বিশ্বের ১০টি বিষাক্ত বিছে

বিশ্বের ১০টি বিষাক্ত বিছে: পৃথিবীতে অনেক ধরনের প্রাণীর বাস এবং প্রত্যেকটি প্রাণীর তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এ জগতে টিকে রয়েছে। এরই মধ্যে কিছু বিষ হীন আবার কিছু বিষধর। বিছা বা বিছে বিষধর প্রাণীগুলোর মধ্যে একটি অন্যতম।

বিছে সাধারণত সন্ধিপদ পর্বের বহুপদ উপপর্বের প্রাণী। এর দ্রুতগিসম্পন্নতা ও ক্ষিপ্রতা একে আরও ভয়নকর করে তোলে। বিশেষত এগুলি বাড়ির আঁনাচে কানাচে অথবা ঢাকা নর্দমার ও অন্ধকার জায়গায় থাকতে বেশি ভালোবাসে।

ইংরেজি নাম centipede এর মানে “শতপদ“, যদিও বিছের আজপর্যন্ত শতপদ লক্ষ্য করা যায়নি। একটি পরিণত বিছের ১৫ থেকে ১৯১টি দেহভাগ থাকে। প্রথম ভাগটির পা সম্মুখবর্তী হয়ে দাঁড়া তৈরি করে।

পৃথিবীতে উপস্থিত এমনি কিছু বিষাক্ত বিছে সম্পর্কে তুলে ধরা হলো

বিশ্বের ১০টি বিষাক্ত বিছে

  1. Scolopendridae
  2. Scolopendra cataracta
  3. Scolopendra cingulata
  4. Scolopendra galapagonesis
  5. Scolopendra gigantea
  6. House Centipede
  7. Scolopendromorpha
  8. Stone centipede
  9. Strigamia
  10. Schendyli

বিশ্বের 10 টি বিষাক্ত বিছের সম্পূর্ণ বিবরণ নিচে বিস্তারিত দেওয়া হলো

১.  Scolopendridae (স্কোলোপেনড্রাইভ) : এটি বিছে পরিবারের বৃহত্তম সদস্যদের মধ্যে একটি। এটি মানুষের পক্ষে বিপদজনক। কিন্তু মানুষকে এরা সচরাচর আক্রমণ করেন। কারণ এই সেন্টিপাইড গুলি সাধারণত গোপনীয় জীবনযাপন করতে ভালোবাসে। এর কামড় তীব্র বেদনাদায় এবং কামড়ানোর স্থানে যথেষ্ট পরিমাণে ফোলাভাব লক্ষণীয়।

২. Scolopendra cataracta (স্কোলোপেনড্রা ক্যাটারাকাটা) : এটি ২০ সেন্টিমিটার লম্বা ও উভাচর সেন্ট্টিপিড। এগুলি মাংসাশী ও বিষাক্ত। লম্বা পা এবং এদের গায়ের রং সবুজ কালো বর্ণের। এর কামড় আপনাকে মারাত্মক বেদনার সন্মুখীন করতে যথেষ্ট।

৩. Scolopendra cingulata (স্কোলোপেনড্রা সিঙ্গুলাটা) : মাত্র ১০ থেকে ১৫ সেন্টিমিটার বিষের দিক থেকে মারাত্মক নাও হতে পারে। তবে এর অর্থ এই নয় যে এটি একেবারেই বিষ হীন। এর থেকে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ।

৪. Scolopendra galapagonesis (স্কোলোপেনড্রা  গালাপাগোনসিস): এটির আরেক নাম ডারাউনের গলিয়াট সেন্টিপিভ। পৃথিবীর সর্ববৃহৎ সেন্তিপিড গুলির মধ্যে একটি। এগুলি লম্বায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এগুলি বিভিন্ন বর্ণের বৈচিত্র্য যুক্ত তবে এগুলির সমস্তই বিপদজনক ও বিষাক্ত।

আরো পড়ুন- যমজ বাচ্চার গ্রাম কেরালা। ৫০০ বেশি যমজ বাচ্চা আছে এই গ্রামে

৫. Scolopendra gigantea (স্কোলোপেনড্রা গিগাতিআ) : এগুলো বিশ্বের সবথেকে বৃহত্তম সেনটিপিড। যা ৩০ সেন্টিমিটার বা তার থেকেও বেশি দৈর্ঘ্য পর্যন্ত হতে পারে। এগুলো সাধারণত বাদুড় ছোট পাখি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এর বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষ কে পক্ষাঘাত গ্রস্থ করতে সক্ষম যা থেকে মৃত্যু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

৬. House Centipede (হাউস সেন্টিপাইড): এর বৈজ্ঞানিক নাম  seutigeromorpha, এগুলি সাধারণত ঘরোয়া সেন্টিপাইড। এর বৈশিষ্ট্য হলো দ্রুতগতি। এদের গায়ের রং হালকা অথবা কালো হয়ে থাকে এবং এদের সারা দেহ জুড়ে অসংখ্য লম্বা লম্বা পা থাকে যা এদেরকে দ্রুতগতিতে চলতে সাহায্য করে। এগুলি সাধারণত রান্নাঘরের আনাচে কানাচে থাকে। এর কামড়ানোর কথা তেমন একটা শোনা না গেলেও এগুলি বিষাক্ত এবং কামড়ানোর ফলে তীব্র যন্ত্রণার সাথে ফোলাভাব ও লালচে ভাব লক্ষ্য করা যায়।

rps20200630 125058

10 টি বিষাক্ত বিছে, বিশ্বের ৫ টি বিষাক্ত বিছে

৭. Scolopendromorpha (স্কোলোপেনড্রোমোরফা) : এই প্রজাতিটি এই পরিবারের বড়, সবচে বিষাক্ত ও আক্রমনাত্মক সভাবের। এটি সাধারণত শিকারি প্রজাতির। বাংলার চলতি ভাষায় এটিকে অনেকে তেতুল বিছে নামেও চেনে। অনেকটা লম্বা এই সেন্টিপিডের গায়ের রং কালো ও লাল হয়ে থাকে। এদের বিষ্ এর বিষাক্ততা এর কারণে চিকিৎসা ও বিষ সম্পর্কিত গবেষণায় এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। এর বিষ একটি মানুষকে গুরুতর আহত করতে যথেষ্ট। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এর বিষ থেকে হওয়া মৃত্যুর খবর খুম কমই শোনা যায়। এর বিষ স্তন্যপায়ী ও সরিসৃপ উভয়ের জন্যে মারাত্মক। বিষের কারণে শিকারের পক্ষাঘাত ঘটলে এটি শিকারকে তার শক্ত সামনের দাত দিয়ে টুকরো টুকরো করে খেয়ে নেয়। স্কোলোপেনড্রোমোরফাএর শিকারের তালিকায় ছোট প্রাণী, ইদুর এমনকী পাখিদের ও শিকার করে থাকে এরা।

৮. Stone centipede (স্টোন সেন্টিপিড)

৯. Strigamia (স্ট্রিগামিয়া)

১০. Schendyli (শান্দেলি)

“বিশ্বের ১০টি বিষাক্ত বিছে”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন