বহুদিন ধরেই কার্তিক আরিয়ান খবরের শিরোনামে ঘুরছে। শুরুটা হয়েছিল করণ জোহারের প্রোডাকশন কোম্পানি ‘ধর্মা প্রোডাকশন’ যখন কার্তিক আরিয়ানকে সারা জীবনের জন্য ব্যান করেছিল। যার পেছনে ধর্মা প্রোডাকশন দাবি করে অপেশাদারিত্বের। যেখানে দোস্তানা-২ এর জন্য অভিনয় করছিলেন কার্তিক আরিয়ান।
পরবর্তীকালে শাহরুখ খানের কোম্পানি ‘রেড চিলিস’ এর একটি সিনেমা থেকে বাদ দেওয়ার খবরও সামনে আসে। যদিও এসব বিষয় প্রকাশ্যে একটিও কথা বলেননি এই বলিউড অভিনেতা। এবার কার্তিক আরিয়ানকে নতুন একটি সিনেমায় দেখা যাবে যার নাম, ‘সত্যনারায়ন কি কথা‘। এই সিনেমার প্রডিউসার হলেন সাজিদ নাদিয়াওয়ালা এবং এটি ‘সাজিদ নাদিয়াওয়ালা এন্টারপ্রাইজের’ সিনেমা।
আরো পড়ুন- “আমিও এখানে সেলফি নিতে চাই”- সনু সুদ। কোন ছবি দেখে বললেন তিনি
A story close to my heart#SatyanarayanKiKatha ❤️
— Kartik Aaryan (@TheAaryanKartik) June 23, 2021
A special film with special people 🙏🏻#SajidNadiadwala sir @sameervidwans @shareenmantri @WardaNadiadwala @kishor_arora #KaranShrikantSharma @NGEMovies @namahpictures
#SNKK pic.twitter.com/ajOX9pfJU6
Twitter source- @TheaaryanKartik
সিনেমাটির টিজার কার্তিক আরিয়ান তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছে। যেখানে বিশেষত ছবিটি কারা কারা তৈরি করেছে তাদের নাম বলা হয়েছে। সিনেমাটির পরিচালক হলেন সমীর বিদওয়ান। কিন্তু কার্তিক ছাড়া আর কারা এ সিনেমাতে অভিনয় করবেন তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি।
[…] আরো পড়ুন- দীর্ঘদিন পর নতুন সিনেমা পেল… […]