Ingenuity helicopter: মঙ্গল গ্রহে এলিয়েন! রহস্যময় ভিডিও ঘিরে চঞ্চল্য

Ingenuity helicopter: মঙ্গল গ্রহে এলিয়েন! রহস্যময় ভিডিও ঘিরে চঞ্চল্য

Ingenuity helicopter: মঙ্গল গ্রহে আকাশে উড়ে বেড়ানো মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার হেলিকপ্টার এক চাঞ্চলময় ভিডিও পাঠিয়েছে সম্প্রতি। যে ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে চাঞ্চল্যের ঝড়। এক রহস্যময় সুতোর মতো বস্তু দেখতে পেয়েছেন নেটিজেনরা। অনেকেরই অনুমান এলিয়েন হতে পারে রহস্যময় বস্তুটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন (NASA) মঙ্গল গ্রহে প্রাণের সন্ধানে তাদের রোভার এবং ইনজেনুইটি হেলিকপ্টারটি পাঠিয়েছিল। মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে অবতরণের পর বিভিন্ন চাঞ্চল্যকর খবর অনবরত পাঠিয়ে চলেছে মহাকাশযানটি। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে গত সেপ্টেম্বর মাসেই। নাসা তাদের ইনজেনুইটি হেলিকপ্টারের ৩৩ তম ফ্লাইট সম্পন্ন করে, যেখানে তারা একটি রহস্যময় ঘটনা দেখতে পায়। রহস্যময় ঘটনাটি কি চলুন জেনে নেওয়া যাক।

ইনজেনুইটি হেলিকপ্টারটির চারটি পা রয়েছে অবতরণের জন্য, যে মুহূর্তে হেলিকপ্টারটির উড়ান চালু হয় ঠিক সেই সময় বিজ্ঞানীরা লক্ষ্য করেন একটি রহস্যময় বস্তু ঝুলে রয়েছে তাদের হেলিকপ্টারটির পায়ের সঙ্গে। রহস্যময় বস্তুটি দেখতে কিছুটা সুতোর মতো। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিশেষ জনপ্রিয় হওয়ার সাথেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক নেটিজেনরা মনে করছেন এলিয়েনরা হেলিকপ্টার পায়ের সাথে সুতো বেঁধে ঝুলে রয়েছে।

হেলিকপ্টারটিতে থাকা একটি নেভিগেশন ক্যামেরা থেকে ফুটেজটি রেকর্ড করা হয়েছে। ফুটেজটিতে দেখা গিয়েছে হেলিকপ্টারের পায়ের সাথে ঝুলে রয়েছে সুতোর মতো কোন একটা ধ্বংসাবশেষ। বিজ্ঞানীদের ধারণা এটি বিমানের ধ্বংসাবশেষ হতে পারে, এর পূর্বেও এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে।

আরো পড়ুন -জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: নয়া এলিয়েন গ্রহের সন্ধান পেল নাসা

ফুটেজ সম্পর্কিত পরবর্তী অনুসন্ধান থেকে জানা গিয়েছে হেলিকপ্টারে কোন ক্ষতি হয়নি তবে পারসিভেরান্স ও ইনজেনুইটি টিম ধ্বংসাবশেষের উৎসটি সম্পর্কে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে তাদের এই অনুসন্ধান সফলতা পাবে এমনই আশা করছেন তারা এবং এই মিশনের প্রধান লক্ষ্য মঙ্গল গ্রহে জীবনের চিহ্ন খুঁজে বের করা, বিজ্ঞানীরা এনিয়েও বেশ আশাবাদী।

Previous articleটি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: ইংল্যান্ডের দল ঘোষণা হলো
Next articleভারত অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ- Highlights T20 World Cup 2022
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply