দীর্ঘদিন পর নতুন সিনেমা পেলেন কার্তিক আরিয়ান। নিজেই শেয়ার করলেন ছবির টিজার

বহুদিন ধরেই কার্তিক আরিয়ান খবরের শিরোনামে ঘুরছে। শুরুটা হয়েছিল করণ জোহারের প্রোডাকশন কোম্পানি ‘ধর্মা প্রোডাকশন’ যখন কার্তিক আরিয়ানকে সারা জীবনের জন্য ব্যান করেছিল। যার পেছনে ধর্মা প্রোডাকশন দাবি করে অপেশাদারিত্বের। যেখানে দোস্তানা-২ এর জন্য অভিনয় করছিলেন কার্তিক আরিয়ান।

পরবর্তীকালে শাহরুখ খানের কোম্পানি ‘রেড চিলিস’ এর একটি সিনেমা থেকে বাদ দেওয়ার খবরও সামনে আসে। যদিও এসব বিষয় প্রকাশ্যে একটিও কথা বলেননি এই বলিউড অভিনেতা। এবার কার্তিক আরিয়ানকে নতুন একটি সিনেমায় দেখা যাবে যার নাম, ‘সত্যনারায়ন কি কথা‘। এই সিনেমার প্রডিউসার হলেন সাজিদ নাদিয়াওয়ালা এবং এটি ‘সাজিদ নাদিয়াওয়ালা এন্টারপ্রাইজের’ সিনেমা।

আরো পড়ুন- “আমিও এখানে সেলফি নিতে চাই”- সনু সুদ। কোন ছবি দেখে বললেন তিনি

Twitter source- @TheaaryanKartik

সিনেমাটির টিজার কার্তিক আরিয়ান তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছে। যেখানে বিশেষত ছবিটি কারা কারা তৈরি করেছে তাদের নাম বলা হয়েছে। সিনেমাটির পরিচালক হলেন সমীর বিদওয়ান। কিন্তু কার্তিক ছাড়া আর কারা এ সিনেমাতে অভিনয় করবেন তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি।

Previous articleএখনো সারানো সম্ভব হলো না নাসার হাবল টেলিস্কোপকে, গভীর চিন্তায় নাসা
Next articleমাক্স খোলার পরও অনুপম খের কে চিনতে পারলো না এক ব্যক্তি। দেখুন সম্পূর্ণ ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply