট রেকর্ড করার সময় যদি আপনি whatsapp বন্ধ করে দেন তাহলে সেটা নিজে থেকেই সেভ হয়ে যাবে এবং পরে সেটিকে আলাদাভাবে এডিট করে আপনি স্ট্যাটাসে দিতে পারবেন পুনরায়। তবে এই ভয়েস স্ট্যাটাসের এর ক্ষেত্রেও থাকবে টাইম রেস্ট্রিকশন। ভয়েস নোটের জন্য সর্বাধিক সময় দেয়া হবে ৩০ সেকেন্ড পর্যন্ত এবং অন্যান্য স্ট্যাটাসের মতোই ২৪ ঘন্টা পরে এটি নিজে থেকে ডিলিট হয়ে যাবে যেমনটা ছবি ও ভিডিও ক্ষেত্রে হয়ে থাকে।

মন্তব্য করুন