2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ঘোষণা হলো

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ঘোষণা হলো

ICC T20 CWC 2022: আগামী মাসের 16 অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। যা এবার আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। এবারের বিশ্বকাপে মোট 16 টি দল যোগদান করছে, যেখান থেকে সুপার-12 বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের সেরা কে বেছে নেওয়া হবে।

ইতিমধ্যে বিভিন্ন দেশ তাদের বিশ্বকাপের দল ঘোষণা করতে শুরু করে দিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে। নিচে দক্ষিণ আফ্রিকার সম্পূর্ণ দল এর নাম দেয়া হলো।

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল

2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল ঘোষণা হলো
  • টেম্বা বাভুমা (অধিনায়ক)
  • কুইন্টন ডি কক
  • হেনরিখ ক্লাসেন
  • রেজা হেনড্রিকস
  • কেশব মহারাজ
  • এইডেন মার্করাম
  • ডেভিড মিলার
  • লুঙ্গি এনগিডি
  • অ্যানরিচ নর্টজে
  • ওয়েন পার্নেল
  • ডোয়াইন প্রিটোরিয়াস
  • কাগিসো রাবাদা
  • রিলি রোসোউ
  • ত্রিস্তান শাবসি
  • ট্রিবিজ

আরো পড়ুন- আইসিসি ওয়ানডে রাঙ্কিং তালিকা ২০২২

Previous articleCat’s eye Nebula: আন্তর্জাতিক বিড়াল দিবসে নাসার নতুন উপহার
Next articleআইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী|icc t20 world cup 2022 time table in Bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply