জিওম্যাগনেটিক স্টর্ম: আরো একবার সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে, সতর্কবার্তা জারি বিজ্ঞানীদের

জিওম্যাগনেটিক স্টর্ম: আরো একবার সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে, সতর্কবার্তা জারি বিজ্ঞানীদের

সৌর ঝড়: আবারো পৃথিবীতে আছড়ে পড়তে পারে সৌর ঝড়, গবেষকরা সৌর ঝড় নিয়ে পৃথিবীতে সতর্কবার্তা জারি করেছেন।

আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র সূর্য, আর এই নক্ষত্র বর্তমানে বেশ কিছুটা সক্রিয় হয়ে উঠেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের এতটা সক্রিয় হয়ে ওঠার কারণ সোলার সাইকেল এর ক্রমাগত বিধ্বংসী হয়ে ওঠা। সোলার সাইকেল বিধ্বংসী হয়ে ওঠার কারণে সূর্যের বহির্ভাগ অর্থাৎ করোনা অংশ থেকে করোনাল মাস ইজেকশন (Coronal Mass Ejection) দেখা দিয়েছে, যে কারণে সৌর ঝড় নিয়ে বিজ্ঞানীরা সতর্কবার্তাও জারি করেছেন। বিজ্ঞানীরা এই সৌর ঝড়ের নাম দিয়েছেন জিওম্যাগনেটিক স্টর্ম (Geomagnetic Storm)। আগামী ৩১শে মার্চ এই সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।

জিওম্যাগনেটিক স্টর্ম সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন এই ঝর প্রতি ঘন্টায় ২১,৮৫,২০০ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যে শক্তিতে এটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেই শক্তি এবং একটি প্লাজমা শক্তিশালী ঝড় পৃথিবীতে আছড়ে পড়বে। সূর্য থেকে এই ধরনের ঝড় হওয়ার কারণ সূর্যের করোনা অংশের শক্তিশালী বিস্ফোরণ, এই বিস্ফোরণের ফলে করোনাল মাস ইজেকশন হয় তা বিলিয়ন টন পদার্থকে প্রতি ঘন্টায় কয়েক লক্ষ মাইল গতিবেগে মহাকাশের দিকে ছুঁড়ে ফেলে। এই পদার্থ গুলি ছুড়ে ফেলার নামই করোনাল মাস ইজেকশন। সূর্য থেকে বেরোনো উপাদানগুলি তার প্রবাহ পথে আসা যে কোন গ্রহ অথবা যে কোনো বস্তুর উপরে বিশাল পরিমাণ প্রভাব ফেলে। পৃথিবীর পাশ দিয়ে যখন এই ধরনের বস্তুগুলি বয়ে যায় তখন পৃথিবীর চারপাশে থাকা স্যাটেলাইট এবং ইলেকট্রনিক বস্তুগুলিকে কিছু সময়ের জন্য অকেজো করে দেয়। পৃথিবীতে থাকা রেডিও কমিউনিকেশন ও নেটওয়ার্ক ব্যাহত হয় সেই সময়।

আরো পড়ুন-নাসার নতুন আবিষ্কার, সৌরজগতের বাইরে ৫০০০- এরও বেশি এক্সোপ্ল্যানেট এর হদিশ

সৌর ঝড় এর ফলে পৃথিবীতে আগামী ৩১শে মার্চ প্রতি সেকেন্ডে ৪৯৬ থেকে ৬০৭ কিলোমিটার বেগে এর প্রভাব পড়তে পারে, এর প্রভাবে পৃথিবীতে রেডিও তরঙ্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমনটা এই প্রথমবার নয়, এর আগেও এই ধরনের সৌর ঝড় পৃথিবীতে আছড়ে পড়েছে। বিজ্ঞানীদের অনুমান বর্তমানে এই ধরনের সৌর ঝড়ের পরিমাণ পূর্বের তুলনায় বেশি। পৃথিবীতে যে অঞ্চলগুলিতে সৌর ঝড় এর প্রভাব দেখা দেবে সেখানে আকাশে অরোরা এর দেখা মিলতে পারে। এছাড়াও কমিউনিকেশন নেটওয়ার্ক গুলির উপরেও প্রভাব পড়বে এই সৌর ঝড় এর কারণে।

Previous articlePoco X4 Pro 5G: ভারতে লঞ্চ হলো পোকো ‘এক্স’ সিরিজের পোকো এক্স৪ প্রো ৫জি, জানুন দাম ও স্পেসিফিকেশন
Next articleMotorola: ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নিয়ে আসছে মটোরোলা, জেনেনিন বিস্তারিত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply