বিসিসিআই বার্ষিক সাধারন সভার গুরুত্বপুর্ন কিছু সিদ্ধান্ত

বিসিসিআই বার্ষিক সাধারন সভা ২০২২: মুম্বাইতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে তাজ হোটেলে। ১৮ অক্টোবর আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম থেকেই এই সভার দিকে সবাই তাকিয়ে ছিল কারণ এই সভার পূর্বেই সংবাদমাধ্যমে খবর আসে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কে বিসিসিআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তার জায়গায় কাকে সভাপতি পদে মনোনীত করা হবে সেটা নিয়ে ধোঁয়াশা ছিল।

তবে প্রস্তাবিত নাম রাজার বিনীর নামেই সীলমোহর দেয়া হলো বিসিসিআইয়ের সভাপতি রুপে। ৬৭ বছর বয়সী রজার বিনি ভারতের হয়ে ২৭ টি টেস্ট ম্যাচ ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন এছাড়া বিসিসিআই সেক্রেটারি রূপে জয় শাহ কেই পুনরায় নির্বাচিত করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক ভোট পর্বের পরে কেমন হলো বিসিসিআইয়ের প্রশাসনিক কর্মকর্তারা।

বিসিসিআই বার্ষিক সাধারন সভা ২০২২

  • সভাপতি- রজার বিনি (কর্ণাটক)
  • সেক্রেটারি- জয় শাহ (গুজরাট)
  • সহ-সভাপতি- রাজীব শুক্ল (উওর প্রদেশ)
  • কোষাধক্ষ্য- আশিস শেলার (মহারাষ্ট্র)
  • যুগ্ম সেক্রেটারি- দেবজিত সাইকিয়া (আসাম)
  • আইপিএল চেয়ারম্যান- অরুণ ধুমল (হিমাচল প্রদেশ)

এছাড়া যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে

  • বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলে জেনারেল বডির একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন: এম-কে-জে মজুমদার।
  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিলে দুইজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন: অরুণ সিং ধুমাল ও অভিষেক ডালমিয়া।
  • ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক বাজেট জেনারেল বডি দ্বারা অনুমোদিত হয়েছে।
  • এছাড়া সভায় মহিলা আইপিএল আয়োজনের ছাড়পত্র দেয়া হয়েছে।

আরো পড়ুন- ভারত অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ- Highlights T20 World Cup 2022

আইসিসি চেয়ারম্যান পদ

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে বিসিসিআই কোন আইসিসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দেবে না। ফলে সৌরভ গাঙ্গুলীর নাম প্রস্তাবিত হওয়ার কোন জায়গা নেই। সৌরভ গাঙ্গুলী পুনরায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি রুপে ফিরে যেতে চলেছেন।

Leave a Reply