BGMI : ১৫ই জানুয়ারি পুনরায় ফিরতে চলেছে BGMI, এমনই দাবি করছেন ভারতীয় গেমিং কমিউনিটি

BGMI (BATTLEGROUNDS MOBILE INDIA) : বছরের শুরুতে ভারতীয় গেমিং কনটেন্ট ক্রিয়েটর এবং ই-স্পোর্টস গেমারদের বার্তা ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। জানা গিয়েছে আগামী ১৫ই জানুয়ারি ভারতে পুনরায় লঞ্চ হতে পারে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া।

বিগত প্রায় পাঁচ মাস আগে ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্লে-স্টোর ও অ্যাপল স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ভারত সরকারের আদেশ অনুসারে এই মোবাইল গেমটি অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ভারত সরকারের অভিযোগ ছিল ভারতীয়দের তথ্য চীনের সার্ভারে গোপনে প্রেরণ করছে এই গেমটি। দেশের ভবিষ্যৎ, সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করার স্বার্থেই ব্যান করা হয়েছিল গেমটি। যদিও এই ব্যান ছিল একটি সফট ব্যান, যেখানে গেমটিকে কেবলমাত্র প্লে-স্টোর থেকে সরানো হয়েছিল। এরপর কেটে গেছে পাঁচটি মাস, ভারতের প্রত্যেকটি গেমপ্রেমী মানুষ এই গেমটির পুনরায় ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছে।

ক্রাফটন গেমটি ভারতের পুনরায় চালু করা সম্পর্কে কোন নির্দিষ্ট বার্তা দেয়নি, তবে গেমার এবং ইস্পোর্ট কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তারা জানিয়েছিলেন খুব শীঘ্রই ভারতে ফিরবে এই গেমটি। এবং তারা জানিয়েছেন ২০২৩ সালে শুরুতেই গেমটির থেকে ব্যান্ সরিয়ে নেওয়া হবে। বিভিন্ন গেমিং কন্টেন্ট ক্রিয়েটার দাবি করেছেন সামনের মাসেই অর্থাৎ জানুয়ারিতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অ্যান্ড্রয়েডে আবার ফিরতে চলেছে। এছাড়াও একটি লাইভ স্ট্রিমের মাধ্যমে আলফা ক্লাসার জানিয়েছেন তিনি গুগলে কাজ করেন এবং বিজিএমআই এর সম্ভাব্য রি লঞ্চ ডেট সম্পর্কে বার্তা দিয়েছেন, একটি নির্দিষ্ট তারিখের কথা তিনি উল্লেখ করে জানিয়েছেন আগামী ১৫ই জানুয়ারি গুগল প্লে স্টোরে লঞ্চ করা হবে বিজিএমআই।

আরো পড়ুন -মেসির অটোগ্রাফ লেখা জার্সি পরে জিভা সিং ধোনি

শুধু তাই নয়, জানা গিয়েছে গুগল কমিউনিটির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি গেমটিকে পুনরায় প্লে স্টোরে লঞ্চের কথা জানিয়েছেন। গেমিং কমিউনিটি থেকে যদি এই তথ্যটি প্রকাশ পেত তবে সেটির গুরুত্ব থাকতো কম। যেহেতু গুগল কমিউনিটির পক্ষ থেকে এই তথ্যটি সরাসরি এসেছে সেখানে অনেকেই আশা করছেন গেমটি হয়তো সত্যি ১৫ জানুয়ারি ফিরবে প্লে স্টোরে। এই তথ্যের সত্যতা যাচাই এখনো সম্ভব হয়নি অফিসিয়ালি কোন তথ্য গুগল বা ক্রাফটন থেকে সামনে না আসলেও গেমিং কমিউনিটি এবং কনটেন্ট ক্রিকেটারদের প্রচেষ্টা বিফলে যাবে না বলেই মনে করছেন অনেকে, তাদের কথা মাথায় রেখেই ক্রাফটন গত পাঁচ মাস যাবত ভারত সরকারের সাথে এই নিয়ে আলোচনা করে চলেছে। অফিসিয়াল কোন আপডেট বর্তমানে পাওয়া যায়নি, যদি এই ধরনের কোন আপডেট আসে তবে সকলেই এ বিষয়ে অবগত হতে পারবেন খুব শীঘ্রই।