বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩: নতুন পয়েন্ট সিস্টেম নিয়ে এল আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩: এবার নতুন পয়েন্ট সিস্টেম নিয়ে এলো আইসিসি। পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ WTC ২০২১-২৩ কোন দল জিতলে, টাই হলে, ড্র হলে বা পরাজিত হলে কত পয়েন্ট পাবে তারই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল আইসিসি। এখন থেকে প্রত্যেকটা দলের রেংকিং পার্সেন্টেজ এর উপর নির্ভর করে করা হবে।

WTC 2021-23: নতুন পয়েন্ট সিস্টেমে মোট ১২ পয়েন্ট থাকবে, যেখানে কোন দল ম্যাচ জয়ী হলে পুরো ১২ পয়েন্ট পাবে। ম্যাচ যদি টাই হয়ে যায় তবে ৬ পয়েন্ট পাবে দুটি দল। ম্যাচ যদি ড্র হয়ে যায় তবে ৪ পয়েন্ট পাবে দুটি দল। ম্যাচে পরাজিত হলে কোন পয়েন্ট পাওয়া যাবে না।

WTC 2021-23: নতুন পার্সেন্টেজ সিস্টেম
  • ১২ পয়েন্ট পেলে পার্সেন্টেজ ১০০ পাওয়া যাবে।
  • ৬ পয়েন্ট পেলে পার্সেন্টেজ ৫০ পাওয়া যাবে।
  • ৪ পয়েন্ট পেলে পার্সেন্টেজ ৩৩.৩৩ পাওয়া যাবে।
  • ০ পয়েন্ট পেলে পার্সেন্টেজ ০০.০০ পাওয়া যাবে।

আরো পড়ুন- দেখুন বিরাট অনুষ্কার মেয়ের ছবি। না চাইতেও শেয়ার করলেন তার ছবি

WTC 2021-23: প্রত্যেক সিরিজে কত পয়েন্ট থাকবে
  • ২ ম্যাচের টেস্ট সিরিজে ২৪ পয়েন্ট।
  • ৩ ম্যাচের টেস্ট সিরিজে ৩৬ পয়েন্ট।
  • ৪ ম্যাচের টেস্ট সিরিজে ৪৮ পয়েন্ট।
  • ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৬০ পয়েন্ট।
আইসিসির প্রকাশিত টুইট

Twitter source- @icc

WTC ফাইনাল ২০১৯-২১ সবেমাত্র শেষ হয়েছে যেখানে প্রথমবারের জন্য এই খেতাব জিতেছে নিউজিল্যান্ড। বর্তমানে আইসিসি টেস্ট রেংকিংয়ে নিউজিল্যান্ড ১ নম্বর স্থানে রয়েছে। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌরসুমে ৯ টি দল সর্বোচ্চ ৬ সিরিজ খেলবে। যেখানে ৩ টি ঘরের মাঠে ও ৩ টি বিদেশের মাটিতে সিরিজ খেলবে প্রত্যেকটি দল। ৩১ মার্চ ২০২১ দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিন রয়েছে সমস্ত সিরিজ সম্পূর্ণ করার জন্য।

মন্তব্য করুন