ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে পুনরায় বোনাস চ্যালেঞ্জ ফিরতে পারে, জানালো ক্রাফ্টন

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে পুনরায় বোনাস চ্যালেঞ্জ ফিরতে পারে, জানালো ক্রাফ্টন

ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাটেল রয়েল মোবাইল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বোনাস চ্যালেঞ্জ ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন, এমনটাই জানিয়েছে প্রধান কোরিয়ান গেমিং সংস্থা ক্রাফ্টন। শুধু তাই নয় রিডিম কোড ও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টায় রয়েছেন তারা। চলুন জেনে নেওয়া যাক ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের ডেভলপার সংস্থা ক্রাফ্টন তাদের নতুন আপডেটের বিষয় কি কি জানিয়েছেন।

বিজিএমআই গেমের ডেভেলপার সংস্থা ক্রাফ্টন সকল গেমারদের উদ্দেশ্যে জানিয়েছেন, “আপনাদের চিন্তাভাবনা এবং পরামর্শ গুলো শুনে আমরা খুবই আনন্দিত, আমরা নিয়মিত আপনাদের কাছে গেম এর নতুন নতুন আপলোডগুলি পৌঁছে দেয়ার চেষ্টা করে চলেছি। কিন্তু আপনাদের চিন্তা ভাবনা এবং মতামতগুলি বিচার বিবেচনা করার জন্য কিছুটা সময় আমাদের অবশ্যই প্রয়োজন, যে কারণে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে আমাদের বেশ কিছুটা সময় লাগছে। বর্তমানে আপনাদের সমস্যাগুলির কিছু সমাধান আমরা খুঁজে পেয়েছি এবং যত দ্রুত সম্ভব বোনাস চ্যালেঞ্জ নিয়ে নতুন একটি আপডেটের মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে”।

ক্রাফ্টন এর তরফ থেকে আরও জানানো হয়েছে তারা এ বিষয়ে সচেতন যে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম-এর বোনাস চ্যালেঞ্জ এর জন্য অনেক গেমাররা অপেক্ষা করে রয়েছেন এবং তারা আন্তরিকভাবে বোনাস চ্যালেঞ্জ ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন। তারা শীঘ্রই এ বিষয়ে গেমারদের তথ্য সরবরাহ করবেন। তাদের বক্তব্যে একথা স্পষ্ট যে পাবজি মোবাইলে থাকা বোনাস চ্যালেঞ্জ, যার সাহায্যে গেমাররা UC-এর মতো আকর্ষণীয় পুরস্কার গুলি পেতেন সেই বোনাস চ্যালেঞ্জ ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে ফিরে আসতে চলেছে।

অন্যদিকে বিজিএমই এও জানিয়েছে যেহেতু এমুলেটর ভার্শন গুলি বিভিন্ন ফাইল মডিফাই করতে পারে সে ক্ষেত্রে অনেক গেমাররা বিভিন্ন চিট অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতারণামূলক কাজ করছিল। গেমটির সাথে বিভিন্ন মোড এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি এমুলেটর ভার্সনে ব্যবহার করা বেশ সোজা, যে কারণে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার দাবি আপাতত কোনো এমুলেটর ভার্শন আসার সম্ভাবনা নেই এবং এই একই কারণবশত অপটিমিজড ভার্শন নিয়ে আসবেন না তারা।

আরো পড়ুন-ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের এমুলেটর ভার্সন আসতে পারে? উত্তর দিল BGMI Devs

গেম সম্পর্কে আরও বেশ কয়েকটি বিশেষ তথ্য জানানো হয়েছে, যেমন ডিভাইসে ৯০ এফপিএস সাপোর্ট এ বিষয়ে তাঁরা জানিয়েছেন গেমটি বিভিন্ন ডিভাইস এর টেস্ট করা হচ্ছে যেগুলিতে ৯০ এফপিএস সাপোর্ট করবে, তবে বিশেষ কিছু ডিভাইসেই এই ফ্রেমরেট সাপোর্ট করে সেক্ষেত্রে সামগ্রিকভাবে গেমারদের কে একটি মসৃণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য অন্যান্য ডিভাইস এর উপর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

Previous articleগ্রাহকদের তথ্য পাচার হচ্ছে চীনে, অভিযোগ উঠল পেটিএম পেমেন্টস ব্যাংক-এর বিরুদ্ধে
Next articleমঙ্গল গ্রহে ইনজেনুইটি হেলিকপ্টার উড়বে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত, জানালেন নাসার বিজ্ঞানীরা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply