যুবশ্রী প্রকল্প আবেদন | Yuvashree Prakalpa in Bengali

যুবশ্রী প্রকল্প আবেদন, Yuvashree Prakalpa in bengali: আজ আমরা এই নিবন্ধে যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করা যায়, যুবশ্রী প্রকল্প দ্বারা পশ্চিমবঙ্গের যুবকরা কিভাবে লাভবান হতে পারে, যুবশ্রী প্রকল্পে কত টাকা ঢুকবে, কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য, যুবশ্রী প্রকল্পে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ইত্যাদি বিষয় আমরা আলোচনা করব। প্রত্যেক আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে আমাদের এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। অফিসার ওয়েবসাইটের লিংক আপনার নিচে পেয়ে যাবেন।

যুবশ্রী প্রকল্প আবেদন | Yuvashree Prakalpa in Bengali

যুবশ্রী প্রকল্প কি: এই প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য একটি আর্থিক সহায়তা করা। এই প্রকল্পটি ২০১৩ সালে প্রথম চালু করা হয় তার পশ্চিমবঙ্গের শ্রম বিভাগ দ্বারা। এই প্রকল্পর প্রধান লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে সহায়তা করা। যুবশ্রী প্রকল্প যুব উৎসাহ প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে ১ লক্ষ বেকার যুবকদের আর্থিক সহায়তা করা হয় প্রত্যেক বছর। এবার আসুন দেখে নিন আপনি কিভাবে এই রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন।

যুবশ্রী প্রকল্প আবেদন

প্রকল্পের ধরনসরকারি
প্রকল্পের নামযুবশ্রী প্রকল্প
রাজ্যপশ্চিমবঙ্গ
কে চালু করেমমতা ব্যানার্জি
কাদের জন্যপশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাবেকার, ১৮-৪৫ বছর
সুবিধা১৫০০ প্রতি মাস
ওয়েবসাইটemploymentbankwb.gov.in

যুবশ্রী প্রকল্প আবেদন: যোগ্যতা

  • আবেদনকারী কে বেকার হতে হবে।
  • আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে কম করে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে।
  • যদি আবেদনকারী রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনরকম সাহায্য পেয়ে থাকে তবে সে আবেদন করতে পারবে না।।
  • আবেদনকারী কে অবশ্যই ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • পরিবার থেকে কেবল একজনই এই প্রকল্পে আবেদন করতে পারবে।

কিভাবে যুবশ্রী প্রকল্প আবেদন করতে হবে

  • এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
  • প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে (employmentbankwb.gov.in)।
  • এরপর আপনাকে new employment job Seeker অপশনে ক্লিক করতে হবে
যুবশ্রী প্রকল্প আবেদন, Yuvashree Prakalpa in bengali
  • এরপরে আপনার সামনে একটি মেসেজ শো করবে যেখানে terms and condition লেখা থাকবে, পেজের নিচের দিকে বক্সের টিক মার্ক দেবেন এবং accept & continue অপশনে ক্লিক করবেন।
  • এর পরের পেজে আপনার সামনে একটি ফরম ওপেন হবে যেখানে আপনাকে আপনার নাম, বাবার নাম, কাস্ট, ঠিকানা, রাজ্য, জেলা, পিন কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে।
  • মনে রাখবেন লাল স্টারমার্ক দেওয়া অপশনগুলি আপনাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে।
যুবশ্রী প্রকল্প আবেদন, Yuvashree Prakalpa in bengali

এরপর পেজের নিচের দিকে আসলে আপনাকে শিক্ষাগত যোগ্যতার ফরমটি সম্পন্ন করতে হবে। যেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা, বোর্ড, বিষয়, কত সালে পাশ করেছেন, কত শতাংশ নম্বর পেয়েছেন এইগুলি দিতে হবে।

যুবশ্রী প্রকল্প আবেদন, Yuvashree Prakalpa in bengali

এর নিচের দিকে আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে।
এর নিচের দিকে শারীরিক পরিমাপ আপনাকে দিতে হবে, যেমন- উচ্চতা, ওজন, বুকের ছাতি।
এর পাশেই আপনি দেখতে পাবেন আপনার ছবি ও বায়োডাটা আপলোড করার অপশন রয়েছে।
এরপর আপনার কাছে জানতে চাওয়া হবে কাজের অভিজ্ঞতার কথা, আপনি যদি পূর্বে কোন কোম্পানি বা কাজ করে থাকেন তবে তার তথ্য দিতে পারেন।

যুবশ্রী প্রকল্প আবেদন, Yuvashree Prakalpa in bengali

এরপরে আপনার কাছে অন্যান্য তথ্য জানতে চাওয়া হবে যে রকম, বাসস্থানের প্রমাণ পত্র, আপনি কি নতুন জায়গায় কাজের জন্য যেতে চান, আপনি কি বিপিএল তালিকাভুক্ত ইত্যাদি।
এরপরে আপনি ক্যাপচা কোড সম্পূর্ণ করে নিচের দুটি বক্সে টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।

  • সাবমিট বাটনের ক্লিক করতেই আপনি পরের পেজে চলে আসবেন যেখানে আপনার ফর্ম ফিলাপ করা কিছু তথ্য লেখা থাকবে।
  • ওই পেজের নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন আপনাকে নাম ও জন্মতারিখের নথিপত্র আপলোড করতে বলা হচ্ছে।
  • দ্বিতীয় পয়েন্টে আপনাকে আপনার বাসস্থানের প্রমাণপত্র আপলোড করতে হবে।
  • তৃতীয় পয়েন্টে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট / মার্কশিট আপলোড করতে হবে।
  • PDF ফরম্যাটে আপনাকে তিনটি নথি আপলোড করতে হবে।
  • সবার শেষে আপনাকে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে যে পেজটি আসবে সেটিকে প্রিন্ট করে নেবেন।
  • এই প্রিন্ট পেজটি আপনাকে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে।

মনে রাখবেন ফ্রমটি সাবমিট করার পর আপনার নথিপত্র যাচাই করে কর্তৃপক্ষ আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে আইডি ও পাসওয়ার্ড পাঠাবে। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবারো এই ওয়েবসাইটে এসে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এই প্রকল্পে সব সময় আবেদন গ্রহণ হয় না, যুবশ্রী প্রকল্পে যখন আবেদন গ্রহণ শুরু হবে তখন আপনাকে আবেদন করতে হবে।

কি কি নথিপত্র লাগবে যুবশ্রী প্রকল্প আবেদন করতে

  1. এই প্রকল্পে আবেদন করতে নিম্নলিখিত নথিপত্র গুলি লাগবে।
  2. আধার কার্ড
  3. ভোটার কার্ড
  4. প্যান কার্ড
  5. ইনকাম সার্টিফিকেট
  6. ব্যাংক একাউন্ট নম্বর
  7. মাধ্যমিকের মার্কশিট
  8. উচ্চ মাধ্যমিকের মার্কশিট

যুবশ্রী প্রকল্পে কত টাকা ঢুকবে

আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের জন্য সিলেক্ট করা হয় তবে আপনি প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ১৫০০ টাকা করে পাবেন।

যুবশ্রী প্রকল্প আবেদন, Yuvashree Prakalpa in Bengali

কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার জানা দরকার

  • এ প্রকল্পে আবেদনের জন্য আপনাকে অবশ্যই employment exchange office এ নিজের নাম নথিভুক্ত করতে হবে যা আমরা উপরে আলোচনা করেছি।
  • যুবশ্রী প্রকল্প নিয়মিত পাওয়ার জন্য আপনাকে declaration form Annexure-III প্রতি ছ মাস অন্তর আপনার এসডি অফিসে গিয়ে জমা দিতে হবে। অন্যথায় আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। এই ফর্মটির সাথে আপনাকে বিগত ছয় মাসে আপনি যে বেকার রয়েছেন তার প্রমান দিতে হবে।
  • যুবশ্রী প্রকল্পের আবেদনের পর যদি কোন আবেদনকারী ফর্ম বাতিল হয়ে যায় তবে তার পরিবর্তে অন্য আবেদনকারীকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়।
  • মোট এক লক্ষ বেকার যুবকদের এই সুবিধা দেওয়া হয়।
  • এই প্রকল্পের ভাতা আপনার ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসের সরাসরি চলে আসবে।

যুবশ্রী প্রকল্প আবেদন | Yuvashree Prakalpa in Bengali

যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ তিনটি ফর্ম

Annexure-IClick Here
Annexure-IIClick Here
Annexure-IIIClick Here

যুবশ্রী প্রকল্পের যোগাযোগের মাধ্যম (Yuvashree Prakalpa helpline number)

  • আপনি আপনার নিকটবর্তী মহাকুমা অফিসে গিয়ে সহায়তা লাভ করতে পারেন।
  • এছাড়া Employment Bank এর হেল্পলাইন নাম্বার- 033-22376300
  • Employment Bank এর ইমেল আইডি- feedbackempbank@wb.gov.in

“যুবশ্রী প্রকল্প আবেদন | Yuvashree Prakalpa in Bengali”-এ 1-টি মন্তব্য

Leave a Reply