WTC ফাইনাল: আগের দিনই ঘোষণা করা হলো ভারতের প্রথম ১১

১৮ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ভারতের প্রথম ১৫ জন সদস্যের দল ঘোষণা হওয়ার পরেও অনেকেই অনুমান করেছিলো ভারতের প্রথম একাদশ কি হবে। কিন্তু ফাইনাল শুরু হওয়ার আগের দিনই ভারতীয় দল ঘোষণা করেদিল তাদের প্রথম ১১ কি হতে চলেছে দেখে নিন।

ভারতের প্রথম ১১ WTC ফাইনালে
PicsArt 06 17 08.42.21 copy 1024x1024
 1. শুভমান গিল
 2. রোহিত শর্মা
 3. চেতেশ্বর পুজারা
 4. বিরাট কোহলি
 5. অজিঙ্কা রাহানে
 6. ঋষভ পন্থ
 7. রবীন্দ্র জাদেজা
 8. রবীচন্দ্রন অশ্বিন
 9. ইশান শর্মা
 10. মোহাম্মদ সামি
 11. জসপ্রিত ভোমরা

প্রত্যাশামতোই ভারত ৫ জন বোলার কে নিয়ে মাঠে নামছে। যদিও রবীন্দ্র জাদেজারবি অশ্বিন ব্যাট করতে সক্ষম। প্রথমে ভাবা হয়েছিল হনুমা বিহারি কে সুযোগ দেওয়া হবে। কিন্তু ভারতীয় দল তাদের সাজানো কম্বিনেশনে ফাইনালে খেলবে। অবশ্যই বর্তমান দিনে এটাই ভারতের সেরা টেস্ট দল। জয়ী দল অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করেছে এবং সম্প্রতি ভারতের মাটিতে ইংল্যান্ডকে পরাজিত করেছে।

মন্তব্য করুন