বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন ২০২৩

বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন ২০২৩: আজ আমরা এই নিবন্ধে জানবো বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন সম্পর্কে। হঠাৎ এই নিবন্ধটি লেখার কারণ হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রেলস্টেশন এর পরিবর্তন ঘটেছে। তাই আমাদের কাজ আপনাদের সবসময় আপডেট রাখা সঠিক তথ্য প্রদান করে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন কর্নাটক রাজ্যের শ্রী সিদ্ধরুধা রেলওয়ে স্টেশন, হুবল্লী বা যা আমরা হুবলি রেল স্টেশন নামে পরিচিত। সম্প্রতি রেজিস্টেশনটি কৃষ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নথিভুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন রূপে।

যদিও স্টেশন সম্পূর্ণ হবার পূর্বে এই রেকর্ড ভারতের হাতেই ছিল। হুবল্লী রেল স্টেশনের পূর্বে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরখপুর রেলস্টেশন ছিল বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কর্ণাটক রাজ্য সফরে গিয়ে এই হুবলি রেল স্টেশনের শুভ উদ্বোধন করেন। স্টেশন করতে কত খরচা হয়েছে, স্টেশনটির মোট দৈর্ঘ্য কত, স্টেশনটিতে কটি প্ল্যাটফর্ম রয়েছে ইত্যাদি বিষয় আপনার নিচে পড়তে পারেন।

বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন

১. হুবলি রেল স্টেশন (১৫০৭ মি)

হুবলি রেল স্টেশন, বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন

এই রেলস্টেশন টি ভারতের কর্ণাটক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হুবলি তে অবস্থিত। স্টেশনটি দক্ষিণ-পশ্চিম রেলওয়ে দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং এটি ভারতীয় রেলের অধীনে রয়েছে। এই স্টেশনটি ভাস্কো দা গামা, গুন্টাকাল, গামা বিভাগ, ব্যাঙ্গালোর-আরসিকেরে, হুবলি লাইন এর সঙ্গে যুক্ত রয়েছে।

হুবলি রেল স্টেশন করতে কত টাকা খরচ হয়েছে-

এই স্টেশনটি করতে মোট ২০ কোটি টাকা খরচা হয়েছে। রেল স্টেশনটি পুরনো স্টেশন কে রি-মডেল করে তৈরি করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন হুবলি এর দৈর্ঘ্য কত-

১৫০৭ মিটার, প্রায় দেড় কিলোমিটার লম্বা এই প্লাটফর্ম, স্টেশন থেকে একই প্লাটফর্মে দুই দিকে দুটি ট্রেন একসঙ্গে ছাড়তে পারে।

এই স্টেশনটিতে মোট ৮ টি প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে পাঁচটি প্ল্যাটফর্ম আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম গুলির মত অর্থাৎ একটির পর আরেকটি যেরকম থাকে। কিন্তু দীর্ঘ যে প্ল্যাটফর্মটি রয়েছে তার মধ্যে ১ এবং ৮ নম্বর প্ল্যাটফর্ম একসঙ্গে রয়েছে, এই প্রথমটির দৈর্ঘ্য সবচেয়ে বড়। যার কারণে স্টেশনটি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্টসে নিজের নাম তুলতে সক্ষম হয়েছে। স্টেশনটি কর্ণাটক রাজ্যের একদম মাঝখানে রয়েছে যেখান থেকে ব্যাঙ্গালোর ৪১০ কিমি, মুম্বাই ৪৬০ কিমি।
এবার আসুন দেখে নেওয়া যাক ভারতের অন্যান্য বৃহত্তম রেল স্টেশন গুলি।

২. গোরক্ষপুর রেলওয়ে স্টেশন (১৩৬৬ মি)

গোরক্ষপুর রেলওয়ে স্টেশন, বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন

বর্তমানে গোরক্ষপুর রেলস্টেশন ভারত কথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলস্টেশন। এই রেলস্টেশন টি উত্তর প্রদেশ রাজ্যের গোরক্ষপুর শহরে অবস্থিত। স্টেশনটি উত্তর-পূর্ব রেলওয়ে দ্বারা নিয়ন্ত্রিত ও ভারতীয় রেলের অধীনে রয়েছে। এই স্টেশনটি লখনৌ থেকে গোরক্ষপুর, গোরাখপুর-গোণ্ডা লুপ লাইন, মুজাফফরপুর গোরক্ষপুর মেন লাইন দ্বারা সংযুক্ত রয়েছে।

গোরক্ষপুর রেলওয়ে স্টেশনের দৈর্ঘ্য কত

এই রেলস্টেশনটির মোট দৈর্ঘ্য ১৩৬৬ মিটার। ২০০৯ সালে এইট স্টেশনটির পুন গঠনের কাজ শুরু হয় যা শেষ হয় ২০১৩ সালে এর পরই এটি বিশ্বের দীর্ঘতম রেল স্টেশনের তকমা পায়, তবে বর্তমানে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন।

উত্তর প্রদেশ রাজ্যের গোরক্ষপুর একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেখানে প্রত্যেকদিন হাজার হাজার লোক যাতায়াত করে। এই স্টেশনটি উত্তর প্রদেশকে বিহার, নেপাল, ঝাড়খন্ড অন্যান্য রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে।

৩. কোল্লাম রেলওয়ে স্টেশন, কেরালা (১১৮০ মি)

কোল্লাম রেলওয়ে স্টেশন, কেরালা, বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন

ভারত তথা বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেল স্টেশন হলো কোল্লাম রেলওয়ে স্টেশন। যা কেরালা রাজ্যে অবস্থিত, স্টেশনটি কেরালা রাজ্যের দ্বিতীয় ব্যস্ততম রেলস্টেশন। স্টেশনটি দক্ষিণ রেলওয়ে জোনের অধীনে রয়েছে। ১৯০৪ সালে প্রথম স্টেশনটি নির্মাণ হয়, এরপর সেখান দিয়ে প্রথমে মাল ট্রেন যাতায়াত করান হতো। এরপর ২০০১ সালে এই টেশনটি তে ইলেকট্রিক তার পাতা হয়, বর্তমানে প্রায় ২৩ হাজারেরও বেশি মানুষ রোজ এই স্টেশন টিকে ব্যবহার করে থাকে। এই স্টেশন টি থেকে তিরুবন্তপুরমের লাইনের যোগাযোগ রয়েছে, এছাড়া এখান থেকে চেন্নাই, বিশাখাপত্তনম, অনন্তপুরী ইত্যাদি স্থানে দূরপাল্লা ট্রেনের যোগাযোগ রয়েছে। এই স্টেশনটি থেকে বছরে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা আয় করে ভারতীয় রেলওয়ে।

৪. খড়গপুর রেলওয়ে স্টেশন, পশ্চিমবঙ্গ (১০৭২ মি)

খড়গপুর রেলওয়ে স্টেশন, পশ্চিমবঙ্গ, বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন

পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুর রেল স্টেশন ভারত তথা বিশ্বের চতুর্থ দীর্ঘতম রেল স্টেশন। স্টেশনটি চালু হয় ১৮৮৯-৯৯ সালে, স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত ভারতীয় রেলের অধীনে রয়েছে। ২০১৩ সালের পূর্বে এই খড়গপুর রেল স্টেশন দীর্ঘদিন ধরে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশনের স্বীকৃতি পেয়েছিল। ২০১৩ সালে গোরখপুর রেল স্টেশন পুনঃনির্মাণের পর বর্তমানে এটি বিশ্বের চতুর্থ দীর্ঘতম রেল স্টেশন।

৫. বিলাসপুর রেল স্টেশন, ছত্রিশগড় (৮০২ মি)

বিলাসপুর রেল স্টেশন ভারতের পঞ্চম দীর্ঘতম রেল স্টেশন যা ছত্রিশগড় রাজ্যে অবস্থিত। এই স্টেশনটির দৈর্ঘ্য ৮০২ মিটার, ২০০৩ সালে এই স্টেশনটির নির্মাণ করা হয়। স্টেশনটি দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে দ্বারা নিয়ন্ত্রিত। হাওড়া থেকে নাগপুর, হাওড়া থেকে মুম্বাই যাওয়ার পথে স্টেশনটি রয়েছে।

৬. ঝাঁসি রেলওয়ে স্টেশন উত্তর প্রদেশ  (৭৭০ মি)

উত্তর প্রদেশ রাজ্যের জার্সি রেলস্টেশন ভারতের অন্যতম জনবহুল রেলস্টেশন গুলির মধ্যে একটি। এই রেল স্টেশনটির মোট দৈর্ঘ্য ৭৭০মিটার এবং এটি ভারতের ষষ্ঠ দীর্ঘ রেলস্টেশন। এই স্টেশনটি যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা দ্বারা পরিপূর্ণ, যেমন রেস্টুরেন্ট, এয়ারকন্ডিশন ঘর, ওয়েটিং রুম ইত্যাদি।

৭. সোনেপুর রেলওয়ে স্টেশন, বিহার (৭৩৮ মি)

ভারতের সপ্তম দীর্ঘ রেল স্টেশনের নাম হল সোনেপুর রেল স্টেশন যা বিহার রাজ্যে অবস্থিত। এই স্টেশনটির মোট দৈর্ঘ্য ৭৩৮ মিটার। স্টেশনটি পূর্ব রেলওয়ে অন্তর্গত ভারতীয় রেলের অধীনে রয়েছে। স্টেশনটিতে মোট ৪ টি প্ল্যাটফর্ম ও ৮ টি রেল ট্রাক রয়েছে। এই স্টেশন থেকে বারাউনি, গোরখপুর, জয়নগর লাইন সংযুক্ত রয়েছে, এছাড়া এখান থেকে আপনি মুজাফফরপুর, হাজীপুর, যেতে পারবেন। দীঘা থেকে সোনেপুর একটি রেল সহ রোড ব্রিজ রয়েছে, অর্থাৎ একই ব্রিজের ট্রেন ও যানবাহন যেতে পারবে। এই ব্রিজ টি ভারতের অন্যতম লম্বা Rail cum road bridge বলা হয়ে থাকে।

৮. নবদ্বীপ ধাম রেল স্টেশন, পশ্চিমবঙ্গ (৭২০ মি)

ভারতের অষ্টম বৃহত্তম রেল স্টেশনের নাম হল নবদ্বীপ ধাম রেলস্টেশন পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এই স্টেশনটির মধ্যে দৈর্ঘ্য ৭২০মিটার, এটি হাওড়া থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত যা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।

এই ধরনের আকর্ষণীয় কারেন্ট অ্যাফেয়ার্স, টেকনোলজি, তথ্যপ্রযুক্তি সহ সরকারি যোজনা প্রকল্পের টাটকা খবর পেতে আমাদের ওয়েবসাইটফেসবুক পেজ কে অবশ্যই ফলো করুন।

Leave a Reply