ইংল্যান্ড বনাম শ্রীলংকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: highlights

ইংল্যান্ড বনাম শ্রীলংকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: highlights

ইংল্যান্ড বনাম শ্রীলংকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: শনিবার ৫ নভেম্বর ২০২২ টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয় ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ম্যাচটি শ্রীলংকার জন্য না হলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। কারণ গ্রুপ-A বিভাগে প্রথম এই তিনটি দেশের পয়েন্ট একদম সমান ছিল। ইংল্যান্ড আজকের ম্যাচটি জিতে যাওয়ায় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষ স্থান দখল করলো। অস্ট্রেলিয়া রান রেটের বিচারে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারল না। গ্রুপ-A থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সেমিফাইনালে কোয়ালিফাই করল।

Match Summary

টস- শ্রীলংকা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

শ্রীলংকা- ১৪১/৮ (২০)

শ্রীলংকা ব্যাটিংবাংলাদেশ বোলিং
নিশংকা- ৬৭(৪৫)*মার্কউড- ২(৪৭)
রাজাপক্ষ-২২২২ (২২)আদিল রশিদ -২(৩৩)

ইংল্যান্ড- ১৪৪/৬ (১৯.৪)

ইংল্যান্ড ব্যাটিংবাংলাদেশ বোলিং
অ্যালেক্সহেলস- ৬৪(৪৪)*হাসান মাহমুদ- ৩(২৬)
KL রাহুল- ৫০(৩২)সাকিব -২b(৩৩)

ইংল্যান্ড বনাম শ্রীলংকা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: watch full match highlights CLICK HERE

আরো পড়ুন- ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: highlights

Previous articleআইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: All match highlights
Next articleভারত জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: Highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply