ভারত অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ- Highlights T20 World Cup 2022

ভারত অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ- Highlights T20 World Cup 2022

ভারত অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ খেলার জন্য ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে ভারতীয় দল। প্রস্তুতি রূপে অস্ট্রেলিয়া সঙ্গে প্রথম অনুশীলন ম্যাচ সম্পন্ন হয়েছে যা ভারত জয়লাভ করেছে ৬ রানে। দেখে নেওয়া যাক ভারত অস্ট্রেলিয়া প্রথম অনুশীলন ম্যাচের কিছু বিবরণ।

অনুশীলন ম্যাচে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, ঋষভ পান্ত, দীপক হুদা

অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন

টস- টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আরো পড়ুন- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সময়সূচী

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভারতীয় ইনিংস- ১৮৬/৭

ভারতীয় ব্যাটিংঅস্ট্রেলিয়া বোলিং
কে এল রহুল- ৫৭(৩৩)কেন রিচার্ডসন- ৪(৩০)
সূর্য কুমার যাদব- ৫০(৩৩)মিচেল স্টার্ক-১(২০)

অস্ট্রেলিয়া ইনিংস- ১৮০/১০

অস্ট্রেলিয়া ব্যাটিং ভারতীয় বোলিং
অ্যারন ফিঞ্চ- ৭৬(৫৪)মোঃ সামি- ৩(৪)
মিচেল মার্শ- ৩৫(১৮)ভুবনেশ্বর কুমার-২(২০)

ফলাফল- ভারত ম্যাচটি ৬ রানে জয়লাভ করেছে

Previous articleIngenuity helicopter: মঙ্গল গ্রহে এলিয়েন! রহস্যময় ভিডিও ঘিরে চঞ্চল্য
Next articleNASA: নাসার টেলিস্কোপে ধরা পড়লো মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply