NASA: নাসার টেলিস্কোপে ধরা পড়লো মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ

NASA: মহাকাশে ঘটে যাওয়া এখনো পর্যন্ত সবচেয়ে উজ্জ্বল তারার বিস্ফোরণের ঘটনা চোখে পড়ল মহাকাশ বিজ্ঞানীদের। গত ৯ অক্টোবর বিস্ফোরণটি ঘটে, যা রেকর্ড করা হয়েছে নাসার টেলিস্কোপের সাহায্যে।

চলতি বছরের অক্টোবর মাসে গত ৯ তারিখ মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন টেলিস্কোপ দ্বারা রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ গুলির মধ্যে এটি একটি। নাসার তরফ থেকে একটি রিপোর্টে জানানো হয় মহাকাশের সবচেয়ে বড় গামা রশ্মি বিস্ফোরণ বা জিআরবি ঘটেছিল সেই দিন, যেটিকে বলা হয়েছে GRB 221009A। ঘটনাটি বেশ কয়েকটি টেলিস্কোপে ধরা পড়েছে বলেও জানিয়েছেন তারা এবং এখনো পর্যন্ত মহাকাশে বিস্ফোরণের ঘটনা যতগুলি রেকর্ড করা হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ এটি। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই বিস্ফোরণ।

একদল বিজ্ঞানীদের মতে এই বিস্ফোরণ মহাকাশের বিভিন্ন রহস্য উন্মোচন-এ সাহায্য করতে পারে, সুযোগ হয়ে উঠতে পারে মহাকাশে থাকা রহস্যময় ব্ল্যাক হোল এবং ডার্ক মেটার সম্পর্কে বিশেষ গবেষণা করার। এই GRB তৈরি হয়েছিল ২.৪ বিলিয়ন আলোকবর্ষ দূরে সাগিটা নক্ষত্রমন্ডলের একটি বড় নক্ষত্র একটি ব্ল্যাক সার্নোভাতে রূপান্তরিত হয়েছিল এবং ব্ল্যাক হলে পরিণত হয়েছিল সেই মুহূর্তে।

আরো পড়ুন -Ingenuity helicopter: মঙ্গল গ্রহে এলিয়েন! রহস্যময় ভিডিও ঘিরে চঞ্চল্য

নক্ষত্র মৃত্যুর কারণে তৈরি হওয়া এই গামা বিস্ফোরণটি সূর্যের আকারের চেয়ে বহুগুণ বড়। এই ধরনের বিস্ফোরণে তৈরি হওয়া গামা রশ্মি এবং এক্স রশ্মি নাসা তাদের ফার্মি  গণ-রে টেলিস্কোপের দ্বারা গ্রহণ করতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীরা বিস্ফোরণটিকে পর্যবেক্ষণ করে এও জানিয়েছেন বিস্ফোরণের ফলে নির্গত হওয়া কণাগুলি আলোর গতিতে চলতে পারে এবং এই কণা থেকে বের হয় এক্স রশ্মি এবং গামা রশ্মি। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো বিস্ফোরণটি ঘটেছে আজ থেকে ১.৯ বিলিয়ন বছর আগে। পৃথিবী থেকে ওই বিস্ফোরণের দূরত্ব এতটাই বেশি ছিল যে সেই আলো পৃথিবীতে পৌঁছাতে এত মিলিয়ন বছর সময় লেগেছে। এই বিস্ফোরণের ঘটনাটি সনাক্ত করতে নাসার ফার্মি টেলিস্কোপের প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল।

“NASA: নাসার টেলিস্কোপে ধরা পড়লো মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন