এশিয়ার এক নম্বর ইউটিউবার কে ২০২৪

এশিয়ার এক নম্বর ইউটিউবার, ভারতের এক নম্বর ইউটিউবার: ইউটিউব জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লক্ষ লক্ষ লোক প্রত্যেকদিন নিজেদের সময় অতিবাহিত করছে। আর এই সমস্ত দর্শকদের নিজেদের সাবস্ক্রাইবার এ রূপান্তরিত করে ইউটিউবাররা অর্থ উপার্জন করছে। সেরকমই আজ কোন কোম্পানি বা সংস্থা নয় ব্যক্তিগত বিচারে এশিয়ার এক নম্বর ইউটিউবার কে, এশিয়ার এক নম্বর ইউটিউবারের সাবস্ক্রাইবার সংখ্যা কত, তিনি কত বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছেন ইত্যাদি বিষয় আলোচনা করব। আপনি আজকের এই নিবন্ধটিকে ভারতের এক নম্বর ইউটিউবার সম্বন্ধেও জানতে পারবেন কারণ বর্তমানে যিনি এশিয়ার এক নম্বর ইউটিউবার তিনি একজন ভারতীয়।

এশিয়ার এক নম্বর ইউটিউবার কে

বর্তমানে ভারত তথা এশিয়ার এক নম্বর ইউটিউবার হলেন “অজয় নগর” (Ajey Nagar), যার ইউটিউব চ্যানেলের নাম “ক্যারিমিনাটি“, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৪১ মিলিয়ন। অজয় নগর বা যাকে আমরা ইউটিউবে ক্যারিমিনাটি নামে পরিচিত তিনি ভারতের দিল্লির ফরিদাবাদের বাসিন্দা। তিনি ইউটিউবে পোস্ট ভিডিও তৈরি করার জন্য বিখ্যাত। ইউটিউব চ্যানেলটিতে তিনি বহু রোস্ট ভিডিও আপলোড করেছেন যা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। ক্যারিমিনাটি ছাড়াও তার আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি গেমিং ভিডিও আপলোড করেন ও গেমিং লাইভ স্ট্রিম করেন। ক্যারি মিনাটির গেমিং চ্যানেলটির নাম হল “ক্যারি ইজ লাইভ“। এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১২ মিলিয়ন

এশিয়ার এক নম্বর ইউটিউবার হাওয়ার গল্প

ইউটিউবে যারা কারিমাটিকে ফলো করে থাকবেন তারা অবশ্যই জানেন ক্যারিনাটি সবসময় রোস্ট ভিডিও বানাতে পছন্দ করেন এছাড়া Pubg গেম থাকাকালীন তিনি তার গেমিং চ্যানেল “ক্যারি ইজ লাইভে” প্রত্যেকদিন লাইভ স্ট্রিমিং করতেন যেখানে প্রায় লক্ষ লক্ষ দর্শক তার লাইভ স্ট্রিমিং দেখতে আসতো। তিনি তার গেমিং ভিডিওগুলিতেও অত্যন্ত হাস্যকর ও আকর্ষণীয় ভিডিও ভারতের যা দর্শকদের অত্যন্ত আকর্ষণ করত।

এশিয়ার এক নম্বর ইউটিউবার হওয়ার পেছনে ২০২০ সালে তৈরি তার একটি রোস্ট ভিডিওর অবদান সবচেয়ে বেশি, ভিডিওটির নাম ছিল “YouTube VS Tik Tok – The End“। যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন ভিডিওটি অসাধারণ একটি রোস্ট ভিডিও ছিল। ইউটিউবে ছাড়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটি অত্যন্ত ভাইরাল হয়ে যায় এবং ভিডিওটিতে লাইক এর সংখ্যা রেকর্ড সৃষ্টি করে। কিন্তু ইউটিউব ভিডিওটিকে ডিলিট করে দেয় তার চ্যানেল থেকে তার কারণে তারা বলে যে ভিডিওটি তাদের টার্মস এন্ড কন্ডিশনের বিরুদ্ধে। এর সঙ্গে তারা সাইবারবুলিং এর কারণ উল্লেখ করে। যদিও ওইটুকু সময়ের মধ্যে তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায়। এর কিছুদিন পরে তিনি আরো একটি ভিডিও আপলোড করেন ভিডিওটির নাম হলো “Yalgaar“। এই ভিডিওটিও অত্যন্ত ভাইরাল হয় যে ভিডিওতে বর্তমানে লাইক সংখ্যা ১৮ মিলিয়ন ও ভিডিওটিতে ভিউ সংখ্যা ৩৪৮ মিলিয়ন

এশিয়ার এক নম্বর ইউটিউবার ক্যারিমিনাটি

এশিয়ার এক নম্বর ইউটিউবার, ভারতের এক নম্বর ইউটিউবার, ক্যারিমিনাটি, এশিয়ার সবচেয়ে বড় ইউটিউবার, এশিয়ার No1 ইউটিউবার
নামঅজয় নগর
চ্যানেলের নামক্যারিমিনাটি
সাবস্ক্রাইবার সংখ্যা৪১ মিলিয়ন
চ্যানেলে মোট ভিউ৩৪০ কোটি+

অজয় নগরের গেমিং ইউটিউব চ্যানেল

চ্যানেলের নামক্যারি ইজ লাইভ
সাবস্ক্রাইবার সংখ্যা১২ মিলিয়ন
চ্যানেলে মোট ভিউ১,৪৬৮,৭২৭,০১২

ক্যারিমিনাটির কিছু তথ্য

নামঅজয় নগর
জন্মতারিখ১২ জুন ১৯৯৯
বয়স২৪
জন্মস্থানফরিদাবাদ, হরিয়ানা
বিদ্যালয়DPS, ফরিদাবাদ
কলেজপড়াশোনা করেননি
দেশভারত
ধর্মহিন্দু
বিবাহঅবিবাহিত

ক্যারিমিনাটির পরিবার

এশিয়ার এক নম্বর ইউটিউবার, ভারতের এক নম্বর ইউটিউবার, ক্যারিমিনাটি, এশিয়ার সবচেয়ে বড় ইউটিউবার, এশিয়ার No1 ইউটিউবার
বাবার নামবিবেক নগর
মায়ের নামঅজানা
ভাইয়ের নামইয়াশ নগর বা উইলি ফ্রেন্ডশি

অজয় নগরের ক্যারিমিনাটি হওয়ার গল্প

ক্যারিমিনাটি যাকে হয়তো ভারতের তরুণ জগত এক ডাকে চেনে কিন্তু ২০০৮-০৯ সালে যখন তিনি প্রথম ইউটিউব শুরু করেছিলেন তখন তাকে কেউ চিনতেনা। হ্যাঁ ক্যারিমিনাটি বা অজয় নগর প্রথম youtube এ প্রবেশ করেছিলেন ২০০৮ সালে তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। সে সময় তিনি ইউটিউবে ফুটবলের টিউটোরিয়াল পোস্ট করতেন তার চ্যানেলের নাম ছিল “Stealth Fearzz”। কিন্তু তার এই চ্যানেলে দর্শকদের আকর্ষণ না থাকায় তিনি চ্যানেলটি বন্ধ করে দেন। এরপর ২০১৪ সালে তিনি আরো একটি ইউটিউব চ্যানেল খোলেন তার নাম ছিল “Addicted A1″। এই চ্যানেলটিতে তিনি গেম খেলতেন, গেমের কমেন্ট্রি করতেন, এর সঙ্গে শাহরুখ খান ও সানি দেওয়ালের গলায় নকল কমেন্ট্রি করতেন। কিন্তু এই চ্যানেলটিতেও সে ব্যর্থ হয়।

এরপর সে আরেকটি ইউটিউব চ্যানেল খোলে যার নাম ছিল “Leafyishere”। এই চ্যানেলে তিনি রোস্ট ভিডিও আপলোড করতেন ২০১৫ সালে তিনি তার চ্যানেলের নাম পরিবর্তন করে রাখেন “CarryDeol”। এরপরে তিনি আবারও চ্যানেলের নাম পরিবর্তন করেন, এবার তিনি চ্যানেলের নামকরণ করেন “CarryMinati”। যে চ্যানেল আজ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন।

ক্যারিমিনাটির ইউটিউবে টার্নিং পয়েন্ট

২০১৯ সালের তার ইউটিউব ক্যারিয়ারের সবচেয়ে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় যখন তিনি ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম কে নিয়ে রোস্ট ভিডিও তৈরি করে। তার ওই ভিডিওটি সেই সময় ইউটিউবে ভাইরাল হয়ে যায়। এছাড়া সেই বছরই “Bye PewDiePie”, “Trigger”, “Zindagi”, “Warrior” ইত্যাদি মিউজিক ভিডিও গুলি অত্যন্ত জনপ্রিয় হয় ইউটিউবে। ২০২০ সালে তিনি ইউটিউবে তরফ থেকে ডায়মন্ড প্লে বাটন পান।

ক্যারিমিনাটির জনপ্রিয় ডায়লগ
– To kaise hain aap log (তো ক্যাসে হে আপলোগ)

ক্যারিমিনাটির জনপ্রিয় ইউটিউব ভিডিও

  • Maggi Khao Body Bnao
  • Wildest Parties of India
  • Yalgaar
  • Ladkiyon ka best friend

ইউটিউব সংক্রান্ত অন্যান্য নিবন্ধের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

FAQ: ভারতের এক নম্বর ইউটিউবার

অজয় নগরের ইউটিউব চ্যানেলের নাম কি?

ক্যারিমিনাটি

ক্যারিমিনাটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত?

৪০ মিলিয়ন বা ৪ কোটি।

অজয় নগরের গেমিং ইউটিউব চ্যানেলের নাম কি?

ক্যারি ইজ লাইভ

ক্যারি ইজ লাইভ চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা কত?

১১.৬ মিলিয়ন বা ১.১৬ কোটি=

মন্তব্য করুন