বাংলাদেশ সফর ট্রান্সমিটার বসানো ভারতীয় বিরল কচ্ছপের, দিল্লির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিল ঢাকা

আমরা মানুষেরা যেমন পাসপোর্ট ও ভিসার সাহায্যে এক দেশ থেকে অন্য দেশে সফর করি ঠিক সেরকম ভাবেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়েছে ভারতের কিছু বিরল প্রজাতির কচ্ছপ। তবে তাদের ক্ষেত্রে লাগেনি কোন পাসপোর্ট বা ভিসা। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী কিছুদিন আগে ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো বিলুপ্ত প্রজাতির দুটি বাটাগুরবাস্কা কচ্ছপ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছিল। বাংলাদেশ এর তরফ থেকে জানানো হয়েছে কচ্ছপ দুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য দিল্লির হাতে তুলে দেবেন তারা।

লখনৌ এর টাইগার প্রজেক্ট এর বায়োলজিস্ট শ্রীপর্ণা দত্ত এ বিষয়ে জানিয়েছেন বাটাগুরবাস্কা কচ্ছপ দুটিতে ভারতীয় স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বর্তমানে সেগুলি ভারতের সীমান্ত পার করে বাংলাদেশে চলে গিয়েছে। সবথেকে ভালো কথা হলো স্যাটেলাইট ট্রান্সমিটার দুটি এখনো সচল এবং কচ্ছপগুলিকে খুব দ্রুতই ভারতে ফিরিয়ে আনা হবে এবং নতুন ট্রান্সমিটার লাগিয়ে আবার ছেড়ে দেওয়া হবে। এই ধরনের বিলুপ্ত প্রজাতির কচ্ছপ গুলো নিয়ে গবেষণার জন্য গত ১৯শে জানুয়ারি এই ধরনের দশটি কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে সুন্দরবনের নদী গুলিতে ছেড়ে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই গবেষণার ফলাফল প্রকাশ করা হবে আগামী বছরের জানুয়ারি মাসে।

কচ্ছপ গুলিকে পাওয়া গিয়েছে গত ২৬শে ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়ায়, এর কয়েক সপ্তাহ পর পায়রা নদীতে মৎস্যজীবির জালে ধরা পড়ে দ্বিতীয় ট্রান্সমিটার লাগানো কচ্ছপটি। এই দুজনকে খুব তাড়াতাড়ি ভারতে ফিরিয়ে আনা হবে। গত রবিবার অর্থাৎ ৬ই মার্চ বিকালে উদ্ধার হওয়া বাটাগুরবাস্কা কচ্ছপটিকে পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পটুয়াখালী বনবিভাগের অধিকারী আব্দুল্লাহ আল মামুন জানান শনিবার অর্থাৎ ৫ মার্চ সন্ধ্যায় পাথরঘাটা পায়রা নদীতে মৎস্যজীবির জালে ধরা পড়ে ভারতের স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা প্রজাতির দ্বিতীয় কচ্ছপটি।

আরো পড়ুন-ভিনগ্রহের প্রাণী? রহস্য জনক প্রাণীর দেখা মিলল অস্ট্রেলিয়াতে

বনবিভাগের বনরক্ষীরা কচ্ছপটি মৎস্যজীবীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে পটুয়াখালী বনবিভাগে। এরপর একই রকম আরও একটি কচ্ছপ ধরা পড়ে। সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানিয়েছেন পায়রা নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় কচ্ছপটি বর্তমানে করমজল বন্যপ্রাণী কেন্দ্রে নিরাপদে রাখা হয়েছে এবং এই দুটি কচ্ছপ শীগ্রই নয়া দিল্লীতে পাঠানো হবে।

Leave a Reply